![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।
অবশেষে আমার একজন বন্ধু মন্ত্রী হল।যদিও উনি আমার ফেসবুক বন্ধু।তারপরও বন্ধু তো বন্ধুই।যাইহোক,নতুন প্রজন্মের যে নেতাদের ভাল লাগে,তাদের মধ্যে জুনায়েদ আহমেদ পলক একজন।সম্প্রতি দায়িত্ব পেয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রি হিসেবে।প্রতিবেশী নাটোরের এ নেতার অনেক কিছুই রয়েছে ভালো লাগার মতো।টিভি টকশোর অত্যন্ত জনপ্রিয় একজন ব্যাক্তি তিনি।শালীনতা,সুন্দর বাচনভঙ্গি,ভদ্রোচিত আচরণ,সাধারণের সাথে মেশার ক্ষমতা ইত্যাদি খুব অল্প সময়েই তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা।তার মন্ত্রী জীবনের সফলতা কামনা করি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫০
শোয়াইব আহামাদ বলেছেন: ধন্যবাদ ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২
পাঠক১৯৭১ বলেছেন: @খেয়া ঘাট ,
আপনি লিখেছেন,
"শালীনতা,সুন্দর বাচনভঙ্গি,ভদ্রোচিত আচরণ,সাধারণের সাথে মেশার ক্ষমতা ইত্যাদি খুব অল্প সময়েই তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা "
তথ্য ও প্রযুক্তিতে উনার অবদান উপরের গুলো?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
শোয়াইব আহামাদ বলেছেন: আমি উনাকে ধোয়া তুলসি পাতা বলছিনা।তবে অন্য অনেকের চেয়ে তাকে আলাদা করা যায় বেশ ভালভাবেই।লেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩
শোয়াইব আহামাদ বলেছেন: আমাদের দেশে কেউ কোন বিষয়ে অবদান রাখার পরে মন্ত্রী হয় না,এটি বাস্তবতা।যে দেশের রাষ্ট্রপতি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না,সেখানে উনার বাচনভঙ্গি চমৎকার,এটিই বা কম কিসে।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০
কলাবাগান১ বলেছেন: উনাকে আমিও অনেক পছন্দ করতাম কিন্তু উনার উচিত গত পাচ বছরে উনার এত আয় বাড়ার কথা এক্সপ্লেইন করা.....
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯
শোয়াইব আহামাদ বলেছেন: অবশ্যই উচিত।তবে নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে আমাদের তার কাছে প্রত্যাশা ও অনেক।আর বাঙালি সমালোচনা প্রিয় জাতি।তাই আসুন,শুধু সমালোচনা না করে,ভাল কাজের প্রশংসা করার মাধ্যমে নতুনদের উৎসাহিত করি।তবেই নতুনরা ভাল কিছু করতে উৎসাহিত হবে।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মত দায়িত্ব পাওয়ায় জুনায়েদ আহমেদ পলককে অভিনন্দন।লোকটার বঙ্গবন্ধুপ্রেম অনুকরনীয়।আপনার দেওয়া বিশেষণগুলোর ব্যাপারেও একমত তবে আরেকটু ঝাল হতে হবে।টকশোতে মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কিছু শুনলে উনার কাছ থেকে আরও কড়া জবাব আশা করি যেন ওখানেই শেষ করে দিতে পারেন শয়তানদের।আর যেহেতু ওয়েবমিডিয়ায় উনার সরব উপস্হিতি তাই উনিই আমাদের তরুণদের আশা ভরসারস্হল হয়ে উঠবেন এটায় আশা করি।কে জানে হয়ত উনি সামুতেও আছেন কোন নিকে!যদি থাকেন তাহলে ব্লগারদের নিয়ে দেশব্যাপী যেভুলধারণাগুলোর জন্ম হইসে সে সমস্যাগুলোকেও যেন কেটে দিতে পারেন তাই চাই।আর আরেকটা কথা,বাকস্বাধীনতা আর গণতন্ত্রের সুযোগসুবিধা নিয়ে গণতন্ত্র ও বাকস্বাধীনতার বিরুদ্ধে থেকে কেউ দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত হলেই তাকে হাতেনাতে ধরে শাস্তির ব্যবস্হা করুন...পলক ভাইয়ের কাছে দাবী।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০
শোয়াইব আহামাদ বলেছেন: আপনার আশার সাথে আমিও আশান্বিত হতে চাই।আশান্বিত হতে চাই,দেশে নিজের মুক্ত চিন্তা প্রকাশের স্বাধীনতার ব্যাপারে ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কেউ সাম্প্রদায়িকতার বিশবাস্প ছড়াতে না পারে সে ব্যাপারে।সুচিন্তিত মতামত জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
খেয়া ঘাট বলেছেন: তিনি।শালীনতা,সুন্দর বাচনভঙ্গি,ভদ্রোচিত আচরণ,সাধারণের সাথে মেশার ক্ষমতা ইত্যাদি খুব অল্প সময়েই তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা।তার মন্ত্রী জীবনের সফলতা কামনা করি।