নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার রাত

আঁধার রাত › বিস্তারিত পোস্টঃ

কেমন দেখলাম ৮৪০ সিনেমা?

১৪ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮

৮৪০ সিনেমার রিভিউ লিখতে চেস্টা করলাম। বুঝতে পারলাম আমি সিকুয়েন্স ভুলে গেছি। যৌবনবতী তরুনীসহ আবুল হায়াত ব্রান্ডের চুলের অধিকারী আমার বয়সী এক ভদ্র লোক- সিনেমা শুরু হওয়ার মিনিট কুড়ি পরে সামনের সারির এক চেয়ার বামে বসলো।

তারা বসার পর আমি আর সিনেমায় মনোযোগ ধরে রাখতে পারি নাই।

মেয়েটি সম্ভবত অন্ধকারে ভয় পায়। অন্ধকারে তারা বারবার একটা চেয়ার শেয়ার করছিল। মোবাইল অথবা কমিটির আলোতে ভয় কেটে যাওয়ায় তারা পাশাপাশি চেয়ারে বসছিল। ভুতের ভয় ছাড়া মাত্র ১১ জন দর্শকের শোতে চেয়ার শেয়ার করার আর কি কারণ থাকতে পারে?

অবচেতন মনটা বারবার ভুতের ভয়কে নাকচ করে অন্য কোন কারণ অনুসন্ধানে প্রবৃত্ত করতে চেষ্টা করছিল। সেই দ্বন্দ্বে আমার টিকিটের পয়সাটা জলে গেল। এখন বুঝতে পারছি আবার সিনেমাটা দেখা ছাড়া আমার পক্ষে রিভি্উ লেখা সম্ভব না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার রিভিউ!

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: রিভিউ একেবারেই ভালো হয়নি।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

শিশির খান ১৪ বলেছেন: নিজের পকেটের পয়সা খরচ কইরা সিনেমা না দেইখা আরেক জনের রোমান্স দেইখা ফেরত আসছেন ভালো

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার রিভিউ

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

আদিত্য ০১ বলেছেন: তার একটা দুইটা নাটক ছাড়া কোন সিনেমা বা ফিল্ম দেখার মত। সবগুলোই অখাদ্য। সুদূর ভারত থেকে ইরফান খানের মত একজন ভালো অভিনেতাকে এনে ফিল্ম বানিয়েছিলেন, সেটাও অখাদ্য।

আপনি দেখান ওনার কোন ফিল্মটা অখাদ্য না? ওনি নিজে ঢোল নিজে পিটাতে পছন্দ করেন। ওনি আওয়ামীলীগ আমলেও অনেক চেটেছেন, চেটে চেটে অখাদ্য ফিল্মের বাজেটও মেনেজ করেছেন কিন্তু সেই ফিল্ম অখাদ্যই রয়ে গেছে।

ওনি নিজের ঢোল নিজে খুব পিটাতে পছন্দ করেন, ওনার চাইতে হিরু আলম বা অনন্ত জলিলের ফিল্মের গল্প ভালো অন্তত দর্শক হাসাহাসি করে দেখে

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫০

আঁধার রাত বলেছেন: তার সবগুলো সিনেমা ও নাটক আমার ভাল লাগে। সে দেলোয়ার জাহান ঝন্টুর চেয়ে ভাল পরিচালক সেটাই সম্ভবত ভাল লাগার কারন।
আর যেহেতু আপনার ভাল লাগে নাই সেহেতু বলা যায় তার কাজের প্যার্টান ভাল। যদি কোন কাজ সবার ভাল লাগে তবে বুঝতে হবে তিনি “নদের চাঁদের সাথে মহুয়া সুন্দরীর” প্রেম কাহিনী টাইপ কিছু বানিয়েছেন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তামাশা ভালোই দেখলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.