![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
গোধূলি সেজেছিলো খুব, আলতা লাল সূর্যে
ছুরিকাচি হাতে শল্যচিকিৎসক হয়েছি অতঃপর
চিড়ে দেখেছি তোকে দৈর্ঘ্য প্রস্থে অসংখ্যবার!
তোর সবুজ বুকে কতোটা বিষের বালি,
না প্রাচীন ভাষার অগ্রন্থিত সংকেত
নাড়ী নক্ষত্র উলটে পালটে দেখেছি সব,
সব দেখেছি, বুঝেছি! বুঝিনাই কিছু।
তবু অসংখ্যবার রক্তাক্ত করেছি তোকে
ডেটল, অ্যান্টিসেপটিক ঢেলে না ঢেলে
জড়িয়েছি বুকে, ছুড়ে ফেলেছি! সূর্যতাপে গিলেছি,
তোর মেঘকুন্তলে মুখ ঘষেছি নানাবিধ সংস্কারে,
গভীর আরণ্যকে তোকে নিয়ে খেলেছি,
গেয়েছি, চন্দ্রীমা মেঘমাতাল সুর সঙ্গীত।
এইসব, নানাবিধ আয়োজনের থিয়েটার
নরোম আলোর অবয়বে তোর কঞ্চিবাঁশের শরীর
তোর বসন খুলে, নিরেট শরীরে চালিয়ে যাই অস্ত্রপচার
কাটাকুটি করি, তোর শরীর থেকে ছুটে আসা
ফিনকি রক্তে ঠোঁট ছোঁয়াই, ঘৃণা করি, ভালোবাসি
অসংখ্য কাটাচেড়া করি প্রতিদিন, প্রতিক্ষণ।
অবেলার রঙপেন্সিলে সাজাই তোর দেহসুষমা
আবার প্রতিদিন পালটে দিই তনুভাঁজ।
একেকবার একেক আঙ্গিকে দেখি তোকে
সাবলীল তোর প্রতিটি আচরণ আমাকে উদ্বুদ্ধকরে।
পুনরায় চালাই ধারালো ব্লেড, এসিডের অম্ল!
তোকে কেটে, ঝলসিয়ে দেখি নয়ন ভরে। আবিষ্কার করি
নব রূপে এবং আঁটকে যাই তোর বৃত্তবলয়ে!
অটঃ 'সন্তর্পণীকা' শব্দটা হা-মা ভাইয়ের আবিষ্কার। কবিতাটা লিখার পর মনে হলো কবিতাটায় হা-মা ভাইয়ের স্নাফ ভর করেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
শুভ কামনা রইল।
শুভ সন্ধ্যা।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ! ঠিক এই অনুভবই তো! 'স্নাফ' একটা তীব্র অনুভূতি নির্ভর লেখা, অন্য কারো মধ্যে এই অনুভূতি ভর করতে দেখলে খুব ভালো লাগে। একদম সার্থক পদ্যরূপ।
কিছু বানান ঠিক করতে হবে। এই কবিতায় বানান ভুল দেখতে চাইনা, চাইনা!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
আপনি ছাড়া এই কবিতা অনুভব করার মতো লোক পাবো না বললেই চলে। আপনার রঙ, সময় ও মৃত্যু বিষয়ক গল্পটাকে কবিতার রূপ দিবো ভাবছিলাম, আপনাকে বলেছিলামও। বাট কী আজব ব্যপার আমি কী লিখে ফেললাম!
হা-মা ভাই, আপনার স্নাফ অসাধারণ এক সৃষ্টি। আপনার গল্পটা মাথায় এমণ যন্ত্রণা দিসে কী বলবো! তাই লিখে ফেললাম।
কয়েকটা বানানে আমিও কনফিউজড। হাতের কাছে অবিধান নাই। থাকলে এখনই ঠিক করে নিতাম।
শুভ সন্ধ্যা।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!! অনেক ভালো লাগা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ।
শুভ কামনা রইল।
শুভ সন্ধ্যা।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
নক্ষত্রচারী বলেছেন: তীব্রতা সৌন্দর্যকে ছাপিয়ে যেতে পেরেছে কিনা জানিনা । তবে অনুভূতি ব্যাক্ত করতে পেরেছে তার তিক্ত প্রতিক্রিয়া, মিছরির ছুরির মত ।
ভালো লাগা অনেক ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মিছরির ছুরি, হা হা হা!
