![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।
বিশ্বকাপের উত্তাপে খুব নীরবেই বাংলাদেশ ক্রিকেট দলের আগামী দুই বছরের জন্য বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করলেন জিম্বাবুয়ে ক্রিকেটের স্বর্ণযুগের অন্যতম সফল ক্রিকেটার হিথ স্টীক।বল হাতে একসময় বিশ্ব কাঁপিয়েছেন,সুইং ও গতিতে বিভ্রান্ত করেছেন বিপক্ষ ব্যাটসম্যানদের।টেস্ট ও ওয়ানডে মিলিয়ে উইকেট নিয়েছেন মোট ৪৫৫ টী।ওয়ানডের ইকনমি রেট মাত্র ৪.৫১।বাট হাতেও ছিলেন সমান উজ্জ্বল।সফলভাবে নেতৃত্ব দিয়েছেন জিম্বাবুয়ের ড্রিম টিমকে।সবমিলিয়ে সফল,অভিজ্ঞ ও পরিশ্রমী এ ক্রিকেটারকে বোলিং কোচ হিসেবে পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের এক অন্যতম অর্জন।তাই আশা করা যায়,তার হাত ধরে তাসকিন-আল আমিনদের বোলিং হবে আরও ক্ষুরধার,২০১৫ সালের অস্ট্রলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের গতিময় উইকেটে আমাদের পেসাররাও হবেন কার্যকর।সর্বোপরি হিথ স্টীককে স্বাগতম ক্রিকেট স্বর্গে,ক্রিকেট উন্মাদনার দেশে।
০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৪
শোয়াইব আহামাদ বলেছেন: বিশেষ করে আমাদের সবচেয়ে দুর্বল দিক পেস বোলিং এর উন্নতি দেখার আশায় রইলাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ রাত ২:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাংলাদেশ টিমের ভালো খেলা দেখার অপেক্ষায়