নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় কবিতাটি পড়েছেন কি?সেখানকার কথাগুলো মিলে যায় আমার পরিচয়ের সাথে।সাধারন মানুষ আর এটাই আমার পরিচয়। https://www.facebook.com/afsana.mimi.1485

আফসানা মিমি

এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।

আফসানা মিমি › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ দেখ

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

হঠাৎ দেখা
-রবীন্দ্রনাথ ঠাকুর
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ,
ভাবিনি সম্ভব হবে কোনদিআগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে –
দালিম-ফুলের মত রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়ন ।।
দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি ঘিরে ।
মনে হল, কাল রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে ,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে ।
থমকে গেল আমার সমস্ত মনটা :
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে ।।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
সমাজবিধির পথ গেল খুলে :
আলাপ করলেম শুরু –
‘কেমন আছো ‘, ‘কেমন চলছে সংসার ‘
ইত্যাদি ।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে ।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব ,
কোনটা বা দিলেই না ।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় –
কেন এ-সব কথা ,
এর চেয়ে অনেক ভাল চুপ ক’রে থাকা ।।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে ।
মনে হল কম সাহস নয় –
বসলুম ওর এক বেঞ্চিতে ।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে ,
‘কিছু মনে কোরো না ,
সময় কোথা সময় নষ্ট করবার !
আমাকে নামতে হবে পরের স্টেশনেই
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে ,
শুনব তোমার মুখে ।
সত্য করে বলবে তো ?’
আমি বললাম ,’বলব ।’
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে –
কিছুই কি নেই বাকি?’
একটুকু রইলেম চুপ করে ;
তার পর বললেম ,
‘রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে ।’
খটকা লাগল , কী জানি বানিয়ে বললেম নাকি ।
ও বললে , ‘ থাক এখন যাও ও দিকে ।
’সবাই নেমে গেল পরের স্টেশনে ।
আমি চললেম একা ।।



যতবার পড়ি ততবারি ভালো লাগে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

আনিসা নাসরীন বলেছেন: ভীষণ প্রিয় একটা কবিতা এটা আমার।

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: একটা লাইক দিলাম

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৮

কবীর বলেছেন:
কবি গুরুর কবিতা পড়ে ভালো লাগলো।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪০

আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.