![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।
১)গারেথ বেলঃ ১ বিলিয়ন ম্যান।বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলারটি খেলছেন না বিশ্বকাপে।কারণ রিয়াল মাদ্রিদের এ গতিদানব উইঙ্গার খেলেন উয়েলসের হয়ে,যারা বিশ্বকাপে খেলছে না।শুধু দামই নয়,গতি,স্কিল,পাওয়ার আর চোখ ধাঁধানো গোল করে প্রমাণ করেছেন কেন তিনি এ গ্রহের সবচেয়ে দামি ফুটবলার।
২)ইব্রাহমভিচঃ বাতাসে ভলি আর তীব্র শটে গোল করতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি।তার সেরা ৫০ টি গোল ইউটিউবে দেখতে পারেন।প্রাণান্ত চেষ্টা করেছেন দলকে বিশ্বকাপে তুলতে।ব্রাজিল বিশ্বকাপ নিঃসন্দেহে আফসোস করবে তার জন্য।
৩)Robert Lewandowski:ছোট দলের বড় ফুটবলার তিনি।বুরুসিয়ার এ স্ট্রাইকার গেল বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছিলেন ৪ গোল।নিজ দেশ পোল্যান্ড বিশ্বকাপে খেলছে না,তাই তিনিও বিশ্বকাপে অনুপস্থিত।
৪)থিও ওয়ালকটঃ আর্সেনালের এ স্ট্রাইকার ভুগছেন ইনজুরিতে।কাউন্টার আটাকে অত্যন্ত দক্ষ এ স্ট্রাইকারকে মিস করবে ইংল্যান্ড,অধিকন্তু বিশ্বকাপও।
৫)আলভেরো নেগ্রেদোঃ সেভিয়ার হয়ে ৬ মৌসুমে করেছেন ১০২ গোল।বর্তমানে এ স্ট্রাইকার মাঠ কাঁপাচ্ছেন ইংলিশ লিগ জয়ী ম্যানচেস্টার সিটির হয়ে।এ ক্লাবের সাফল্যে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।স্পেন টিমে তার ঠাই না হওয়া বিশ্বকাপের অন্যতম বিস্ময়।
৬)পিটার চেকঃ অবিসংবাদিত ভাবে এ গ্রহের অন্যতম সেরা গোলকিপার তিনি।২০০৪ সালে চেলসিতে আসার পর থেকে খেলেছেন ৪৫০ ম্যাচ,জিতিয়েছেন ৩ টি লিগ,১ টি চ্যাম্পিয়ন্স লিগ,১ টি উয়েফা কাপসহ সর্বমোট বড় ১২ টি শিরোপা।একটানা ৯২৮ মিনিট গোল আটকানোর রেকর্ড গড়েছেন।তাই চেক প্রজাত্রন্ত্রের এ গোলকিপারকে মিস করবে বিশ্বকাপ,তা নিশ্চিত।
৭)ফ্রাঙ্ক রিবেরিঃ ফ্রান্স ও বায়ার্ন মিউনিখের এ লেফট উইঙ্গারকে বিবেচনা করা হয় তার প্রজন্মের সেরা ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে।বাম পাশ দিয়ে তার ক্ষিপ্র গতির আক্রমণ দেখা মিস করবে বিশ্বকাপ।
৮)রাদামেল ফালকাওঃঅ্যাটলেটিকো মাদ্রিদ ও পোরতোর মতো মাঝারি ক্লাবকে শিরোপা জিতিয়েছেন একক নৈপুণ্যে।গোলপোস্টের সামনে ক্ষিপ্রগতির এ স্ট্রাইকার কে ডাকা হয় বাজপাখি নামে।কলম্বিয়ান এ স্ট্রাইকারের বিশ্বকাপে না থাকা কষ্ট দিচ্ছে কলম্বিয়ানদের,সাথে বাকি ফুটবল বিশ্বকেও।
৯)মার্ক রেউসঃ জার্মান এই আক্রমণাত্মক মিডফিল্ডার শেষ মুহূর্তে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে পরছেন ইনজুরির জন্য।বুরুসিয়ার এ কার্যকর ফুটবলারের না থাকা জার্মানিকে ভোগাবে,সঙ্গে বেকহামের পরে ফুটবল গ্লামারস নিয়ে আসা এ অনিন্দ্য সুন্দর মুখশ্রীর ফুটবলার কে মিস করবেন হালের ফুটবল ভক্ত তরুণীরা তা নিশ্চিতভাবে বলা যায়।
