| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মিমি
এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।
আসুন আমরা কিছু কাজ শুরু করে দিই।অবশ্য এগুলো আপনাদের আগে থেকেই জানা।
আসুন আমরা আমাদের বাচ্চা জন্মের পর্বে তাদের ঘর ব্লু কালার এর সাজাবো নাকি পিংক কালার এর সাজাবো সেটা আগে থেকে ঠিক না করি।কারন পিংক যে শুধু মেয়েদের কালার এটা কোনো অভিধান এ লিখা নাই। আপনার সন্তান কে কালার বায়াস্ট বানাবেন না।
আসুন এখন থেকে ছেলে সন্তান দের কাঁদতে শিখাই।মেয়েদের উপর নির্যাতন করে তাদের কাঁদানো হয়।কিন্তু ছেলেদেরকে না কাঁদতে শিখিয়ে তাদের উপর নির্যাতন করা হয়। ইমোশন মানুষদেরি থাকে।ছেলেরা এর বিপরীত এ থাকে না।
আসুন সন্তান দের ট্রান্সজেন্ডার দের প্রতি শ্রদ্ধা দিতে শিখাই। রাস্তায় দেখলে তাদের ভয় না দেখাই। "এরা হিজরা,এরা তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে" বলে বাচ্চাদের ভয় না দেখাই। এতে করে আপনার সন্তান "হিজরা" যে একটা গালী না সেটা বুঝবে।আর ভবিষ্যতে সে কাউকে 'হিজরা' বলে গালী দেবে না।
আসুন মেয়ে সন্তান এর পাশাপাশি ছেলে সন্তানকেও মেয়েদের ঋতুচক্র সম্পর্কে ধারনা দেই।যাতে করে তার ক্লাসে হঠাৎ করে হয়ে যাওয়া কোনো মেয়ের ঋতুস্রাব এর উপরে সে হাসাহাসি করে সেই মেয়েটিকে বিব্রত না করতে পারে।
আসুন ছোট থেকেই ছেলে সন্তান কে রাইফেল,গাড়ি, ঢাল তলোয়ার এসব খেলনা কিনে দেওয়ার পাশাপাশি ছোট ছোট রান্নাবান্নার হাড়িপাতিল সেট বলে যেগুলোকে সেগুলো কিনে দিই।যাতে করে আপনার ছেলে সন্তান একজন গৃহিণীকে সন্মান দিতে শিখে।
আসুন আমরা মেয়ে সন্তানদের প্রিন্সেস প্রিন্সেস বলে অলস না বানাই। সে সময় আসলে যে সৈনিকের বেশ ধারন করতে পারবে সেটা তাকে শিখাই।
আপনার মেয়েকে শিখিয়ে দিন যে বাসে দাড়িয়েও যাওয়া যায়। তার জন্য আলাদা 'মহিলাসীট' লাগে না।
আপনার মেয়েকে উচ্চস্বরে কথা বলা শিখাবেন যাতে করে একদিন আপনার হয়ে সে উচ্চকন্ঠে কথা বলতে পারে।
আপনার মেয়ে সন্তান কে এটা শিক্ষা দিয়েন না যে তার সহ্যক্ষমতা অন্যান্য প্রাণীকুল এর থেকে বেশি। যাতে করে সে পরবর্তীতে তার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। আমার "সহ্যক্ষমতা বেশি" বলে চুপ না থাকে।
আসুন আমরা আমাদের সন্তান কে কখনো এটা না বুঝাই যে তাদের ক্যাপাসিটি লেভেল তার বিপরীত জেন্ডার থেকে হাই ।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯
আফসানা মিমি বলেছেন: জ্বী শুরুর দিকে পুরো দায়িত্বটাই পিতা মাতা রই থাকে।
২|
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২
নীল আকাশ বলেছেন: আপনি কি বাংলাদেশে থাকেন?
আপনি এই পোস্ট করেছেন ২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৪তে। রাতে ঘুমান না আপনি?
একজন ব্লগারের প্রথম পাতায় পর পর একের অধিক পোস্ট দৃষ্টিকটু লাগে।
আপনাকে অনুরোধ করব এখন থেকে এই ব্যাপারে সজাগ থাকবেন।
না হলে মডারেটর যে কোন সময় এই ব্যাপারে এ্যাকশন নিতে পারে (২গ/২ঙ)।
ব্লগে লেখালিখির আগে এই নিয়মাবলীগুলি পড়ে আসুনঃ
ব্লগ ব্যবহারের শর্তাবলী
ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২০
আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ অবগত করার জন্য। সামনে থেকে মাথায় রাখবো। আর হ্যা দেশেই থাকি।
৩|
১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আফসানা মিমি বোন,
আপনার নতুন পোষ্ট নেই কেনো?
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
একটা শিশু পৃথিবীতে নিয়ে আসা অনেক বড় ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার শিশুর সম্পূর্ন দেখভাল করা। যে পিতা মাতা সন্তানের সঠিক দেখভাল করতে পারবে না। তাদের সন্তান পৃথিবীতে আনাই উচিত না।