নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী

আমি পৃথিবী ও জীবনকে ভালোবাসি

শোয়াইব আহামাদ

আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।

শোয়াইব আহামাদ › বিস্তারিত পোস্টঃ

বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো একটি ঘটনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭

প্রতিবাদের ভাষা খুজে পাচ্ছি না।একজন গর্ভবতী মা,তার পেটের ৬ মাস বয়সী শিশুকে যারা আগুনে পোড়াতে পারে,তারা কি কোন মায়ের সন্তান নয়?তারা কি কোন মায়ের গর্ভে জন্মায়নি?একজন মায়ের পেটের সন্তানকে বাঁচানোর আকুতি,যাদের কানে পৌঁছায় না,তারা কি আদৌ মানুষ।প্রধান দুই দলের নেত্রীরাও তো মা।একজন মায়ের অনাগত সন্তানকে বাঁচানোর আকুল আকাঙ্ক্ষা কেন তাদের কানে পৌঁছায় না?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২০

পাঠক১৯৭১ বলেছেন: যারা আগুন দিচ্ছে, আমরা তাদের ঠিক আগুনেই পোড়াবো, ২ পেত্নিকেও জেলে পাঠাবো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

শোয়াইব আহামাদ বলেছেন: জেলে না দিলেও চলবে,তবে দূষিত রাজনীতির ইতি ঘটাতে বাংলা বসন্ত খুব জরুরি আজ।দেশকে এই অপরাজনীতি থেকে রক্ষা করতে দরকার আরেকটি মুক্তিযুদ্ধের।এজন্য আমার আপনার মতো তরুণদের এগিয়ে আসতে হবে।ধন্যবাদ মতামত জানানোর জন্য।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: এইটা দেখুন আমরা আসলেই হারামী জাতি। আমগো জন্য এই হাসিনা-খালেদাই ঠিক আছে। য্যমন পাবলিক...তেমন নেতা X(( X((

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

শোয়াইব আহামাদ বলেছেন: হতে পারে এটি নিয়ে বিতর্ক রয়েছে।কিন্তু অন্য ঘটনা গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন।বোমার আঘাতে ৭ বছরের শিশুর কবজি উড়ে যাওয়া, বাসভর্তি মানুষকে আগুনে পোড়ান।আমরা কি মধ্যযুগে বাস কি?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০২

খেয়া ঘাট বলেছেন: মানুষ।প্রধান দুই দলের নেত্রীরাও তো মা।একজন মায়ের অনাগত সন্তানকে বাঁচানোর আকুল আকাঙ্ক্ষা কেন তাদের কানে পৌঁছায় না?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৭

শোয়াইব আহামাদ বলেছেন: সীমাহীন ধন্যবাদ,বরাবরের মত আমার ব্লগ পড়ার জন্য ও উৎসাহিত করার জন্য।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মূলত বি এন পি - আওমিলিগ দুইভাই
উনাদের নীতিগত কোন তফাৎ নাই।

আমরা পাবলিক সব ভোদাই
মরি - তবুও দুই দলেরই পুটু হাতাই

lets go , কোকাকোলা বোতলে ' রক্তকোলা ' খাই ।

X(( X(( X(( X(( X((

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৬

শোয়াইব আহামাদ বলেছেন: উনাদের নীতিগত কোন তফাৎ নাই।কথাটি ঠিক।তবে আমি আশাবাদী উনাদের উভয়ের জামানা শেষের পথে।মন্তব্য করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: Click This Link

এখানে আশা করি অনেক জবাব পাবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

শোয়াইব আহামাদ বলেছেন: হতে পারে এটি নিয়ে বিতর্ক রয়েছে।কিন্তু অন্য ঘটনা গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন।বোমার আঘাতে ৭ বছরের শিশুর কবজি উড়ে যাওয়া, বাসভর্তি মানুষকে আগুনে পোড়ান।আমরা কি মধ্যযুগে বাস কি? একবার সেই মানুষগুলির কষ্টের অনুভতি বোঝার চেষ্টা করুন।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: Click This Link

বিডি নিউজ ২৪ এর খবরটা এখন দেখলাম

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

শোয়াইব আহামাদ বলেছেন: হতে পারে এটি নিয়ে বিতর্ক রয়েছে।কিন্তু অন্য ঘটনা গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন।বোমার আঘাতে ৭ বছরের শিশুর কবজি উড়ে যাওয়া, বাসভর্তি মানুষকে আগুনে পোড়ান।আমরা কি মধ্যযুগে বাস কি? একবার সেই মানুষগুলির কষ্টের অনুভতি বোঝার চেষ্টা করুন।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

পাখা বলেছেন: চুলার আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা ওই নারীকে কে অবরোধের বলি বানানোর চেষ্টা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

শোয়াইব আহামাদ বলেছেন: হতে পারে এটি নিয়ে বিতর্ক রয়েছে।কিন্তু অন্য ঘটনা গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন।বোমার আঘাতে ৭ বছরের শিশুর কবজি উড়ে যাওয়া, বাসভর্তি মানুষকে আগুনে পোড়ান।আমরা কি মধ্যযুগে বাস কি? একবার সেই মানুষগুলির কষ্টের অনুভতি বোঝার চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.