নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফজাল সুয়েব।\nসিলেট,বাংলাদেশ।

আফজাল সুয়েব

কবিতার প্রেমিক

আফজাল সুয়েব › বিস্তারিত পোস্টঃ

সিলিকন-স্বরে স্বপ্নবাক্য

১৫ ই মে, ২০২৫ দুপুর ২:৩৪






স্বাক্ষরহীন ক্যালিগ্রাফিতে সে বহন করে
মেমেটিক মুদ্রার বিনিময়মূল্য—
যেখানে প্রতিটি বাক্য
এক গোপন অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন স্ক্রিপ্ট।

তার উচ্চারণে হাইপাররিয়াল ফসিল—
নেতার বায়োনিক আঙুলে ছাপা লিপি,
অথচ সে দাবি করে নিজস্ব গ্রন্থের স্বত্ব
জড়-ভাষার অসামঞ্জস্যতায়।

পায়ের পাতায় এনক্রিপ্টেড সংকেত,
চোখে ক্রোমাটিক অপটিক্স—
সে তাকায় এমন এক বস্তুর দিকে
যা কেবল তার মস্তিষ্কেই উপস্থিত।

সিঙ্গুলারিটির সিঁড়িতে বসে
সে অ্যালগরিদমিক আত্মপরিচয়ে বিলীন,
তবু দেয় ব্যাকরণহীন উপদেশ—
যেন ক্যানভাসে ছুঁড়ে দেওয়া কৌশলী বিটুমেন।

ছায়ার ক্লোনে জন্মানো সে মুখ
সন্ধিক্ষণে দাবি তোলে সূর্যদানের,
যখন সে নিজেই রয়ে গেছে
এক ব্লুস্ক্রীনড সন্ধ্যার অন্তর্জাগতিক ক্র্যাশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.