![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোনো উপায়েই আমার ফেসবুকে ঢুকতে পারছি না, আপনাদেরও কি একই সমস্যা?
না হলে কিভাবে ঢোকা যায় দয়া করে যদি উপায় বলে দিতেন......
উল্লেখ্য আমি গুগল ক্রোম ইউজ করি। সেখানে না আসাতে মজিলা ফায়ার ফক্স দিয়েও না ঢুকতে পেরে এখানে আপনাদের শরনাপন্ন হলাম।
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
আদিত্য-বিডি বলেছেন: তাহলে আমার আইডি কি হ্যাক হলো !
২| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
সফটওয়্যার বলেছেন: আমার এখানে কোন সমস্যা নেই।
সম্ভবত আপনার লগিন সেশনটি জ্যাম হয়ে গেছে। এক্ষেত্রে কিছু করার নেই, কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি এর আগে কয়েকবার এধরনের সমস্যায় পড়েছি। আপনি সেশন জ্যামে পড়েছেন কি না নিশ্চিত হওয়ার জন্য অন্য কোন আইডি দিয়ে লগিন করে দেখুন।
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
আদিত্য-বিডি বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।
লগিন হচ্ছে কিন্তু পুরো পেজ ওপেন হচ্ছে না, শুধু মাত্র উপরের ফেসবুকের ব্লু বারটি আসছে...আর বাকি অংশ সাদা...
দেখাযাক, অপেক্ষা করে দেখি...
ধন্যবাদ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০
ভালো থাকতে চাই বলেছেন: আমরা খুব ভালো মতে ফেসবুক চালাতে পারছি
আপনি আপনার browser এর হিসটোরি মুছে দিন তাহলে সব ঠিক হয়ে যাবে আশা করি
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
আদিত্য-বিডি বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।
মুছে দিলাম। তবুও একই অবস্থা.....
৪| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আজ সকাল থেকে আমারো একই সমস্যা, আমি মজিলা ব্যবহার করি ।
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
আদিত্য-বিডি বলেছেন:
৫| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪২
রেজা সিদ্দিক বলেছেন: আমার ক্ষেত্রে একই ঘটনা। ওপেন হচ্ছে না।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০১
আদিত্য-বিডি বলেছেন: তাহলে ভয় নাই, এক সঙ্গে এতজনের এক্যাউন্ট বাতিল হবে না আশা করি।
কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের একাউন্ট সম্পূর্ন ভ্যানিস হয়ে গেছে। সার্স দিয়েও আর খুজে পাওয়া যায়নি।
উল্লেখ্য সে ছিলো একজন উঠতি ফটোগ্রাফার, সেজন্য অসংখ্য ফটোছিলো সেখানে আর তা সহ একাউন্ট ভ্যানিস !
পরে নতুন ভাবে একাউন্ট খোলে.....
ভাবছি আমরটা গেলো মনে হয়...
৬| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
আন্ধা পোলা বলেছেন: ভাই আপনেগো ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেন আমি জানাইতাছি কি সমস্যা হইছে!
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৩
আদিত্য-বিডি বলেছেন: আচ্ছা এখানে দিলাম আমরটা...এইবার দেখেনতো আসে কি-না
৭| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
সাদা কলো বলেছেন: vi voy pawa disilen,facebook ta abar off kore dilo kina....
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৬
আদিত্য-বিডি বলেছেন: আপনার টা কি ওপেন হচ্ছে ?
৮| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: Same case
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৭
আদিত্য-বিডি বলেছেন:
৯| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০১
নাঈম সারোয়ার বলেছেন: আমারও সমস্যা হচ্ছে।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৮
আদিত্য-বিডি বলেছেন:
১০| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০২
ভালো থাকতে চাই বলেছেন: যাদের নেট চলেনা আপনারা কি দিয়ে নেট ব্যাবহার করেন ????
কোন প্যাকেজ ????
