![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
অনুভবে প্রগাঢ় অন্ধকার, রাত ছায়া রাতাকাশে
বোধে নিঠুর গোয়ার্তুমি, রঙ নেই পট নেই তবু ছবি আঁকে
ব্যালনিতে কাপড় ঝোলা তারে, ছেঁড়া মোজায় বাহারী চাঁদ
আলপণা আঁকে! দূরের তারা খসে পড়ে, পৃথিবীতে নামে।
দখিনা হাওয়ায় মৃদু মন্থর গতি, ছুঁয়ে যায় আমাকে
রাততারা সর্বহারা, কালাকেশে পড়েছিলাম বাঁধা, হাতছানি দিয়ে ডাকে!
অতীত নির্গমনের পথ ধরে বসে থাকে বৈশিষ্ট্যহীন ছায়া
পিশাচ অন্ধকার সেই পথে নিয়ে যায়, যেতে যেতে পথে আটকে যাই,
লাজশরমের মাথা খেয়ে বেসুরে গেয়ে ফেলি, বাজিয়ে ফেলি বাঁশি
হারানো সুর, হারানো ব্যাথা, গালগল্পের সুরে, বলে ফেলি
অজানা তোমাকে, প্রিয় অধরা; নির্নিমিখ তাকিয়ে থাকি, হারিয়ে হায়া!
স্রোতের টানে ঢেউ ভাঙ্গে, ঢেউ ভাঙ্গে সশব্দে, ভেঙ্গে পড়ে পাড়
মরা গাঙ্গে বৈঠা বয়ে এসেছিলাম, জীবন নদীর ধার।
ভাঙ্গা কূলে দাঁড়িয়ে থেকে দেখেছিলাম পড়ছে পলি জাগছে চর
হাঁটুজলে জলকেলি চরডাঙ্গা মেয়ের!
সবুজ সবুজ অবুঝ মনে ফুলে ফুলে মিলন ঘটাই
প্রজাপতির ডানায় ছড়িয়ে পরাগ তোমাকে টেনে নেই কাছে।
ফ্রেঞ্চখোঁপার তোমাকে, কবিতার পঙতির ভাঁজে ভাঁজে
উপমার আড়ালে লুকিয়ে রাখি লোকচক্ষুর অগোচরে।
কল্পনা এবঙ স্বপ্নেরা মিলেমিশে একাকার, দশদিকে তোমার অবয়ব
প্রতীমা অধরা, নিয়ম ভাঙ্গার নিয়মে!
বিশেষ কৃতজ্ঞতাঃ হা-মা ভাই এবং সোনালী ডানার চিল ভাইকে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাসে কেন! কিচ্ছু হয় নাই?
থ্যাঙ্কস, ফার্স্ট হবার জন্য
শুভ সন্ধ্যা।
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
কালোপরী বলেছেন: ছবিটা সুন্দর, কয়েকবার বলতে গিয়েও সুযোগ পেলাম না
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ রাত্রি।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
আশিক মাসুম বলেছেন: +++
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ রাত্রি।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ রাত্রি।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
একজন আরমান বলেছেন:
সবুজ সবুজ অবুঝ মনে ফুলে ফুলে মিলন ঘটাই
প্রজাতির ডানায় ছড়িয়ে পরাগ তোমাকে টেনে নেই কাছে।
ফ্রেঞ্চখোঁপার তোমাকে, কবিতার পঙতির ভাঁজে ভাঁজে
উপমার আড়ালে লুকিয়ে রাখি লোকচক্ষুর অগোচরে।
কল্পনা এবঙ স্বপ্নেরা মিলেমিশে একাকার, দশদিকে তোমার অবয়ব
প্রতীমা অধরা, নিয়ম ভাঙ্গার নিয়মে!
দুর্দান্ত !
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ রাত্রি।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ কবি বাহ... সুন্দর শব্দ... সুন্দর ভাবনা.... শুভকামনা সবসময়ের জন্য.....
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার গল্প পড়লাম আজ প্রথম। ভালো লাগছে। নিয়মিত গল্প চাই।
থ্যাঙ্কস কবি।
শুভ রাত্রি।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
মামুন রশিদ বলেছেন: কবিতায় ভালোলাগা
ফ্রেঞ্চখোঁপা কি জিনিস ? ফ্রেঞ্চকাট দাড়ির মত খোপা ?
আগে কখনো শুনি নাই ।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খোঁপাটা দেখেন! মেয়ে না।
থ্যাঙ্কস মামুন ভাই।
শুভ রাত্রি।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ রাত্রি।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ মুগ্ধ হলাম +++++++
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০
স্বপনবাজ বলেছেন: মুগ্ধ +++
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।
শুভ রাত্রি।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর, কবি।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।
শুভ সকাল।
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৪
হাসান মাহবুব বলেছেন: মাচ বেটার। শল্য চিকিৎসা নিপুনতার সাথেই করা হৈসে!
