নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রয়োজনে যে বেয়াদপ হতে পারে, ভদ্রতা পাওয়ার অধিকার শুধু তাই।

অদ্বিত

পরাজয়ে ডরে না বীর।

অদ্বিত › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা গুরুত্বপূর্ণ কিন্তু ঘৃণাও কম গুরুত্বপূর্ণ নয়

০৬ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯

ভালবাসা এবং ঘৃণা এ দুটা নিয়েই আমাদের সমাজ। শুধু ভালবাসা দিয়ে সমাজ চলে না। চলা সম্ভবও না। ঘৃণার দরকার আছে। ঘৃণা না থাকলে অপরাাধী কখনো তার কাজের জন্য guilty feel করবে না। মানুষের ঘৃণাই তো একজন অপরাধীকে অনুতপ্ত feel করাবে।
কিছু আবালমার্কা public আছে যারা বলে, "পৃথিবীতে কাউকে ঘৃণা করতে হয় না, সবাইকে ভালবাসতে হয়।" .... এই ডায়লগ ধর্ষিত মানুষের কাছে দিলে জুতা দিয়ে পিটিয়ে গালের সবগুলো দাঁত ফেলে দিবে।
ধর্ষিত মানুষ ধর্ষককে ঘৃণা করবে না তো কি ভালবাসবে ? নির্যাতিত মানুষ নির্যাতনকারীকে ঘৃণা করবে না তো কি আদর করবে ? যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের আমরা ঘৃণা না করে চুমা দিব, নাকি ? যত্তোসব।
আশ্চর্যের বিষয় হল যারা সবাইকে ভালবাসতে বলে তারাই আবার মৃত্যুদন্ড support করে। আমার কথা হল - "এটা একজন মানুষের ব্যক্তিগত ব্যাপার তিনি কাকে ভালবাসবেন, কাকে ঘৃণা করবেন। মনে প্রচন্ড ঘৃণা থাকলেই কেউ মানবতাবিরোধী হয়ে যায় না যদি ঘৃণার পিছনে উপযুক্ত কারণ থাকে। কিন্তু আপনি কাউকে যতই ঘৃণা করুন না কেন, কোনকিছুর জন্যই কাউকে মারতে পারবেন না।"
সেই ভালবাসার মূল্য নাই যে ভালবাসা আপনজনের অপরাধ দেখতে দেয় না, সেই ঘৃণার দাম আছে যে ঘৃণা নিরপেক্ষভাবে justice করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.