এখানে অনুভূতির তীব্রতাই সব, আর কিছুতো নেই।
থ্যাঙ্কস নক্ষত্রচারী।
শুভ সন্ধ্যা।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
রাতুল_শাহ বলেছেন: 'সন্তর্পণীকা' এটার মানে কি ভাই?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাইয়ের মতে, সন্তর্পণীকা - যে নারী সন্তর্পণে ব্যাখ্যাতীত ব্যাপারকে এড়িয়ে প্রথাসিদ্ধ ভালোবাসাকে আঁকড়ে ধরতে চায়, যার কোন ট্যাবু ভাঙার সাহস নাই।
থ্যাঙ্কস রাতুল ভাই।
শুভ সন্ধ্যা।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রাইসুল নয়ন বলেছেন: লেখক বলেছেন:
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
আপনি ছাড়া এই কবিতা অনুভব করার মতো লোক পাবো না বললেই চলে।
কবিতায় ভালোলাগা রইলো ভাই।
ভালো থাকুন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রাইসুল।
স্নাফ না পড়ে থাকলে পইড়েন, আমার পড়া অন্যতম সেরা ছোট গল্প।
শুভ সন্ধ্যা।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শ্ বলেছেন: সুন্দর একটি কবিতার জন্য ধন্যবাদ, কবি ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস দোস্ত।
তুই অবশেষে তোর ব্লগে লগ ইন করতে পারলি!
শুভেচ্ছা।
ভালো থাকিস।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০
যুবায়ের বলেছেন: চমৎকার কবিতা....
ভালোলাগা রইলো....
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
স্বপনবাজ বলেছেন: অবেলার রঙপেন্সিলে সাজাই তোর দেহসুষমা
আবার প্রতিদিন পালটে দিই তনুভাঁজ।
অসাধারণ আরেক টা কবিতা কবি !
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।
শুভ কামনা রইল।
শুভ সন্ধ্যা।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
সানড্যান্স বলেছেন:
সত্যি কথা ভাই
আগা-মাথা কিছু বুঝি নাই
তবে,সবাই যখন ভাল বলেছে,অবশ্যই ভাল।
আচ্ছা ভাই,ছবিটা কি ভূতের?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছবিটা ভূতের না এ ব্যপারে সিউর। তবে ছবির ব্যাখ্যা আমার জানা নাই।
স্নাফ পড়লে কবিতাটা অবশ্যই বুঝবেন।
ব্লগে স্বাগতম।
শুভ সন্ধ্যা।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই আমি তো কবিতা বুঝিনা। তয় ছবি কিন্তু জটিল হইছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট।
কবিতা না বুঝেও পড়েছেন দেখে ভালো লাগছে।
হুমম, ছবিটা অসাধারণ।
শুভ সন্ধ্যা।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
স্নাফ দূর্দান্ত ছিলো।
আপনার কবিতা ও দূর্দান্ত।।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্নাফ পড়ে এতোটাই ঘোরগ্রস্থ হইসিলাম যে, কী বলবো!
আর কবিতা লিখার সময় স্নাফ মাথায় ছিলো না। বাট লিখার পর দেখি কবিতাটায় স্নাফ ভর করেছে।
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন একটা শব্দের সাথে পরিচয় হল - সন্তর্পণীকা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।
সন্তর্পণীকা শব্দটা হা-মা ভাইয়ের আবিষ্কার।
শুভ সন্ধ্যা।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার কবিতা
যত পড়ি হারিয়ে ফেলি
মুখের সব ভাষা।
কি বলব কথা?
শুধু গ্রহণ করুন
আমার ভালোবাসা।
খুব ভালো লাগল++++++
কেমন আছেন??
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বাঁধন।
+ সাইন দিলে প্লাস দিতে হয়!
ভালোই আছি। আশাকরি আপনিও ভালো ছিলেন/আছেন।
আপনাকে দেখে ভালো লাগছে। আশাকরি আগের মতো নিয়মিত হবেন।
শুভ সন্ধ্যা।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
কালোপরী বলেছেন: কঠিন কবিতা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঠিন কবিতা কই!!
থ্যাঙ্কস আপু
শুভ সন্ধ্যা।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ কবিতায় +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ কামনা রইল।
গুড নাইট।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
শূন্য পথিক বলেছেন: কবিতা বুঝি না। তবুও পড়লাম। কিছু কিছু লাইন ভালো লেগেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ।
গুড নাইট।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
সমানুপাতিক বলেছেন: সুন্দর!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আপনার পোষ্ট ড্রাফটে কেন?
