![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
হে ঈশ্বর! দাও জীবনের অমৃত সুধা
একবার হাসনাহেনা ফুটে ছিলো আমাদের বাগানে
কতো বাহারী প্রজাপতি এসেছিলো, তাদের পাখা
ভরে নিয়ে গিয়েছিলো পরাগ। সেই পরাগ যা বংশ বৃদ্ধি করে।
আমি এই খুশিতে পাড়াজুড়ে হৈ হুল্লোর করে বেড়ালাম
দশদিকে খবর পাঠিয়ে দিলাম; আবহাওয়া দপ্তরের রাডারে!
কিন্তু হায়, আবহাওয়ার পূর্বাভাস যেমন মিথ্যে হয়
তেমনি প্রজাপতিগুলো বংশবৃদ্ধিতে কোন কাজে আসেনি।
আমার প্রিয় হাসনাহেনা ধীরে ধীরে হলুদ হয়ে গেলো
শাদাফুলে একে একে কালসিটে হতে লাগলো
আমার ভালোবাসার মূলধন প্রিয় ফুল, ধীরে ধীরে
নির্জন হয়ে গেলো! এলো না আর কেউ দেখতে
আমি পরিপাটি হয়ে বসে থাকি, কখনো বা জল ঢালি,
আগাছা পরিষ্কার করি, নীলাকাশের সাথে যেন কথা কয়
প্রিয় ফুল, তাই আকাশ থেকে তাড়িয়ে দেই কালো মেঘ!
মেঘহীন আকাশকে বলে দেই, আমার প্রিয় ফুলকে দেখো!
আমার ভালোবাসার ফুল; এই ফুলের জন্য আমার সবটা
দুপুর, দিবা রাত্রি সব। তার জন্য আমার আমিকে বন্দক
রেখেছি, গিলেছি বিষের পেয়ালা। হে আকাশ তুমি
পোয়াতি হও; আমার হাসনাহেনাকে আমার মাঝে
ফিরিয়ে দাও, তোমার অশ্রুর জলে।
হে ঈশ্বর! তুমি তো দীর্ঘজীবি, তুমি আমার হেনাকে দাও
জীবনের অমৃত সুধা, আমার কাঙ্গালপনার খাতিরে...!
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যা লিখার লিখে ফেলেছি। আর কখনো কবিতা লিখবো না।
ভালো থাকবেন।
শুভ রাত্রি।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা আপনার মনের খোরাক। আশা করি এই ধরণের সিদ্ধান্ত থেকে আপনি সহসা ফিরে আসবেন।
শুভ কামনা রইলো।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি, আমি থাকলে আপনার কমেন্টের রিপ্লাইয়ে আরেকটা কবিতা আসার কথা ছিলো!
আমি আমি নাই। কবিতার দেবীর পুজা করা ছেড়ে দিসি।
কবিতা আমার মনের খোরাক পোষাতে পারবে না।
একাকীত্বের চেয়ে আপন কেউ নাই। আমার একাকীত্বের কাছেই নিজেকে সমর্পন করলাম।
দোয়া করবেন।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
হে ঈশ্বর! তুমি তো দীর্ঘজীবি, তুমি আমার হেনাকে দাও
জীবনের অমৃত সুধা, আমার কাঙ্গাল্পনার খাতিরে...!
দুর্দান্ত কথা মালা +++++++++++++++++
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঈশ্বর দীর্ঘজীবি, এ নিয়ে দ্বিমত নাই। আমার কাঙ্গালপনার কথা ঈশ্বর শুনবেন এমন কোন কথাও নাই!
দোয়া করবেন।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
আমিনুর রহমান বলেছেন:
কবিতায় +++
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় প্লাস দরকার নাই। আমার জন্য দোয়া করেন।
আমি আমার লাইফের সবচে কঠিন সময় পাড় করছি।
ভালো থাকবেন।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
প্যাপিলন বলেছেন: কবিতায় ভাল লাগা
শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা ব্রো।
ভালো থাকবেন।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
সায়েম মুন বলেছেন: এই কবিতায় অনেক ভাললাগা।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
ভালো থাকবেন।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
মামুন রশিদ বলেছেন: হে ঈশ্বর! তুমি তো দীর্ঘজীবি, তুমি আমার হেনাকে দাও
জীবনের অমৃত সুধা, আমার কাঙ্গাল্পনার খাতিরে...!
ঈশ্বর নাকি সবার আগে কবিদের সাড়া দেন ।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিরাই নাকি ঈশ্বরকে সবচে বেশি গালাগাল করে!
ভালো নাই, মোটেও ভালো নাই আমি।
দোয়া কইরেন।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
নক্ষত্রচারী বলেছেন: প্রিয় হাসনাহেনা ...... প্লাস ।
ক্যামন আছেন ভাই?
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো নাই ব্রো।
কিছুই যাচ্ছে না, নিয়মতান্ত্রিক নিয়মে।
দোয়া করবেন।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।
কবিতা রাণীর সাথে কি মান -অভিমান কমেছে?
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যে সংসারের কেবলি হাহাকারের অভিশাপ
সেখানে আসবে রানী! হাস্যকর বটে;
আমি জগতের অরাজকতার মাঝে
রাজনৈতিক সমাধান করি, জানি আসবে না
ফল; যদি বা কিছু আসে সে হবে মাকালফল!
দোয়া করবেন ভাই।
১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
বলতেই হয় কবি, খুবই চমৎকার হয়েছে এ বিচ্ছেদকাব্য!!
শব্দমালার ক্যাজুয়াল বিন্যাসে একটা সত্যিসহজ আবেগ কল্পনাকে ছড়িয়ে
ছুয়ে যাচ্ছে!!
পরিনত কবিতা তো এমনই................
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাতকে দিচ্ছি পাহারা, বুকে ঝুলিয়ে বাঁশি
যখনই আসবে বিপদ, তখনই বাঁশিতে স্বশব্দ
তির্যক ফুওওও! আসে পাশে আমার মতো
যারা আছে রাতের পাহারাদার; তারা ছুটে
আসবে; দেখে যাবে দ্বৈবক্রমে ঘটে যাওয়া
আমার বিপদ। হয়তো কেউ কেউ হয়ে
উঠবে বিপ্লবী। আমার জন্য ফেলবে দু'ফোঁটা
অশ্রুজল; হয়তো করুণার কিংবা আমার মতো
সমান ব্যথিত হয়ে! ফেলে আসা অতীত দেখে!
সকালে উঠবে ভোরের সূর্য,
এমন কতো কী বলে গেলো ওরা
তাদের কেমন করে বুঝাই চোখে আমার ছানি পড়েছে
দিন রাতের, আলো অন্ধকারের তফাত আমার কছে নাই!
১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল:++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মরণ সুন্দর জীবন থেকে
তাই মরনের সাথে করি সখ্যতা
গল্পে কবিতায় তাই ওদের বিরাজতা!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার ভালোবাসার মূলধন প্রিয় ফুল, ধীরে ধীরে
নির্জন হয়ে গেলো! এলো না আর কেউ দেখতে
আমি পরিপাটি হয়ে বসে থাকি, কখনো বা জল ঢালি,
আগাছা পরিষ্কার করি, নীলাকাশের সাথে যেন কথা কয়
প্রিয় ফুল, তাই আকাশ থেকে তাড়িয়ে দেই কালো মেঘ!
বেশ সুন্দর!!!
আপনার কবিতা সম্পর্কে কি আর বলবো, Awesome .
আজকের মত পুরোটা বছর কাটুক কবিতাময়।
শুভ কামনা রইলো।