![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে নীল আকাশ,
চাঁদ ভালো লাগে ।
ভালো লাগে তারা আর
উষা সব আগে।
ভালো লাগে ভ্রমর আর,
ভালো লাগে ফুল।
ভালো লাগে নদী আর,
ভাঙ্গা দুটি কূল।
ভালো লাগে মাঠভরা,
সোনা রং ধান।
ভালো লাগে বাউলের,
মন কাড়া গান।
ভালো লাগে রাখালের,
মধু সুর বাঁশি।
ভালো লাগে প্রিয়জন,
মিষ্টি মুখ হাসি।
©somewhere in net ltd.