নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্রিজা

অথই জলে খুঁজে বেড়াই পূর্ণিমারই চাঁদ।

আদ্রিজা › বিস্তারিত পোস্টঃ

আগাছা পরিচিতি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯

টোপাপানা





ল্যান্টেনা





শ্বেতদ্রোন





জিরাকাটা





আমরুল শাক





চোরাকাঁটা





শূশনী শাক





কচুরীপানা





বিড়াল আচড়া





হাজার দানা





বন সরিষা





বন মরিচ





বথূয়া





তিলকপানা





ফোস্কা বেগুন





কানাইবাঁশি





কাঁটানটে





শিয়াল লেজা





কাঁটা বেগুন



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১

নীল-দর্পণ বলেছেন: ফোস্কা বেগুন পাকার পরে খেয়েছেন? ছোট্টবেলায় গ্রামে গিয়ে ক্ষেতে-জংগলের ধারে খুজে বেড়াতাম ওসব। কেউ একজন যদি পেতো সেকি আনন্দের যে ছিলো :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

আদ্রিজা বলেছেন: ফোস্কা বেগুন দিয়ে পটকা ফুটাতাম। পটকা খাওয়া ঠিক না, তাই খাই নাই। :P :P :P

২| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: নাহ!! নস্টালজিক হয়ে গেলাম। ছোট বেলায় সেই ঝোপ জঙ্গলে দাপিয়ে বেড়ানো !! আহ, কি দিন ছিলো!! কাঁটানটে কে কাঁটাখুরে বলতাম। উপরের ছবিগুলোর মাঝে শুধু বনমরিচকে চিনতে পারলাম না। অনেক ভালো লাগলো পোস্টটি। কৃতজ্ঞতার নিদর্শন স্বরুপ প্রিয়তে নিয়ে গেলাম।

ভালো থাকুন। শুভকামনা রইল :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

আদ্রিজা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

খেয়া ঘাট বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: নাহ!! নস্টালজিক হয়ে গেলাম। ছোট বেলায় সেই ঝোপ জঙ্গলে দাপিয়ে বেড়ানো !! আহ, কি দিন ছিলো!! কাঁটানটে কে কাঁটাখুরে বলতাম। উপরের ছবিগুলোর মাঝে শুধু বনমরিচকে চিনতে পারলাম না। অনেক ভালো লাগলো পোস্টটি
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

আদ্রিজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪

শান্তির দেবদূত বলেছেন: আপনার এই পোষ্টটা দেখে আবেগ আপ্লুত হয়ে গেলাম! শৈশবের স্মৃতি বুকের মধ্যে হাহাকার করে উঠলো! প্রতিটা ছবির গাছগুলো নিয়ে কতকত আনন্দ, ঘটনা জড়িত হয়ে আছে! কত কত খেলার সাথী! উফ! নষ্টালজিক হয়ে গেলাম :( :( ভাল থাকুন, শুভকামনা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

আদ্রিজা বলেছেন: আপনার্র প্রতিও শুভকামনা রইল। ভাল থাকবেন।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:২১

সোহেল রনি বলেছেন: ওহ,পুরনো দিনগুলো মনে করিয়ে দিলেন।
অনেক সুন্দর পোষ্ট।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭

আদ্রিজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: ছবি গুলো পরিচিত কিন্তু নাম সব গুলোর জানতাম না। এই চোরা কাঁটা ছোট বেলায় বহুত জ্বালাইছে, মাঝে মাঝে এই চোরা কাঁটার ভয়ে অনেক দূর ঘুরা পথ দিয়ে মাঠে খেলতে যেতাম, শর্ট কাট রাস্তা ছেড়ে।

নস্টালজিক হলাম !

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

আদ্রিজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

Kawsar Siddiqui বলেছেন: প্রথম দেখলাম :D
Post prioyte

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

আদ্রিজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । :)

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সব কয়টাই চেনাজানা।
কিন্তু নাম জানতাম না।
থ্যাংকস!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

আদ্রিজা বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।...

ধন্যবাদ

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

এম ই জাভেদ বলেছেন: অধিকাংশই চেনা তবে নাম জানতাম না কয়েকটার । আরও কিছু আগাছা যোগ করতে পারেন -
আসামি লতা, থানকুনি, ঢেঁকি শাক, দূর্বা, লজ্জাবতী কাঁটা , স্বর্ণলতা।

ভাল লেগেছে আপনার সংগ্রহ

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

আদ্রিজা বলেছেন: বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আগাছা নিয়ে আরও পোষ্ট দেয়ার ইচ্ছা আছে।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: চেনা কিন্তু অনেকগুলোর নাম না জানা। ভালো লাগলো অনেক।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

আদ্রিজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

এম মশিউর বলেছেন: আরে, কয়দিন আগেই ৬০টা আগাছা কালেক্ট করে "WEED ALBUM" তৈরি করলাম।

এলবামে তিলকপানা বাদে সবগুলোই ছিলো।চোরাকাটা না, ঐটা হবে প্রেমকাটা! ;)

আচ্ছা, আপনি কি কৃষি'র স্টুডেন্ট? :)

বেশ ভালো লাগলো পরিচিত উইডগুলো দেখে। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪

আদ্রিজা বলেছেন: জি ভাই। এক ই পথের পথিক।

"WEED ALBUM" এ ৯০ টা আগাছা দিয়েছিলাম।

চোরাকাটা এবং প্রেমকাটা এই দুই নামেই এটা পরিচিত।

ভবিষ্যত কৃষিবিদ খুঁজে পেয়ে ভালো লাগলো ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.