![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবির ৯ বছরের ছোট্ট বালকটি বাংলাদেশের খুলনার "অর্ঘ্য"
টিভি দেখার তেমন সময় না হলেও মীরাক্কেলটা একটু দেখে থাকি । আজকে আমাদের দেশের এক জিনিয়াসের পারর্ফমেন্স দেখলাম। খুলনার অর্ঘ্য {-দি জিনিয়াস}!!! কি অসাধারন তার উপস্থাপনা। না দেখলে বিস্বাস-ই হবে না।
আমাদের দেশে এত্ত ৩০/৩২ টি চ্যানেল থাকা স্বত্বেও এমন হাসির অনুষ্ঠান নেই বললেই চলে। এনটিভিতে দেখেছিলাম এমন কিছু। কিন্তু কখন শুরু আর শেষ এত্ত এড এর জন্য আর দেখাই হয়নি। কিন্তু জি-বাংলা তাদের দর্শকদের ধরে রাখার ক্ষমতা রাখে।
বাংলাদেশীদের অনুষ্ঠানে সুযোগদানের মাধ্যামে হয়তো তাদের একটা উদ্দেশ্য থাকে। আর তা হলো দর্শকদের ধরে রাখা।
স্পন্সরও আমাদেরই প্রান কোম্পানী।
২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৮
আলম 1 বলেছেন: বাংলাদেশের নাভিদ মাহবুবের শো দেখতে পারেন।
আরও এপিসোড দেখতে পারবেন পাশের ভিডিওগুলো সার্চ করলে।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২
খেয়া ঘাট বলেছেন: মীরের কোনো তুলনা নাই। আমার অতি প্রিয় একটি অনুষ্ঠান। ইউটিউবে দেখার অপেক্ষায় আছি।