![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো আমার প্রিয়তমা,
তুমি আমার সুখ।
মন খারাপের সময় আমি,
দেখবো তোমার মুখ।
জীবন আমার তোমার লাগি,
প্রতিদিন যে আশায় জাগি,
দেখলে তোমায় ভুলি আমি,
জীবনের সব শোক।
মন খারাপের সময় আমি,
দেখবো তোমার মুখ।
তুমি আমার শুধুই আমার,
স্বপ্ন সুখের আশা।
কল্পনাতে সাজাই মোদের,
রঙিন ভালোবাসা।
কাছে তুমি আসবে যখন
দুটি আঁখির হবে মিলন।
তুমি আমার জীবন সাথী,
আশায় বাধি বুক,
মন খারাপের সময় ওগো,
দেখবো তোমার মুখ।
তোমার খোঁপায় দেবো বেধে,
রক্তজবা ফুল।
কানে তোমার পরিয়ে দেবো,
সোনার একখান দুল।
রাখবে আমার হাতে হাত,
আসবে তখন সুখের প্রভাত।
দুজন মিলে ঘর বাধিব
ভুলে সকল দু:খ,
মন খারাপের সময় আমি,
দেখবো তোমার মুখ।
©somewhere in net ltd.