নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী

আমি পৃথিবী ও জীবনকে ভালোবাসি

শোয়াইব আহামাদ

আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।

শোয়াইব আহামাদ › বিস্তারিত পোস্টঃ

হুইস্কির নাম যিনি “সোনালি শিশির ” রেখেছেন তার গল্প জানুন।

২১ শে জুন, ২০১৪ রাত ৯:৩৬

আজ প্রিয় কবির প্রয়াণ দিবস।ট্রিবিউট টু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।ছিলেন একজন প্রতিবাদী রোম্যান্টিক কবি।যিনি চালু করেছিলেন “ জিন্স-পাঞ্জাবীর ” কম্বিনেশন । হুইস্কির বাংলা নাম দিয়েছিলেন “সোনালি শিশির ”। যার হাত ধরেই ১৯৮৭ সালে শুরু হয়েছিল “ জাতীয় কবিতা উৎসব ” ।এরশাদ বিরোধী “ সম্মিলিত সাংস্কৃতিক জোট ” গড়ে তোলেন রুদ্র। কবিতার মাধ্যমে এবং সশরীরে অন্যায়ের বিরুদ্ধে করেছেন প্রতিবাদ। চাকরির বন্ধনে নিজেকে বাঁধেননি রুদ্র। বড্ড বাউন্ডুলে ছিলেন। জীবন নিয়ে ছিল তার খেলা। যেমন ইচ্ছা জীবনকে চালিয়ে নিয়ে গেছেন। তাই মনে হয় কবিতার কাছে এখনো বাঁধা, মানুষের জীবনের সাথে তাইতো বেঁধে দিয়েছেন নিজের জীবন ।ভালো থাকো রুদ্র,ভালো থাকুক তোমার কবিতা।



"আমি ঈর্ষা করি, যত দিন না আমার দাফন হবে, আমার ধারনা আমার দাফনের পরও আমি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে ঈর্ষা করব। খোদার কসম আমি রবীন্দ্রনাথকেও ঈর্ষা করি না। আমি ঈর্ষা করি লালন ফকিরকে, হাসন রাজাকে, কবি জসিমউদ্দিনকে, আর এই লোকটাকে যে দুটো লাইন লিখতে পেরেছিল। আর কাউকে আমি ঈর্ষা করিনা।" -কবির সুমন।



ভাল আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

আহসানের ব্লগ বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা ।

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

শোয়াইব আহামাদ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪২

ডি মুন বলেছেন: ভালো থাকো রুদ্র,ভালো থাকুক তোমার কবিতা।

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

শোয়াইব আহামাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে জুন, ২০১৪ রাত ৮:১৬

একজন ঘূণপোকা বলেছেন: দারুন মেধাবী এক কবি, চরম ভালোলাগার। কিন্তু জীবনের কি নিদারুন আপচয়।



তুমি বরং কুকুর পোষো,
প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়,
তোর জন্য বিড়ালই ঠিক,
বরং তুমি বিড়ালই পোষো
খাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায়
খুঁজে এবার পেয়েছ ঠিক দিক ঠিকানা

লক্ষী সোনা, এখন তুমি বিড়াল এবং কুকুর পোষো
শুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায়,
কাদা ঘাটায় দক্ষতা বেশ সমান সমান।
ঘাটাঘাটির ঘনঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি,
তুমি বরং ওই পুকুরেই নাইতে নামো
উংক পাবে, জলও পাবে।
চুল ভেজারও তেমন কোন আশঙ্কা নেই,
ইচ্ছেমত যেমন খুশি নাইতে পারো।

ঘোলা পানির আড়াল পেলে
কে আর পাবে তোমার দেখা।
মাছ শিকারেও নামতে পারো
তুমি বরং ঘোলা পানির মাছ শিকারে
দেখাও তোমার গভীর মেধা।

তুমি তোমার স্বভাব গাছে দাঁড়িয়ে পড়ো
নিরিবিলির স্বপ্ন নিয়ে আর কতকাল?
শুধু শুধুই মগজে এক মোহন ব্যধি
তুমি বরং কুকুর পোষো, বিড়াল পোষো,
কুকুর খুবই প্রভুভক্ত এবং বিড়াল আদরপ্রিয়
তোমার জন্য এমন সামঞ্জস্য তুমি কোথায় পাবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.