নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

আদিত্য-বিডি

....................

আদিত্য-বিডি › বিস্তারিত পোস্টঃ

ডঃ পিয়াস করিম এবং কেন্দ্রেীয় শহীদ মিনার।

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

ডঃ পিয়াস করিম কে অনেককেই হয়তো চিনবে না। যারা টিভিতে টকশো দেখে থাকে তারাই বেশি চিনবে।
আমার কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। তিনি যে টকশোতে থাকতেন সেটা দেখতাম।
কিন্তু হঠাৎ করেই একদিন দেখলাম বিএনপির একটি অনুষ্ঠানের মঞ্চে নেতাদের সঙ্গে বসে আছেন। ভাবলাম সুশীল সমাজের একজন হিসেবে হয়তো। এর পর নিয়মিত দেখেছি বিএনপির কোনো সংবাদ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানেও। তখন থেকে তার প্রতি ধারনাটা পরিবর্তন হতে লাগলো। তিনি হয়তো ভেবেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে ভাল একটি পদে যেতে পারবেন। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যে প্রকাশ্যে রাজনৈতিক দলের সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এটা জানা ছিলো না।
আমাদের মধ্যে অবশ্য নিরপেক্ষ লোকের বড়ই অভাব। এমন একজন সম্মানিত মানুষ তাকে দলের পক্ষে মত দিতে হবে কেন? নিরপেক্ষই থাকতে পারতো। আমরা্ও আগের মত তাকে একজন আদর্শ বক্তা হিসেবে মনে করতাম।
বুধবার শহীদ মিনারে রাখা হবে পিয়াস করিমের মরদেহ! তখন মনে একটি প্রশ্ন জাগে কে এই পিয়াস করিম। একজন অর্থনীতির অধ্যাপক হিসেবে তার প্রতি সম্মান যথেষ্ঠ। কিন্তু এটা মানতে পারলাম না...
কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে তার মৃতদেহকে সম্মান করানো হবে, এই যোগ্যতার মধ্যে কি তিনি পড়েছেন !!!


যাইহোক, এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা কল্পনাও করতে পারনি আমরা।
তাঁর আত্মার চির শান্তি কামনা করছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪

করিম বস বলেছেন: যাকে সম্মান দেওয়ার সে সম্মান পায় না, কোথাকার কোন উজবুক লোক সম্মান পেতে ব্যাস্ত! বাংলাদেশ বলে হয়তো

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৭

পদ্মা_েমঘনা বলেছেন: তাইতো পিয়াস করিম আবার কে? বিএনপি-র সংবাদ সম্মেলনে যায়- তার আবার কিসের সম্মান প্রদান! শহীদ মিনার তো বাপ্পাদিত্য আর অাঅামস-দের নিজের বাপের সম্পত্তি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.