![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বুকে খেয়েছি একশত চুমো
তপ্ত নিঃশ্বাসে লিখেছি প্রেমের নাম,
তোমার রূপে ঢেউ তোলে গোপন সমুদ্র,
আমার চোখে শুধু দীপ্তি আর ঘন ঘুম।
চোখের পাতায় জোনাকি হয়ে জ্বলে ওঠো,
চন্দনের গন্ধে তোমার গা ভিজে থাকে,
রুপালি শাড়িতে রাত নামে ধীরে ধীরে,
যেন স্বর্গ নেমে আসে চুমোর ফাঁকে ফাঁকে।
তোমার চুলে আমার কবিতা জড়িয়ে,
নুয়ে আসে চাঁদ—তবুও তুমিই উজ্জ্বল,
কোনো শব্দ নেই, কেবল হৃদয়ের ভাষা,
তোমায় ছুঁয়ে জীবন হয় অবিশ্বাস্য সফল।
©somewhere in net ltd.