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১০
আদিত্য-বিডি বলেছেন: আমিতো জিপি মডেম ব্যবহার করছি ২ বছর ধরে.....এই রকম সমস্যা কোনো সময় হয়নি ।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯
শানে আজম রনি বলেছেন: আমারও সমস্যা হচ্ছে।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১০
আয়াত ই রাসুল বলেছেন: আমার ও সেই সমস্যা দাদা । প্রথমে ভেবেছিলাম একাই একটা প্রবলেম নিয়া আছি । এখন দেখছি সবাই মিলে । সো নো প্রবলেম । আমি মোবাইলে সব ঠিক পাচ্ছি । শুভ কামনা
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৪
জন ঢাকা বলেছেন: আমি ও সকাল থেকে একই সমস্যায় ভুগছি এই মাত্র একটি সমাধান বের করলাম।
https://www.facebook.com এই লিঙ্ক এ ক্লিক করে ফেজবুক এ প্রবেশ করুন অথবা http:// এর জায়গায় https:// বসিয়ে চেষ্টা করে দেখেন আশা করি কাজ হবে । কাজ হলে অবশ্যই জানাবেন।
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৫
আদিত্য-বিডি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
কাজ হচ্ছে কিন্তু প্রতিবার পেজ ওপেন করতে অতিরিক্ত https:// এটা ব্যবহার করতে হচ্ছে... এটাই কি সমাধান !
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৬
ইমাম উশ শহীদ বলেছেন: হুম...
লগিন হয়..কিন্তু প্রোফাইল নেম ছাড়া কিছু দেখা যায় না...
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৮
আদিত্য-বিডি বলেছেন: সেম কেস....https:// ব্যবহারে সাময়িক ভাবে ঠিক হয় কিন্তু আবার তেমন...
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩২
অলিন্দ বলেছেন: জন ঢাকা বলেছেন: আমি ও সকাল থেকে একই সমস্যায় ভুগছি এই মাত্র একটি সমাধান বের করলাম।
https://www.facebook.com এই লিঙ্ক এ ক্লিক করে ফেজবুক এ প্রবেশ করুন অথবা http:// এর জায়গায় https:// বসিয়ে চেষ্টা করে দেখেন আশা করি কাজ হবে । কাজ হলে অবশ্যই জানাবেন
সহমত.... কাজ হবে
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৮
লিমন শাহ্ বলেছেন: আমারও একই প্রবলেম হচ্ছে । কেউ কি কোন সমাধান জানেন ?
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০২
ইমাম উশ শহীদ বলেছেন: অলিন্দ যেটি বলেছেন...তাতে কাজ হচ্ছে...
এর মানে তো ফেসবুক ব্লক করা হয়েছে !!!
ভার্সিটি ল্যাবে এভাবে ফেসবুক ইউজ করতে হয়!!!
ব্লক করা হলো কেনো???
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১০
জন ঢাকা বলেছেন: ফেজবুক এর পেইজ লোডিং সমস্যার সমাধান
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪
লিমন শাহ্ বলেছেন: একটি সমাধান পেয়েছি । চেষ্টা করে দেখুনতো কাজ হয় কি না । http:// এর জায়গায় https:// দিয়ে ফেজবুক এ প্রবেশ করুন ।।আমি উপকার পাইছি ।।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪২
রেজা সিদ্দিক বলেছেন: https:// দিয়ে হলো। ধন্যবাদ
২১| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৯
জ্বল বলেছেন: আমি ফায়ার ফক্স,গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকতে না পেরে শেষে অপেরা ব্রাউজার দিয়ে ঢুকতে পেরেছি ।
২২| ২০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: https:// এর আবিস্কারককে ধন্যবাদ, এভাবে ঢুকতে পারছি ।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
কাজ হচ্ছে কিন্তু প্রতিবার পেজ ওপেন করতে অতিরিক্ত https:// এটা ব্যবহার করতে হচ্ছে... এটাই কি সমাধান
২৪| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৩
ডট কম ০০৯ বলেছেন: আজ সকাল থেকে আমারো একই সমস্যা, আমি মজিলা ব্যবহার করি
২৫| ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: স্থায়ী সমাধানের জন্য এই লিঙ্কে ক্লিক করুন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩২
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আমার তো হচ্ছে