নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী

আমি পৃথিবী ও জীবনকে ভালোবাসি

শোয়াইব আহামাদ

আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।

শোয়াইব আহামাদ › বিস্তারিত পোস্টঃ

হিথ স্টীককে স্বাগতম ক্রিকেট স্বর্গে,ক্রিকেট উন্মাদনার দেশে।

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৭

বিশ্বকাপের উত্তাপে খুব নীরবেই বাংলাদেশ ক্রিকেট দলের আগামী দুই বছরের জন্য বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করলেন জিম্বাবুয়ে ক্রিকেটের স্বর্ণযুগের অন্যতম সফল ক্রিকেটার হিথ স্টীক।বল হাতে একসময় বিশ্ব কাঁপিয়েছেন,সুইং ও গতিতে বিভ্রান্ত করেছেন বিপক্ষ ব্যাটসম্যানদের।টেস্ট ও ওয়ানডে মিলিয়ে উইকেট নিয়েছেন মোট ৪৫৫ টী।ওয়ানডের ইকনমি রেট মাত্র ৪.৫১।বাট হাতেও ছিলেন সমান উজ্জ্বল।সফলভাবে নেতৃত্ব দিয়েছেন জিম্বাবুয়ের ড্রিম টিমকে।সবমিলিয়ে সফল,অভিজ্ঞ ও পরিশ্রমী এ ক্রিকেটারকে বোলিং কোচ হিসেবে পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের এক অন্যতম অর্জন।তাই আশা করা যায়,তার হাত ধরে তাসকিন-আল আমিনদের বোলিং হবে আরও ক্ষুরধার,২০১৫ সালের অস্ট্রলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের গতিময় উইকেটে আমাদের পেসাররাও হবেন কার্যকর।সর্বোপরি হিথ স্টীককে স্বাগতম ক্রিকেট স্বর্গে,ক্রিকেট উন্মাদনার দেশে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাংলাদেশ টিমের ভালো খেলা দেখার অপেক্ষায়

০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৪

শোয়াইব আহামাদ বলেছেন: বিশেষ করে আমাদের সবচেয়ে দুর্বল দিক পেস বোলিং এর উন্নতি দেখার আশায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.