গুড নাইট।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: মনে হলো দেশমাতৃকার শল্য ব্যবচ্ছেদ, প্রতিনিয়ত করছি আমরা ।
কবিতায় ১১তম ভালো লাগা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
শুভ কামনা রইল।
গুড নাইট।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক জোস হৈসে আলাউদ্দিন ভাইয়া ম/
থাম্বস আপ ||
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।
শুভ কামনা রইল।
গুড নাইট।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো কবি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওয়াট আ কোইন্সিডেন্স!!
ব্লগে এখন পর্যন্ত দুইজন মুন দেখলাম! দুইজনেই আগে পরে কমেন্ট করলো!
হা হা হা!
থ্যাঙ্কস আ লট কবি।
গুড নাইট।
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
সায়েম মুন বলেছেন: আর একজন আছেন। ওনার নাম তানিয়া মুন। ওনাকে এখন আর দেখা যায় না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তানিয়া মুনের লেখা আগে পড়ি নাই। এর জন্য ওনার নামটাও জানা ছিলো না।
গুড নাইট কবি।
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
এম এস সোহেল বলেছেন: নাম সহ কবিতাটা সুন্দর হয়েছে খুব
মঙ্গলে থাকুন কবি
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
ভিয়েনাস বলেছেন: শিরোনাম আর ছবি দেখেই অনেকক্ষন কেটে গেল। শিরোনাম কঠিন,ছবি কঠিন আবার কবিতাও কঠিন ..... এতো কঠিন হলে কেমনে চলবো
অবেলার রঙপেন্সিলে সাজাই তোর দেহসুষমা
আবার প্রতিদিন পালটে দিই তনুভাঁজ। সুন্দর
কবিতায় ভালো লাগা রহিলো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতোকিছু কঠিন পাইলেন!! বলেন কী?
কঠিন কিছুতো লাগছে ন আমার কাছে,ছবিটা ছাড়া!
তবে ছবিটা এতো সুন্দর কী বলবো।
থ্যাঙ্কস ব্রো।
শুভ সকাল।
২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
মাক্স বলেছেন: ভালো লাগলো কবি!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাক্স।
শুভ সকাল।
২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সেটাই... হঠাত পড়তে গিয়ে একটা শক লাগলো - কী ব্যাপার ??? এইরকম ধারালো লেখা তো আলাউদ্দিন আহমেদ কে লিখতে দেখি নাই...
শেষে এসে রহস্যের সমাধান পাইলাম।
অনেক জোস হইসে, স্নাফের মর্যাদা রক্ষা হইসে। গুবলেট পাকাইলে পাব্লিকের ঝাড়ি খাইতেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আসলে ঘটনা হইছে কী জানেন! স্নাফ পড়ছি মে-বি মাস দেড় আগে।তবে মিনিমাম ৭-৮বার পড়ছি! কিন্তু কখনো ভাবি নাই, স্নাফের আদলে কোন কবিতা লিখবো। মাঝখানে কয়েকদিন আমি কিছু পড়তে পারছিলাম না আবার লিখতেও পাছিলাম না। খুবই বিরক্তিকর সময় পাড় কছিলাম। হঠাৎ একটা লাইন মাথায় এলো, লিখে ফে্ললাম। তারপর এক সময় কবিতা দাঁড়িয়ে গ্যালো! কবিতাটা পড়ার পর আবিষ্কার করলাম, এটাতে আসলে স্নাফ ভর করছে! যদি আমি ইন্টেনশনালি স্নাফের পদ্যরূপ দিতে চাইতাম, তবে সিউর আমার পক্ষে সম্ভব হতো না।
এই কবিতা অনেক ভয়ে ভয়ে পোষ্ট করছি! প্রথমে ভাছিলাম হা-মা ভাইকে পড়তে দেই, কিন্তু হা-মা ভাইকে ফেবুতে ধরতে পারছিলাম না, আবার ওনাকে একদিন পেলাম কিন্তু ওনাকে পড়তে দিতে কেমন যেন ভয় কাজ করছিলো!
গত সন্ধ্যায় হঠাৎ মনে হলো ফেব্রুয়ারী মাসের প্রথমদিন কবিতা পোষ্ট করা না হলে এমাসে আর কবিতা পোষ্ট করা হবে না! সবকিছু মিলিয়ে সাহস করে ফেললাম!
