![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের দোয়ার ঠেলে,
এক হাতে জাপটে ধরা একটিমাত্র শিশু —
স্ত্রীর চোখে জ্বলন্ত নীরবতা,
পেছনে বাবা-মার অবিচল দ্বার।
রাতের গায়ে মিশে যায় হতভম্ব হাঁটা,
পায়ের নিচে ফেটে পড়ে ঠান্ডা মাটি,
তার কাঁধে চাপা পড়ে—
ভাঙা স্বপ্নের জর্জরিত এক টুকরো আকাশ।
কেউ ডাকে না, কেউ বলে না ফিরে এসো,
শুধু বাতাসে কাঁদে—
একটি ঘরহারা জীবনের চুপচাপ বিলাপ।
©somewhere in net ltd.