নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফজাল সুয়েব।\nসিলেট,বাংলাদেশ।

আফজাল সুয়েব

কবিতার প্রেমিক

আফজাল সুয়েব › বিস্তারিত পোস্টঃ

নিসর্গের শরীর

২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:২৩


তোমার চুলের ঢেউয়ে ডুবে ছিল রাত,
মেঘময় বাতাসে ঘ্রাণ ছড়ায় নিষিদ্ধ কোনো ঋতুর।
আদরের নীরবতায় ঢেকে রাখো ক্লান্ত পৃথিবী,
আমি শুধু স্পর্শ করি চুপিচুপি।

কাঁধের বাঁকে জেগে ওঠে ভোরের সূর্য,
তোমার চোখে ঘুমের ভেতর আগুন খেলা করে—
ভিতরে ভিতরে জ্বলে ওঠে এক নিষিদ্ধ বন,
যেখানে আমি পথ হারাতে চাই বারবার।

ঠোঁটের কোণে যে নিঃশ্বাস থেমে থাকে,
তা কি প্রেম? না অভিসার?
নাকি নরম রেশমে মোড়া কামনার কবিতা?
আমি শুধু পাঠ করি, আর গলে যাই…

তোমার কোমলতা ছুঁয়ে যখন রাত চূর্ণ হয়—
জোছনার মতো শরীর ভিজে ওঠে,
আমার কবিতা তখন আর শব্দ নয়,
হয়ে ওঠে নিঃশব্দ আর্তনাদ—
একটি শরীরী প্রার্থনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.