![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
ঈশ্বরের দাবার চাল বুঝা কঠিন,
আর আমি ভালো দাবারু নই
তাই পরাজয়ই আমার একমাত্র গন্তব্য।
**************************
যে সংসারের কেবলি হাহাকারের অভিশাপ
সেখানে আসবে রানী! হাস্যকর বটে;
আমি জগতের অরাজকতার মাঝে
রাজনৈতিক সমাধান করি, জানি আসবে না
ফল; যদি বা কিছু আসে সে হবে মাকালফল!
****************************
রাতকে দিচ্ছি পাহারা, গলায় ঝুলিয়ে বাঁশি
যখনই আসবে বিপদ, তখনই বাঁশিতে স্বশব্দ
তির্যক ফুওওও! আসে পাশে আমার মতো
যারা আছে রাতের পাহারাদার; তারা ছুটে
আসবে; দেখে যাবে দ্বৈবক্রমে ঘটে যাওয়া
আমার বিপদ। হয়তো কেউ কেউ হয়ে
উঠবে বিপ্লবী। আমার জন্য ফেলবে দু'ফোঁটা
অশ্রুজল; হয়তো করুণার কিংবা আমার মতো
সমান ব্যথিত হয়ে! ফেলে আসা অতীত ভেবে!
সকালে উঠবে ভোরের সূর্য,
এমন কতো কী বলে গেলো ওরা
তাদের কেমন করে বুঝাই চোখে আমার ছানি পড়েছে
দিন রাতের, আলো অন্ধকারের তফাত আমার কছে নাই!
*********************************
ক্লান্তিতে কী কাজ, এ তোকে প্রাণহীন করে ছাড়বে
তবু যে দুয়ার খোলা, দেখিস একদিন সে আলগছে আসবে!
কী জানি! কেউ বুঝে কেউ বুঝে না
এখন আমি বুঝি, আমি আমার কেউ না!
*******************************
ছোটবেলায় শিখেছিলাম যোগ বিয়োগ গুন ভাগ
গনিত বিষয়ে ভালো মার্কস পাওয়ার জন্য
আজ দেখি আসলে গনিত শিখি নাই
শিখেছি শ্রেনী বিভাগ! এবং এতে ভালো করছি!
******************************
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঈশ্বরের সাথে দাবা খেলায় জেতার কোন কৌশল জানা আছে?
জানলে জানায়েন, আমার খুব খেলার ইচ্ছে।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
এপ্রসঙ্গে আমার একটা কবিতা জুড়লামঃ
'বহুদিন আগে কোনো এক মহাকালে শুনেছিলামঃ
পরাজিতরাই নিয়তি মেনে নেয়; সেই এতকাল আমি
জেতার স্বপ্নে শুধুই বিভোর- সুখের প্রতিবেশী হবার
অদম্য সাহসে হেঁটে চলেছি মহাপথে। সাথে প্রথাগত পঞ্জিকা আর
একপকেট বুনো উত্তাপ নিয়ে; বিরান ঝিলের অতলে আমার
কাটাঘুড়ি লটকে যাবে ঠিক জেনেও শীতের এই ক্ষণিক গোধুলিতে
অনেক খুঁজেও পাইনি পয়মন্ত সেই সবপেয়েছি'র চাবি,
যাকে হৃদয়ের উপরিভাগের মসৃণ ডানপাশে কিছুদিন আমি
ঘুমুতে দেখেছিলাম; তারপর আমি এখন নিজেই তো হতভাগ্য-বিশেষ!'
অনুকাব্যে +++++++
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা আগেই পড়সিলাম। আজ আবার পড়লাম। কবিতায় +
থ্যাঙ্কস কবি।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ফালতু বালক বলেছেন: +++
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম!
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম!?
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
আমিনুর রহমান বলেছেন:
দাবা আমি ভালো পাড়ি কিন্তু জীবনের চালে বারে বারে ভুল করি
অনুকাব্যে +++
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভুল করা ভালো।
ভুল না করলে হবে কেন!
থ্যাঙ্কস আমিন ভাই।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
কয়েস সামী বলেছেন: valo laglo
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++