এখন আপনাদের ভালো লাগছে জেনে সত্যিই আনন্দিত।
থ্যাঙ্কস আ লট ব্রো।
শুভ সকাল।
২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
ফয়সাল হুদা বলেছেন:
স্নাফ সারাংশ কবিতা !!!
খাটি সারাংশায়িত অতঃপর প্লাসায়িত
সুপ্রভাত
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুদা ভাই, এটা স্নাফের ধারে কাছেও ঘেষার যোগ্যতা রাখে না। স্নাফ হলো মাস্টারপিস। ব্লগে আমার পড়া অন্যতম সেরা গল্প।
থ্যাঙ্কস আ লট।
আর নতুন পোষ্ট দেন।
শুভ সকাল।
২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: অদ্ভুত ভাল কবিতাটা ! ইদানিং কবিতা একদমই পরিনা। কিন্তু দুই লাইন দেখে আর না পড়ে থাকতে পারলাম! গ্রেট ওয়ার্ক +++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
আপনার কমেন্ট প্রচন্ড অনুপ্রানিত করবে।
ব্লগে স্বাগতম।
শুভ সকাল।
২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
সাহিদা আশরাফি বলেছেন: তোর শরীর থেকে ছুটে আসা
ফিনকি রক্তে ঠোঁট ছোঁয়াই, ঘৃণা করি, ভালোবাসি
অসংখ্য কাটাচেড়া করি প্রতিদিন, প্রতিক্ষণ।
অসাধারণ!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
ইনকগনিটো বলেছেন: কবিতাটার সাথে আমার একান্ত ব্যক্তিগত কিছু অনুভুতির মিল আছে।
খুব ভালো লাগলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
গুড নাইট।
৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
নস্টালজিক বলেছেন: তীক্ষ্ণ অনুভূতি! পরাবাস্তব শব্দচয়ন!
শুভেচ্ছা নিরন্তর!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
গুড নাইট।
৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
নীলফরিং বলেছেন:
সন্তর্পণীকা। ভালো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
গুড নাইট।
৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
শহিদুল ইসলাম বলেছেন: তীব্র !
খুব ভালো লাগল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
নেক্সাস বলেছেন: অবেলার রঙপেন্সিলে সাজাই তোর দেহসুষমা
আবার প্রতিদিন পালটে দিই তনুভাঁজ
মন ছুঁয়ে গেল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো রঙ পেন্সিলের কবিতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।
শুভকামনা রইল।
শুভ সন্ধ্যা।
৩৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
অদৃশ্য বলেছেন:
কবি
আমারতো দারুন লাগলো....
শুভকামনা...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
প্যাপিলন বলেছেন: সার্জারির কথা শুনলেই ভয় লাগে, তবে এখানেও কবির কাটাকুটি খেলায় ব্যতিক্রম সৌন্দর্য। ভাললাগা দিয়ে গেলাম
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
শুভ বিকেল।
৩৮| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
আলম িসিিদ্দকী বলেছেন: অনেক ভালো লাগলো।
ভালো থাকুন।
সবসময়।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
গুড নাইট।
৩৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
রেজওয়ান তানিম বলেছেন: তোর শব্দটা বেশি বেশি এসেছে। এতবার দরকার ছিল না।
আর এই কয় লাইন অতিকথন বা বাহুল্য মনে হল।
সব দেখেছি, বুঝেছি! বুঝিনাই কিছু।
তবু অসংখ্যবার রক্তাক্ত করেছি তোকে
ডেটল, অ্যান্টিসেপটিক ঢেলে না ঢেলে
জড়িয়েছি বুকে, ছুড়ে ফেলেছি!
লেখাটি আপনার সাধারন সুরের বাইরের। ভাল লাগল
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! এখন আমার কাছেও মনে হচ্ছে তোর শব্দটা এতোবার ব্যবহার না করলেও হতো। কয়েক জায়গা থেকে ছেটে দেয়া যায়!
কিছু বাহুল্যতা থাকুক না! মন্দ কী।
অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম। দেখে ভালো লাগছে।
থ্যাঙ্কস কবি।
৪০| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:৪০
সোহাগ সকাল বলেছেন: চমৎকার লিখেছেন!
প্লাস দিসি!
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর। আলতো পরাবাস্তবতায় ছোঁয়া কবিতাকে নিখাঁদ করেছে।
এ ভাঙাগড়া চলতে থাকুক...............
শুভকামনা কবি।