১০)তেভেজঃ প্রতিভাবান এ ফুটবলারের ফুটবল সামর্থ্য অবিসংবাদিত।কিন্তু একই সাথে এ খ্যাপাটে ফুটবলারকে নিয়ন্ত্রণ করাও সব কোচের পক্ষে সম্ভব নয়।যার কারণেই তাকে রাখেননি আর্জেন্টিনার কোচ।এ মৌসুমেও ইতালিয়ান লিগে জুভেন্টাসের হয়ে করেছেন সর্বাধিক গোল।ফর্মের তুঙ্গে থাকা এ ফুটবলার মিস করবে ফুটবল ভক্তরা।
১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৬
শোয়াইব আহামাদ বলেছেন: আমি ব্রাজিলের সমর্থক।কাকা-রোনালদিনহোদের খেলারও বড় ভক্ত ছিলাম।এদের অবশ্যই মিস করি।তবে আমি এই তালিকায় যারা গত ২ বছর বিশ্ব ফুটবল কাপিয়ে বেড়িয়েছে,তাদের অন্তর্ভুক্ত করেছি।আর আমি বিগ ফিলকে সমর্থন করি।এই দুই সিনিয়র ফুটবলারকে দলে রাখলে অবশ্যয়তাদের একাদশে খেলাতে হত,আর তখন বাদ দিতে হত উইলিয়ান-হাল্ক-অস্কারদের মতো তরুণ তুর্কিদের।স্কলারি এদের নিয়ে জুয়া খেলছেন,দেখা যাক কি হয়।তবে আমি আশাবাদী। সুচিন্তিত মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
২| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:২১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমিও সেই পিচ্চিকাল থেকে ব্রাজিলের সমর্থক।
১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৫০
শোয়াইব আহামাদ বলেছেন: আশা করি আপনার আমার ব্রাজিল এবার নিরাশ করবে না
৩| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার মতে রোনাল্ডিনাহো দলে থাকলে ভাল হতো ব্রাজিল দলের জন্য।
১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৫
শোয়াইব আহামাদ বলেছেন: কিন্তু আমি মনে করি ও ওর সেরা সময়কে পেছনে ফেলে এসেছে।তা বাদে ফিলিপে স্কলারির মতো কোচ দল নির্বাচনে খুব ভুল করেন না।চেলসির রামিরেস-উইলিয়ান-অস্কার-ডেভিড লুইজ ভাল ফর্মে আছে।এরা রোনাল্ডিনাহোর শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।মতামত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
৪| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১১
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ব্রাজিল আমার পছন্দের দল।
আইডিয়া বাজ
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯
শোয়াইব আহামাদ বলেছেন: আমারও প্রথম পছন্দের দল।ধন্যবাদ নাহিদ ইসলাম।
৫| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: বেল আর ইব্রাহিমের না থাকাটা আসলে মিস করার মত। আরেকটা ইয়াং প্লেয়ার আছে রামজি নাম, আর্সানালের হয়ে খেলে। সেও বেলের দেশ উয়েলসের হয়ে খেলে। তাছাড়া রোনাদিনহো-কাকা-রোবিনহো'কে মিস করবে মানুষ
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৩
শোয়াইব আহামাদ বলেছেন: আর্সেনালের আরন রামসির খেলা মিস করবো।এর বাইরে সামির নাসরি-মন্তেলিভো-নাভাসের খেলাও মিস করবো।রোনাদিনহো-কাকা-রোবিনহোর খেলার ভক্ত ছিলাম,তবে এদের রাখলে গুসটাভো-পাওলিনহো-উইলিয়ান-রামিরেস-অস্কার-হাল্ক-জো এদের খেলাও মিস করতাম।ব্রাজিল ফুটবলারের জন্মদাত্রী দেশ,ওদের শৈল্পিক ফুটবলারের অভাব কখনো হয় না । অনেক বেশি ধন্যবাদ মতামত জানানোর জন্য।
