নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় কবিতাটি পড়েছেন কি?সেখানকার কথাগুলো মিলে যায় আমার পরিচয়ের সাথে।সাধারন মানুষ আর এটাই আমার পরিচয়। https://www.facebook.com/afsana.mimi.1485

আফসানা মিমি

এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।

আফসানা মিমি › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরের রাস্তা দখল

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫২



রাস্তা দখল রাস্তা দখল

দখল বলতেই মাথায় আসে যুদ্ধ,তলোয়ার, হাতিয়ার ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এখানে এ দখল সে দখল নয়।
ইজিবাইক আমরা কম বেশি সবাই দেখেছি।এতে বসেছি।
মালদাহপট্টি দিনাজপুরের একটা অনেক পরিচিত জায়গা।কেনাকাটার জন্য অনেক ভালো একটি জায়গা।।অনেক কাপড়ের দোকান আছে।দুটো অনেক ভালো মিষ্টির দোকান আছে।কস্মেটিক্সের দোকান ত অনেক আছে এখানে।
আসি এবার আসল কথায়।
সন্ধ্যা পরতে না পরতেই এখানকার সরু রাস্তায় অনেক বড় জ্যাম লেগে যায়।মালদাহপট্টি আছে আগের মতই কিন্তু বেড়েছে এখানকার যানবাহনের সংখ্যা।আর এর জন্য মুল দায়ী হল ইজিবাইক।
একে ত ইজিবাইক অনেক বেশি জায়গা নেয় আবার সংখ্যায় অনেক বেশি বেড়েছে এই যানটি।
এখন শুধু মালদাহপট্টিই না সব জায়গাতেই ইজিবাইকেই জন্যই জ্যাম দেখাদিচ্ছে।
আবার এর চালক গুলোও বেশ পাকাপক্ক নন।
অনেক কম বয়সী ছেলেকে এর চালক হিসেবে দেখা যায়।ফাকা রাস্তায় অনেক বেশি স্পিডে চালায় তারা।আবার রাস্তা ফাকা না হলেও তারা দেই একি স্পিডে চালায়।এর কারনে প্রায় অনেক দুর্ঘটনাই ঘটে গেছে।।
তবে এটাও ঠিক যে আমরা সম্পুর্নভাবে ইজিবাইকের উপর নির্ভরশীল হয়ে পরেছি।যার কারনে কখনো ইজিবাইক চালকদের স্ট্রাইক থাকলে যে দিনটা আমাদের জন্য অনেক কষ্টের হয়ে পরে।রিক্সাচালকরা এ দিনের ফায়দা উঠিয়ে ২গুন ৩ গুন বেশি ভাড়া চায়।আর চাবেই না কেন!এই দ্রুতগতির পৃথিবীতে আমরা এত্তই দ্রুত চলার চেষ্টা করি যে রিক্সাকেই আমরা ভুলে গেছি।
আর ইজিবাইক দখল করে নিল রাস্তা।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একই অবস্থা আমাদের শহরেও ( রাজশাহীতে )।


ধন্যবাদ বোন আফসানা মিমি।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ স্যার।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

প্রশ্নবোধক (?) বলেছেন: আমি চার বছর দিনাজপুর শহরে ছিলাম। অনেকদিন হলো ২০০৭ থেকে দিনাজপুর যাওয়া হয়না। সবকিছু কি আগের মতই আছে? নাকি অনেক পরিবর্তন হয়ে গেছে?

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

আফসানা মিমি বলেছেন: অনেকটাই পরিবর্তন লাভ করেছে দিনাজপুর

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: ইজিবাইক নিম্নবিত্ত ও মধ্যবিত্তের যানবাহন। এক বিশাল জনগোষ্ঠীর যাতায়াত সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা রাখছে। তবে এদের চলাচলে কিছুটা শৃঙ্খলা আরোপ করতে পারলে ভাল ফল পাওয়া যায়। রাজশাহীতে আমি ইজিবাইকে অনেক ঘুরেছি। সেখানে তাদের চলাচল সুনিয়ন্ত্রিত বলেই মনে হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

আফসানা মিমি বলেছেন: এখানে ইজিবাইক নিয়ন্ত্রনে আনতে গেলে চালকদের স্ট্রাইক শুরু হয়ে যায়। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.