![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
পার্কে, ক্যাম্পাসে, শহরে, বন্দরে, খোলা মাঠ,
পথ প্রান্তরে, আজো হায়েনাদের কামড়ের দাগ।
আমাদের শিশ্ন উত্থিত হয় না! আমরা পুরুষ হই না
তোমাকে যারা রক্ষিতা করে রেখেছে তাদের পা
চাটি, তাদের উত্থিত পৌরুষের কাছে নতজানু
হই। চেটে দেই আমাদের কুকুর সদৃশ লকলকে জিহ্বায়।
আমার, আমাদের এই আচরণে বুঝিয়ে দাও
আমাদের সম্পর্ক চুকে বুকে গ্যাছে। যদিও যায়নি
মুছে তোমার অশ্রুর দাগ।আমাদের কাপুরুষ পাঁজরকে
লক্ষ্য করে তোমার তাচ্ছিল্যের চাহনী বুঝিয়ে দেয়
সেই রক্তস্নাত দিনগুলো, তোমাকে ভোগের পণ্য
করেছিলো যারা, যারা তোমার সবুজ অঙ্গ জ্বালিয়ে
করেছিলো অঙ্গার, সেসব হায়েনাদের আজো দানবীয়
পদচারণায় সন্ত্রস্ত তুমি।
দেখো, আজ আমরা জেগে উঠেছি, গড়ে তুলছি
মানবপ্রাচীর। আমাদের মুষ্টিবদ্ধ হাতের উঠানামা
অনধীকারের বিরুদ্ধে, গড়ে তুলেছি ফাঁসীর মঞ্চ।
স্লোগানে স্লোগানে সমগ্র তুমিতে আজ আমরা একাকার
আমাদের গলা ফাটানো তীব্র চিৎকারে একটাই রব-
তোমাকে যারা ভোগ করছে, তাদের জন্য ফাঁসীকাষ্ঠ।
যাদের তুমি অভিশাপ দিয়েছিলে, ককুর বেড়ালের
মতো পথে ঘাটে ধুকে ধুকে মরবে, বিষ্ঠা আবর্জনা
গিলে খাবে। আমরা আজ তোমার অভিশাপের বিরুদ্ধে!
আমাদের পাড়া মহল্লার অলি গলিতে দেখতে চাই না
এইসব পশু অপেক্ষা অধিক পশুদের।
পথে নেমেছি, প্রয়োজনে সব হারাবো কিন্তু
মা গো তোমাকে যারা বিকলঙ্গ করছে, তোমাকে যারা
টেনে হিঁচরে কাঁটা ছেঁড়া করছে, তাদের শেষ করেই
ক্ষান্ত হবো। না হয় পথেই শেষ করে দেবো নিজেদের।
মাগো তোমার ছেলেরা আজ মানুষ হয়ছে।
চেয়ে দেখো জনতার স্রোত মিলেমিশে একাকার
তোমার সব ছেলেরা আজ ভাই হয়েছে। হাতে
নিয়েছে সোনালী মশাল জ্বলজ্বলে হাতিয়ার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কলম সৈনিক তুমি থেমো না
চলতে থাকুক, বইতে থাকুক কলম ঝর্ণা
রাজাকারদের ফাঁসীর আদেশ লিখেই
তবে হবে ক্ষান্ত আমার কলম
এই আমি করে রাখছি হলফ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল সরকার ভাই
কবিতা হোক কবির হাতিয়ার।
সব রাজাকারের ফাঁসি চাই
বাঙালি জেগে উঠুক আরেকবার।
কবিতায় শত প্লাস:+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
নুসরাতসুলতানা বলেছেন: অনেক__অনেক ভাল লাগা রইল কবিতাটার জন্য। অনেক দিন পর এদেশের মানুষ হয়তো আবার সত্যিই জেগে উঠেছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: আজ জেগে উঠেছে বাংলাদেশ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
রাইসুল নয়ন বলেছেন: কুত্তা গুলার ফাঁসি চাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: আমাদের মুষ্টিবদ্ধ হাতের উঠানামা
অনধীকারের বিরুদ্ধে, গড়ে তুলেছি ফাঁসীর মঞ্চ।
স্লোগানে স্লোগানে সমগ্র তুমিতে আজ আমরা একাকার
এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
একজন আরমান বলেছেন:
একদফা একদাবী
সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।
মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ
(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।
দাবী একটাই সব রাজাকারের ফাঁসী চাই।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
শাহেদ খান বলেছেন:
দেখো, আজ আমরা জেগে উঠেছি, গড়ে তুলছি
মানবপ্রাচীর। আমাদের মুষ্টিবদ্ধ হাতের উঠানামা
অনধীকারের বিরুদ্ধে, গড়ে তুলেছি ফাঁসীর মঞ্চ।
জেগে থাকুক কলম এবং চেতনা। শুভকামনা, কবি !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কলম সৈনিক তুমি থেমো না
চলতে থাকুক, বইতে থাকুক কলম ঝর্ণা
রাজাকারদের ফাঁসীর আদেশ লিখেই
তবে হবে ক্ষান্ত আমার কলম
এই আমি করে রাখছি হলফ।
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসী চাই।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসী চাই।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
যুবায়ের বলেছেন: জেগেতো উঠতেই হবে পাশাপাশি জামাতীদের পতিষ্ঠানসমূহ বয়কট করা দরকার!!
