|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আকাশে জুটেছে আজ অনেক এ্যপ্রোন পরা মেঘ, 
মনের অসুখে তুমি তার শুশ্রুষা নিতে পারো।
তোমাকে রাজপথে দেখে যানজটে থেমে আছে পথ। 
কবিতাও খাতা ছেড়ে চলে যেতে চায় আন্দামানে___
              আরও দূর বিজনের টানে।
নটে গাছটি মুরোলে ও..
আলাপের বুনন ফুরোয় না। 
কত চিরকুট এসে ফিরে যায় রিক্ততায়_
ডিঙ্গোয় না সাবধানী চৌকাঠ।
এ হৃদয় বিত্তবান, তবুও নির্ঘুম রাত- বানীর তৃষা।
পথের সন্চয় পথে পড়ে থাকে,
মনের সন্চয়ে ওরে পরী
মনের অতলে মন ডেকে আনে নব প্রলভন। 
চোখে লাগে অচেনা ঘোর
হাসিতে  আকর্ন নয়, তথাপি নতুন হোচট।
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ১২:৪৫
০৫ ই মার্চ, ২০১৮  রাত ১২:৪৫
আদ্রিজা বলেছেন: দীর্ঘদিন পর ব্লগে এসে এত উষ্ণ অভ্যর্থনায় সম্মানিত বোধ করছি, এই ভাল লাগা আর প্রেরণার প্রলোভনে আবারও ব্লগে নিয়মিত হবার ইচ্ছা প্রকাশ করছি।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!
২|  ০৪ ঠা মার্চ, ২০১৮  সকাল ১০:৪১
০৪ ঠা মার্চ, ২০১৮  সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ১:০০
০৫ ই মার্চ, ২০১৮  রাত ১:০০
আদ্রিজা বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা!
৩|  ০৪ ঠা মার্চ, ২০১৮  রাত ১০:১৫
০৪ ঠা মার্চ, ২০১৮  রাত ১০:১৫
সফেদ বিহঙ্গ বলেছেন: হটাত কিছু লেখা চোখে পড়ে। হটাত কিছু লেখা ভাল লাগে এটা তেমনি একটি লেখা ছিল।। স্বাগতম এই লেখার জগতে।
  ০৪ ঠা মার্চ, ২০১৮  রাত ১১:৫৫
০৪ ঠা মার্চ, ২০১৮  রাত ১১:৫৫
আদ্রিজা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সামান্য প্রচেষ্টার অসামান্য প্রতিউত্তরে অভিভূত হ'লাম!
৪|  ০৪ ঠা মার্চ, ২০১৮  রাত ১০:৪০
০৪ ঠা মার্চ, ২০১৮  রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা!
  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ১:০৪
০৫ ই মার্চ, ২০১৮  রাত ১:০৪
আদ্রিজা বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভকামনা!!
৫|  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ১:৩৩
০৫ ই মার্চ, ২০১৮  রাত ১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: আদ্রিজা আপনার নামের অর্থ কি । নামটা সুন্দর অনেক । 
কবিতা টি অনেক ভালো লাগলো ।
  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:১৬
০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:১৬
আদ্রিজা বলেছেন: "হিমালয়ের কন্যা" 
 পার্বতীর অন্য নাম অদ্রিজা। 
নাম ও কবিতার প্রতি ভালোলাগা প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল।
৬|  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:০৪
০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:১৭
০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:১৭
আদ্রিজা বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!
৭|  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:২৫
০৫ ই মার্চ, ২০১৮  রাত ২:২৫
মলাসইলমুইনা বলেছেন: আপনার কবিতার বিষন্ন লাগা জড়িয়ে নিলাম মনে | কিন্তু বেশি ভালো লাগলো চার বছর পর আপনার কবিতা দেখে | ব্লগে নিয়মিত হয়ে গেলে আমাদের আরো বেশি ভালো লাগবে | আশাকরি ঝামেলা থাকলেও ব্লগে নিয়মিত থাকবেন | ভালো থাকুন |
  ০৫ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
০৫ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
আদ্রিজা বলেছেন: আপনাদের সাদর অভ্যর্থনা ও উৎসাহে আমি সত্যিই অভিভূত!! এতদিন না থাকার জন্য বরং আফসোস হচ্ছে এখন। 
অসংখ্য ধন্যবাদ!! অনেক অনেক শুভকামনা!!
৮|  ০৫ ই মার্চ, ২০১৮  দুপুর ১:১০
০৫ ই মার্চ, ২০১৮  দুপুর ১:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অধমের পক্ষ থেকেও প্রশংসাসম্বলিত অভ্যর্থনা নিন। চমৎকার লিখেছেন!
  ০৮ ই মার্চ, ২০১৮  রাত ২:২০
০৮ ই মার্চ, ২০১৮  রাত ২:২০
আদ্রিজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!! শুভকামনা !!!
৯|  ০৫ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
০৫ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: "এ্যাপ্রোন পরা মেঘ" কথাটা খুব ভাল লাগলো।
  ০৫ ই মার্চ, ২০১৮  রাত ১১:৪৮
০৫ ই মার্চ, ২০১৮  রাত ১১:৪৮
আদ্রিজা বলেছেন: ভাললাগা প্রকাশের জন্য আবারো ধন্যবাদ জ্ঞাপন করছি।।। ভাল থাকবেন।।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৮  সকাল ১০:১৪
০৪ ঠা মার্চ, ২০১৮  সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: সাড়ে ৪ বছর পর পোস্ট দিলেন!!!
ভাল কথা।
এবার তাহলে নিয়মিত ব্লগিং করুন।
মানুষ নতুন নতুন প্রলোভনে পড়ে আর নতুন নতুন আঘাত পায়।
তবুও মানুষ প্রলোভনে পড়ে।
অনেক অর্থবহ কবিতা। ভাল লেগেছে।
শুভকামনা রইল।
ভাল থাকুন সবসময়।