নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফজাল সুয়েব।\nসিলেট,বাংলাদেশ।

আফজাল সুয়েব

কবিতার প্রেমিক

আফজাল সুয়েব › বিস্তারিত পোস্টঃ

বুকের খাঁজে সন্ধা নামে

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৯


তোমার বুকের খাঁজে সূর্য ডুবে—
সেই দীপ্ত আঁধারে আমি হারাই,
যেন কোনো দেবদূতের ভুল ঠাঁইয়ে
নরকে ছুঁয়ে থাকা স্বর্গের ধারা।

শাড়ির পাড় সরে গেলে
যেখানে জমেছে কস্তুরীর ছায়া,
সেই কারুকার্য—
দুটি পাহাড়ের মাঝখানে নরম ঘাসের সমতল—
আমার দৃষ্টিকে জড়িয়ে ধরে
অমোচনীয় চুম্বকের মতো।

তোমার নিঃশ্বাসে নড়ে ওঠে
সেই দোলনা,
যার প্রতিটা দুলুনি
আমার অভ্যন্তরে রক্তনদী বইয়ে দেয়।
স্পর্শ নয়—
শুধু চেয়ে থাকাটাই যেন
কোনো পুরনো পাপের মধুর পুনরাবৃত্তি।

চিবুক ছুঁয়ে যখন চুল পড়ে গলায়,
আমি সে পথে হাঁটি
শব্দহীন ওষ্ঠের স্বপ্ন হয়ে।
তোমার কাঁধ থেকে বুক, বুক থেকে নাভি—
সবটাই এক ছায়াচিত্র,
যেখানে প্রতিটি রেখা
অন্তর্জ্বালার গল্প লেখে।

তুমি যখন শুধু তাকাও,
তখনই পৃথিবী থেমে যায়
এক অনন্ত আগুনের মুহূর্তে—
বুকের খাঁজে সন্ধ্যা নামে,
আমি হয়ে যাই রাত্রির এক কাঁপা মশাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.