শুভভোর।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, রোগ জানলে চিকিৎসা ভালো হয়! আপনার এমন পাঠই সব সময় কাম্য।
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
শুভ সকাল।
১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্টে ঢুকেই ছবিটা আগে চোখে পড়ে। ছবিটা সুন্দর।
ছবির পরে চোখে পড়ে কবির কাব্য। সেটা নিয়েই কথা।
কাব্য কেউ লেখেন প্রিয়তমার চুলে পাক খেয়ে গদ্গদ হয়ে, কেউ বিদ্রোহের ধুয়ো তুলে খামখা গলার রগ ফোলান। সেটা দোষণীয় নয়, কিন্তু এই দুটোতেই আটকে থাকলে পাঠকের আঁতকে উঠতে হয়, যা সাহিত্যের জন্য দূষণীয়। আশার কথা,কেবল হাংরি জেনারেশন নয়, বর্তমান জেনারেশনও কবিতার অন্য ক্ষেত্র ও ফর্মগুলো এক্সপ্লোর করতে আগ্রহী।
কবিতা ভাল লেগেছে। আপনার বর্তমান মেজাজ বজায় রাখুন। আশা করি আরও অনেক ভাল লেখা বেরুবে।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রেম, দ্রোহ কিংবা যা নিয়েই লিখি না কেন, কোন কিছু ভেবে লিখি না! যখন যা আসে। বরং ভেবে কবিতা লিখতে গেলে ওটা আমার কাছে আরোপিত মনে হয়। আর আরোপিত কবিতা ভালো লাগে না।
ভবিষ্যতের ভাবণা ভবিষ্যতে ভাবা যাবে, এখন পর্যন্ত ভাবণা যখন যা আসে।
থ্যাঙ্কস আ লট।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
একজন আরমান বলেছেন:
ফ্রেন্স খোপা ভালো লেগেছে।
আগে দেখিনি এমন খোপা।
শেয়ার করার জন্য ধন্যবাদ। :!> :!> :#>
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অই ছবির দিকে বেশি থাকায়েন না! চোখ যাবে!
আমার প্রায় গেলো গেলো!
শুভ বিকেল।
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
স্বপ্নছোঁয়া বলেছেন: কবিতা অসাধারণ লেগেছে
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপ্নছোঁয়া।
ব্লগে স্বাগতম।
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতা এখন সুবিস্তৃত আর এর স্বপ্নকল্পের চিত্রায়ণ
পাঠে সুখ এনে দিচ্ছে................
চলতে থাকুক এ কাব্যযাত্রা স্বপ্নকল্পের হাত ধরে!!
শুভকামনা।।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, আমাদের কবিতা কি কিছু হচ্ছে? আমার কাছে মনে হয় কবিতা হচ্ছে না!
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
১৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
সন্ধ্যা-তরী বলেছেন: অনুভবে প্রগাঢ় অন্ধকার, রাত ছায়া রাতাকাশে
বোধে নিঠুর গোয়ার্তুমি, রঙ নেই পট নেই তবু ছবি আঁকে
বেলকনিতে কাপড় ঝোলা তারে, ছেঁড়া মোজায় বাহারী চাঁদ
আলপণা আঁকে! দূরের তারা খসে পড়ে, পৃথিবীতে নামে।
দক্ষিণা হাওয়ায় মৃদু মন্থর গতি, ছুঁয়ে যায় আমাকে
রাততারা সর্বহারা, কালাকেশে পড়েছিলাম বাঁধা, হাতছানি দিয়ে ডাকে!
অসাধারণ, অনেক সুন্দর, ধন্যবাদ
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সন্ধ্যা-তরী।
ব্লগে স্বাগতম।
শুভ সন্ধ্যা।
১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
বোকামন বলেছেন: দক্ষিণা হাওয়া
হারানো সুর
ভাঙ্গা কূলে
সবুজ
প্রজাতির ডানায়
বিশেষ ভালোলাগা
কবির জন্য শুভকামনা নিরন্তর !
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আন্তরিক পাঠে ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
নুসরাতসুলতানা বলেছেন: কবিতার ৩য় প্যারার জন্য ভাললাগা রইল।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস।
শুভ রাত্রি।
২০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা খুব ভালো হইছে ।
তবে এই জিনিসরে যে ফ্রেঞ্চ খুপা কয় সেটা আগে জানতাম না , এইগুলা তো দেশী জিনিস মনে করছিলাম ।
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস মন্ত্রী মহোদয়।
খোঁপা বাঁধায় একটু ভিন্নতা আছে আর কী!
