![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পাচটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মত আমিও চটি পড়ে রাস্তায় রাস্তায় হাটি
একজন বইপোকা সে তার পকেটের শেষ
টাকা গুলো দিয়েও বই কিনতে
চাইবে।
একজন শিক্ষক তার ছাত্র-ছাত্রী
দেরকে তার শেষ জ্ঞান টুকু দিয়ে
তার ছাত্র-ছাত্রীদের গড়ে তুলতে
চাইবে।
একজন সন্ত্রাস তার শেষ নি:শাষ টুকু
পর্যন্ত অন্যায় করে যাবে।
একজন রিকশাওয়ালা তার শেষ শক্তি
টুকু দিয়ে আরও বেশি টাকা আয় করতে
চাইবে।
একজন বিজ্ঞানী তার শেষ
জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিছু
নতুন জিনিস আবিষ্কার করার চেস্টা
করবে।
একজন খেলোয়ার তার শেষ শক্তি
পর্যন্ত খেলে যাবে।
একজন কমিউনিস্ট তার শেষ জ্ঞানটুকু
দিয়েও প্রতিবাদ করার চেস্টা করবে।
তেমনে বাবা-মায়েরা তাদের শেষ
শক্তি টুকু দিয়েও তাদের সন্তান্দের
ঠিক মত"মানুষ"করতে চায়।
আমার বাবা-মাও এর ব্যাতিক্রম না।
আমার জন্য তোমরা যা কর তাই দেখে
আমি মুগ্ধ।
তোমরা কখনো, তোমাদের বার্থডেট
বলনি।যার কারনে তোমাদের উইশ
করতে পারিনি কখনো।
আজ কেন জানি তোমাদের দিকে
ফিরে বলতে ইচ্ছা করছে
"হ্যাপি বার্থডে"
©somewhere in net ltd.