জামাত শিবির কারা করে??
আমি আমার আশে পাশে ভালোভাবে লক্ষ করে দেখেছি যে সব পরিবারের পুর্ব পুরুষ রাজাকার ছিলো তাদের ছেলে মেয়েরাই এই দলটিকে টিকিয়ে রেখেছে!!
আরো লক্ষনীয় রাজাকারদের অনেক শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে রাজাকার পুত্রদের চাকরী দেয়া হয়!! সাধারন কেও চাকরী পায়না!!
রাজাকারদের প্রতিষ্ঠানগুলির কয়েকটি উদাহরন দেই
১. ইসলামী ব্যংক
২. আল রাজী হাসপাতাল
৩. ইবনে সিনা হাসপাতাল
৪. ইবনে সিনা ফার্মাসিউটিক্যলস
৫. ইবনে সিনা ডায়াগনেষ্টিক
৬. ইবনে সিনা ট্রাষ্ট
৭. বিডি ফুডস
৮. ইসলামী ব্যংক হাসপাতাল
৯. ইসলামী ব্যংক ফাউন্ডশন
১০. চাষী কল্যান সমিতি
১১. সাইমুম শিল্পি গোষ্ঠী
১২. ফুলকুড়ি শিল্পি গোষ্ঠী
১৩. প্রিতী প্রকাশন
১৪. বাংলা সাহিত্য পরিষদ
১৫. স্পন্দন ভিজ্যূয়াল অডিও
১৬. দৈনিক নয়া দিগন্ত
১৭. দিগন্ত মিডিয়া
সহ নাম না জানা অসংখ্য প্রতিষ্ঠান যা তাদের জঙ্গীবাদী অর্থের যোগান দেয়।
শা-জির মিছিলে কারা যোগ দেয়??
ওদের এইসব প্রতিষ্ঠানের চাকুরীরত রাজাকার প্রজন্ম তাদের কর্মসুচীতে যোগ দিয়ে তান্ডব চালায়!!
ধরুন জামাতী প্রতিষ্ঠানের চাকুরীরত পাঁচ লাখ লোক তাদের সক্রীয় কর্মি!!
বিভিন্ন ছাগুতো আছেই??
তাই অবিলম্বে সচেতন নাগরিকদের প্রতি আহবান!! জামাতী প্রতিষ্ঠানের সমস্ত সেবা এবং পণ্য বয়কটের মাধ্যমে তাদের একঘরে করি আসুন!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসী চাই।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা হয়ে উঠুক মূল্যবোধের হাতিয়ার................
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসী চাই।
কবিতা হয়ে উঠুক মূল্যবোধের হাতিয়ার..
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
ফয়সাল হুদা বলেছেন:
এক সহস্র প্লাস..........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসী চাই।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
লিটল হামা বলেছেন: দারুণ!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিটল হামাকে ব্লগে স্বাগতম!
থ্যাঙ্কস হামা ভাই।
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসী চাই।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
প্যাপিলন বলেছেন: আমাদের স্বত্তা জেগে উঠুক পিশাচদের পাওনা বুঝিয়ে দেয়ার তরে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমাদের স্বত্তা জেগে উঠুক পিশাচদের পাওনা বুঝিয়ে দেয়ার তরে...
বিজয় আমাদের হবেই। বিজয় সুনিশ্চিত।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
অদৃশ্য বলেছেন:
প্রতিশোধ নিতে ওরা যাত্রা শুরু করেছে, আবার শুরুর
স্পর্শ করেছে লিখাটি...
শুভকামনা...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিজয় আমাদের হবেই।
বিজয় সুনিশ্চিত।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভার্সিটির ঝামেলার কারনে যেতে পারছি না কোথাও। কিন্তু কলম তো থামিয়ে রাখি নাই, অন্তত কলম সৈনিক হিসেবে আর সবার সাথে একাত্নতা পোষণ করছি।