নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ মানুষ বিয়ের আগে বাঘ থাকে, বিয়ের পরও সে বাঘই থাকে। তবে সেটা সার্কাসের বাঘ।
রাজদন্ডের ইশারায় মই বয়ে ছাদে ওঠে, লাইন ধরে হাঁটে, আগুন জ্বালানো রিংয়ের ভেতর দিয়ে লাফ দেয়। টেবিলের উপর সামনের দু’পা তুলে রাজদন্ডের পরবর্তী ইশারার জন্য ফ্যালফ্যাল করে তাকায়ে থাকে।
বাঘের লাভের মধ্যে লাভ কষ্ট করে তাকে আর হরিন ধরে খেতে হয় না।
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
আঁধার রাত বলেছেন: জেনেটিক্যালি মডিফাইড বাঘ। মডিফিকেশনের ফলে আত্নসম্মান, ঐতিহ্য ও পূর্বপুরুষের ইতিহাস বিম্মৃত হওয়া কাগজে আঁকানো বাঘ।
অবশ্য সকল জামাই ঘরেই বাস করে সেক্ষেত্রে আমরা সবাই ঘর জামাই। প্রশ্ন হল ঘরটার মালিক কে?
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০
আঁধার রাত বলেছেন: উত্তম কাজ করেছেন
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা। জানিতাম না।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
সাইন বোর্ড বলেছেন: অপূর্ব !
৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: হরিণ
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাঘ না পুরুষ। এই হরিণ টা কে? আচ্ছা ঘর জানাই তাহলে কি?? জানাবেন দয়াকরে