নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার রাত

আঁধার রাত › বিস্তারিত পোস্টঃ

শাহী বাগে ইখতিয়ার উদ্দিনের বিরিয়ানীর প্যাকেট

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪

মাত্র ১৮ জন অশ্বারোহী সৈনিক নিয়ে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী লক্ষণ সেনের নদীয়ার প্রাসাদ আক্রমন করে বসে।

১৮ জন সৈনিক নিয়ে ইখতিয়ার উদ্দিন প্রাসাদ আক্রমনের সাহস পেয়েছিল কারন তার বিশাল সৈন্য বাহিনী ও তাদের বিরিয়ানীর প্যাকেটের ব্যাকআপ পথেই ছিল।
লক্ষণ সেন নৌকায় চড়ে বীর বিক্রমে বিক্রমপুরে পালিয়েছিলেন কারন তিনি ডলা খাওয়ার ব্যাপারে মানসিক ভাবে প্রস্তুত ছিলেন ব্যাপারটা তেমন না। রাজমহল ও তেলিয়াগড়ের একহাজার হাতি আর পঞ্চাশ হাজার অশ্বারোহী সৈন্য পার হয়ে যারা এসেছে তারা সংখ্যায় ১৮ জন নাকি ১৮০ হাজার জন তা দেখার প্রয়োজন ছিল না। তারা অনেক শক্তিশালী তাই পালিয়ে যাওয়াটাই উত্তম ছিল তার জন্য। প্রাসাদ পর্যন্ত পৌছানোটাই তাদের ক্ষমতার/শক্তির প্রমান।

কিন্তু আফসোস লক্ষণ সেন জানতো না যে ইখতিয়ার উদ্দিন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে লুকিয়ে এসেছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উদ্দেশ্য যাই হোক-

তবে উপস্থাপনাটা ভাল লাগলো।

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

সাইন বোর্ড বলেছেন: বিরিয়ানির কোন ঘ্রাণ তো এখানে পেলাম না ।

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

আঁধার রাত বলেছেন: বিরিয়ানীর ঘ্রান শিল্পের আড়ালে লুকিয়েছে। চর্ম চোখে দেখতে না পাইলে চোখ বন্ধ করে মনের চোখ দিয়ে দেখতে পাইবেন শাহবাগে ইখতিয়ার উদ্দিনের বংশধররা রাস্তা বন্ধ করে বসে আছে।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

টিয়া রহমান বলেছেন: অনেক সুন্দর উপস্হাপনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.