| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মিমি
এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।
সৌন্দর্যের মানদন্ড কি?
ফর্সা অর্থাৎ সাদা চামড়া???
যারা এটা ভাববে তারা নিশ্চই মানসিক রোগী।
আমার মতে লাক্স চ্যামেন আই সুপারস্টারের মত যেসব অনুষ্ঠান গুলো হয় সেগুলো একটা বিশাল বড় কারবার।
আমার মতে নারীকে সেখানে পন্যের মত করে এ্যাড বানিয়ে দেখানো হয় আর মেয়েরাও নিজের ইচ্ছায় যায়।
তাহলে কি তারা বুঝাতে চাচ্ছে যে ওখানে যে প্রথম হবে যেই সৌন্দর্যের উদাহরণ!!!! আই মিন আইকন!!!
ফেয়ার & লাভলী যে ১ সপ্তাহে ফর্সা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়,তারা কি এটা বুঝাতে চাচ্ছে যে কালো চামড়া নিয়ে সুখী থাকা উচিৎ না, চামড়া ফর্সা কর!!!
আর আমরা পাব্লিকরাও তাদের কথায় মাতাল হয়ে যাই।মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স ইত্যাদি ইত্যাদির পিছে ছুটি।
এই ক্রিম ঐ ক্রিম মাখলে এই নাইকা ওই নাইকার মত ফর্সা হয়ে যাবার স্বপ্ন দেখি।
একটু কি ভেবে দেখেছি যে এগুলো কি!
এগুলা সব ছল আর কিছুই না।
যা আছে তা নিয়েই খুশি থাক না!!!
ফর্সা বা কালো চামড়া কি!
ফর্সা চামড়া কখনোই সৌন্দর্যের মানদন্ড হতে পারে না। কখনোই না।
আচ্ছা এটাও বলি কালো চামড়াও কখনো সৌন্দর্যের মানদন্ড হতে পারে না।নইলে পার্সিয়ালিটি হবে।
সৌন্দর্য আচরনে চামড়ায় না।
২|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: সৌন্দর্য থাকে সুন্দরে। যার কোন তুলনা নেই।
শুভকামনা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০
আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ
৩|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
রাসেল ফেরদৌস নূর বলেছেন: ফেয়ার & লাভলী যে ১ সপ্তাহে ফর্সা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়,তারা কি এটা বুঝাতে চাচ্ছে যে কালো চামড়া নিয়ে সুখী থাকা উচিৎ না, চামড়া ফর্সা কর!!
আমার প্রশ্ন হলো ..ফেয়ার এন্ড লাভলি , দক্ষিণ আফ্রিকায় যায় না কেন ? ওরা তো সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে ।
তাহলে ওরা আফ্রিকার নিগ্রো মেয়েদের কে ফর্সা করে দেখাক ।
ওরাই আমাদের ছেলেদের মাথা নষ্ট করছে । পারেনা ধরে ধরে লোকজনকে ফেয়ার এন্ড লাভলী খাওয়াই দেয় ।
মনের সৌন্দয হলো প্রকৃত সৌন্দর্য । চরিত্রের সৌন্দরয হলো আসল সৌন্দয । ব্যাবহারের সৌন্দরয হলো প্রকৃত সৌন্দরয ।
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫
আফসানা মিমি বলেছেন: জি ঠিক বলেছেন।
৪|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
রাসেল ফেরদৌস নূর বলেছেন: যে সকল মেয়েদের চামড়া ফর্সা এদের অধিকাংশই অহংকারি হয় । কালো রঙ্গের মেয়েরা তুলনামূলক ভদ্র হয় । কালো মেয়েদের সংসার সুখের হয় । সুন্দরী মেয়েদের পরকীয়ার আশংকা বেশি থাকে । তাছাড়া সুন্দরী বলতে আমরা যা বুজি অর্থাৎ ফর্সা চামড়ার মেয়ে , তাদের প্রতি বখাটে ছেলেদের দৃষ্টি বেশি থাকে । কালো মেয়েদের প্রতি নষ্ট ছেলেরা নজর দেয় না ।
৫|
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
সৌন্দর্যের মানদন্ড ফুল
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

৬|
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৪
আফসানা মিমি বলেছেন: 
৭|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১
সায়েদা সোহেলী বলেছেন: আমার মতে লাক্স চ্যামেন আই সুপারস্টারের মত যেসব অনুষ্ঠান গুলো হয় সেগুলো একটা বিশাল বড় কারবার।
আমার মতে নারীকে সেখানে পন্যের মত করে এ্যাড বানিয়ে দেখানো হয় আর মেয়েরাও নিজের ইচ্ছায় যায়
যথার্থ বলেছেন , , , এই সব ই একধরনের ব্যবসায়ীক কৌশল , যেখানে খুব নিখুঁত ভাবে নারী কে অপমান করা হচ্ছে না না রকম দৈহিক সৌন্দর্যের মাপরিমাপের মাধ্যমে । আর তথাকথিত শিক্ষিত ,নারী বাদী সমাজ বাহবা দিয়ে যাচ্ছে !!! আবার তুখোড় নারী উন্নয়নের বুলি কপচানো ব্যক্তিত্বরা বিচারকের স্থানেও বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে .।.।.।
মনে প্রশ্ন জাগে , এইসব সর্বগুণে গুণান্বিত সুন্দরীরা , সব রকম নারী অধিকার ,সন্মান , মর্যাদা পেয়েও কেন আত্নহত্যার দিকে ঝুকছে এতো ?????
আশা রাখি মানুষকে আমরা মানুষ হিসেবে দেখতে শিখবো , সাদা কালোর লেবেলে নয়
ধন্যবাদ
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০
আফসানা মিমি বলেছেন: সুন্দর কথা বলেছেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬
ধ্রুবক আলো বলেছেন: আসল সৌন্দর্য হচ্ছে মনের সৌন্দর্য!!