![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিছানার তুলতুলে উষ্ণতায়
তুমি শরীর ছড়িয়ে দিলে,
আলো-ছায়ার লাজুক খেলায়
তোমার চোখ দুটো নীরব গান গায়।
কালো কাপড়ে বাঁধা ইশারা,
ভেজা ঠোঁটের নিঃশ্বাসে ভেসে,
জড়িয়ে থাকে কামনার ঢেউ,
আবরণ শুধু আর কল্পনার ভরসায়।
উন্মুক্ত নাভির মৃদু কম্পনে
শিউরে ওঠে চাঁদের রাত,
আঙুলের ডগায় বুনো আগুন —
ছুঁয়ে নিতে চায় সমস্ত আকাশ।
তুমি অনায়াস, তুমি দুর্বোধ্য,
একটা নিঃশব্দ অভিসার,
যেখানে শরীরও হার মানে —
প্রেমের উগ্র, উন্মাদ ঘ্রাণের কাছে।
©somewhere in net ltd.