শুভ বিকেল।
২১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩
রাইসুল নয়ন বলেছেন: বরাবরের মতো অসাধারণ ।
দুটো বানান বোধ করি আপনার চোখ ফাঁকি দিয়ে ভুল সেজেছে।
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রজাপতির প বাদ পড়ছে আমার জানা মতে। আর একটা বানান কী ভুল আছে বলে দিলে খুশি হবো।
থ্যাঙ্কস নয়ন।
শুভ কামনা।
২২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
জুন বলেছেন: অনেক ভালোলাগলো কবিতা আলাউদ্দিন সরকার
+
ফ্রেন্চ রোল খোপা :#>
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবাই শুধু খোঁপার কথা বলে! কবিতায় ছেঁড়া মোজা আছে কেউ দেখে না!
থ্যাঙ্কস আপু।
শুভ বিকেল।
২৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
প্যাপিলন বলেছেন: কবিতার পুরো সৌন্দর্য শেষে এসে আরো চমতকার হয়ে ধরা দিল-
কল্পনা এবঙ স্বপ্নেরা মিলেমিশে একাকার, দশদিকে তোমার অবয়ব
প্রতীমা অধরা, নিয়ম ভাঙ্গার নিয়মে
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ভালো থাকবেন।
২৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: দুর্দান্ত কবিতা! স্রোতের ঢেউ আর ফুলে ফুলে মেলানোর অংশটা বেশি ভাল লেগেছে।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আমার সময়টা ভালো যাচ্ছে না। কিছু পড়তে পারছি না। আর কী লিখসি ইদানিং নিজেও জানি না। আমি একটু ধীর স্থির হই, আশাকরি আপনাদের সাথে আবার আগের মতো ইন্টারেকশন হবে।
দোয়া করবেন।
২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নক্ষত্রচারী বলেছেন: ঘোরলাগা কবিতা ।
ভালো লাগলো অনেক ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমার এতোদিন কোথায় ছিলেন? আপনার লেখা খুব মিস করি।
ভাই, দিনগুলো ভালো যাচ্ছে না।
একটু দোয়া কইরেন।
২৬| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:২২
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত হয়েছে। কিন্তু এই কবিতা মিস করলাম কেমনে সেটাই তো বুঝতাছি না !!!
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৭৭ টা কবিতা আনড্রাফট করসি! অনেক কবিতাই আপনার না পড়ার কথা।
থ্যাঙ্কস ব্রো।
ব্যাঙ কী আর খাওয়া হবে না?
শুভ বিকেল।
২৭| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: যাই হোক , আমি কবিতার খেই পাইতাছি না পইড়া, আর সেইটা কেন আমি জানি না ।
যেহেতু কিছু বুঝতাছি না তাই বানানের দিকেই চোখ দিলাম।
চৌদ্দটা বানান ভুল নিয়া কবিতা লিখলে কবিতার অপমান হয় ভাইডি। ( কথার কথা ১৪ টা বললাম, এত গুলো হয় নাই )
লেখালেখি আর ফুরফুরা মুড ফিরা আসুক এই শুভ কামনা করলাম তোমার জন্য
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার চোখে তো ভুলই ধরা পড়তাসে না। একটু ধরাইয়া দেন।
আপু, এই কবিতা লেখার পর নিজে পড়সি কিনা মনে করতে পারছি না। এই কবিতা থেকে শুরু করে পরবর্তী অনেক কবিতা একই দিনে লেখা।
থ্যাঙ্কস আপু।
শুভ সন্ধ্যা।
২৮| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
২০তম ভাললাগা না দিয়ে পারলুম না।
সুখ পাঠ্য!!!
+++
১৫ ই মে, ২০১৩ রাত ৮:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
চোখ মারার কী পাইলেন! ফ্রেঞ্চ খোঁপার ওনারে !
শুভ সন্ধ্যা।
২৯| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৫৬
অপর্ণা মম্ময় বলেছেন: আমার জানা মতে - দখিনা হাওয়া হয় । কিন্তু
দক্ষিণা হাওয়ায় -- হয় না । দক্ষিন দিক হয় ।
বেলকনিতে > ব্যালকনি
নির্ণিমিখ > এর মানে আমি জানি না । তবে নিনির্মেষ হয় যার মানে - সবসময় , প্রতিনিয়ত ।
স্বশব্দে > সশব্দে
হাটুজলে > হাঁটুজল
যাই হোক , আলাউদ্দিন আমার কাছে কবিতা ভালো লাগে নাই । লাস্টের লাইন বাদে। হয়ত তোমার কাছে কবিতার পেছনে কোন অর্থ ছিল । কিন্তু একজন পাঠক হিসাবে আমি কবিতা পাঠের আনন্দ পাই নাই ।
ভালো থাকো ।
১৬ ই মে, ২০১৩ রাত ২:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নির্নিমিখ হবে শব্দটা। নির্নিমিখ = অপলক নেত্রে।
বানানগুলো ঠিক করে নিলাম।
থ্যাঙ্কস আপু, বানানগুলো দেখিয়ে দেয়ার জন্য।
এটা যখন লেখা তখন কবিতার ঝড় উঠছিলো।
অই কয়দিনে প্রায় দশটা কবিতা লিখসিলাম!
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
কালোপরী বলেছেন: