![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।
অবিশ্বাস্য,অদ্ভুত,ভুতুড়ে আর কি বলা যায় ফ্রান্সের Rémi Gaillard এর সম্পর্কে।ভিডিওটি দেখুন,তার পর মনে হবে মেসি-সুয়ারেজরা তার কাছে নস্যি।বিশ্বকাপের ৩২ দলের জার্সি গায়ে দিয়ে বল নিয়ে যা করলেন তা এক কথায় অতিমানবীয় কিছু।ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ২২ লক্ষ বার।পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্টের স্বীকৃতি,বল নিয়ে কারিকুরি দেখিয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সাথে।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:০৮
শোয়াইব আহামাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সোনালী সিঁড়ি
২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৪
সময়ের ডানায় বলেছেন: অসাধারণ।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:০৯
শোয়াইব আহামাদ বলেছেন: ধন্যবাদ সময়ের ডানায়
৩| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৭
নিজাম বলেছেন: জানেন কী বাংলাদেশের একজন খেলোয়াড় ছিল যিনি খেলার মাঠেই প্রতিপক্ষ সকল খেলোয়াড়ের মাঝে এর চেয়ে বেশী যাদু দেখাতে পারতেন। তিনি বিশ্ববিখ্যাত ফুটবলার যাদুকর সামাদ।
০৮ ই জুন, ২০১৪ রাত ৯:১০
শোয়াইব আহামাদ বলেছেন: আগে জানতাম না,এখন জানানোর জন্য ধন্যবাদ
৪| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
সজল৯৫ বলেছেন: চমৎকার.........
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:২২
শোয়াইব আহামাদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ সজল৯৫
৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ৩:১১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কেন যেনো মনে হয় কয়েক হাজার শট থেকে বেছে বেছে সঠিক শট গুলোর ভিডিও ক্লিপস। অন্তত বাউন্স ব্যাক শটগুলো একবারে বা প্রতিবারে এতটা নিখুঁত কোনভাবেই মানতে পারছিনা। কারণ শট হাজারো নিখুঁত থাকলেও যেখানে বাউন্স করছে সেই সারফেসটি নিশ্চই শতভাগ মসৃন বা সঠিক এ্যঙ্গেল হবেনা, সেই সাথে বায়ুপ্রবাহের বিষয়টিও মাথায় রাখতে হবে।
নাহ মানতে পারলাম না, কারণ ওর শটগুলো সত্যি হলেতো ওর জীবদ্দশায় শুধু ফ্রান্সই বিশ্ব চ্যাম্পিয়ান থাকতো। কিন্তু বাস্তবতা তা বলেনা।
১০ ই জুন, ২০১৪ রাত ৩:০৬
শোয়াইব আহামাদ বলেছেন: আমিও সন্দেহ করছি কামরুল ইসলাম রুবেল।অন্তত একবারে শট দিয়ে তো এটি অসম্ভব।আমি এটির মূল ব্যাখ্যা জানার চেষ্টা করছি।জদি জানতে পারি তাহলে অবশ্যই জানাবো।অনেক ভাল থাকবেন।মন্তব্য করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৩
সোনালী সিড়ি বলেছেন: আপাতত বলার মত কিছুই পাচ্ছিনা। অসাধারন, .।। even i thank u for sharing this.