৬| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৪
ড. জেকিল বলেছেন: ক্লাবের মতো ধার করে নিয়ে এসে খেলাতে পারলে বেশ মজা হতো। এই সব প্লেয়ার দের কারিশমা ও দেখা যেতো। ইঞ্জুরি আক্রান্তদের জন্য বিষয়টা বেশি কষ্টের।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৭
শোয়াইব আহামাদ বলেছেন: আপনার প্রস্তাবটি অবশ্যই ভেবে দেখার মতো।যেমন ডিয়েগো কস্তা আগে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার পরে এখন খেলছেন স্পেনের হয়ে।না খেলা ফুটবলারদের এশিয়ার দলের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে পারে ফিফা।তাহলে বিশ্বকাপ আরও জমবে।ধন্যবাদ ড জেকিল ।
৭| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৭
নিজাম বলেছেন: দুঃজনক। কিন্তু তারপরও বিশ্বকাপ আনন্দময় হবে আশা করি।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:১১
শোয়াইব আহামাদ বলেছেন: আমিও তাই আশা করি।প্রতিবার বিশ্বকাপে কিছু খেলোয়াড় থাকে না,তবে এবার অনুপাতটি অনেক বেশি।তবে লুইজ সুয়ারেজ খেলতে পারলে খুব খুশি হবো।আপনাকে ধন্যবাদ।
৮| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৬
অ্যামাটার বলেছেন: ওয়েলসের খেলোয়ারেরা ইংল্যান্ড দলের হয়ে খেলতে পারেনা?
ক্রিকেটে তো দেখাযায় স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের ক্রিকেটাররা দিব্যি ইংল্যান্ড দখে দাপিয়ে বেড়াচ্ছে।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৮
শোয়াইব আহামাদ বলেছেন: যুক্তরাজ্য চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত।এগুলো হল ইংল্যান্ড,ওয়েলস,উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীন দেশ যা আয়ারল্যান্ড নামে পরিচিত।ওয়েলস ফুটবলে সবসময় স্বাধীনভাবে খেলে,কিন্তু তাদের কোন আলাদা লিগ নেই।ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েলস রাজধানী কার্ডিফ এর নামে একটি দল আছে।এর বাইরেও সোয়ানসি সিটি ওয়েলস এর ক্লাব।তবে স্কটল্যান্ডের আলাদা লিগ আছে।সেল্টিক স্কটিশ লিগের বিখ্যাত ক্লাব।ক্রিকেটে টেস্ট খেলার সম্মানের লোভে অনেক স্কটিশ খেলোয়াড় ইংল্যান্ডের হয়ে খেলে।ফুটবলে তো আর টেস্ট ম্যাচ নেই।তা বাদে ক্রিকেটে ওয়েলস এর আলাদা কোন টিম নাই।সাধারণত ওয়েলস কোন ফুটবলার কখনো ইংল্যান্ড দলের হয়ে খেলে না।
ধন্যবাদ আপনাকে।
৯| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০
পাজল্ড ডক বলেছেন: ওয়ালকটের জায়গায় নাসরি, তাহলেই পারফেকট।
কুইজ এ অংশগ্রহণ করুন View this link
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ সকাল ৯:১১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তার মানে বিগ ফিল ঠিক আছেন কাকা,রোনালদিইও কে নেননি বলে। কারণ আপনিও তাদের বিশ্বকাপে মিস করছেন না।