![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
গোলাপ বিষয়ক রহস্য এবং অমীমাংসিত নীল পরীগণ
ইশকুল পলাতক বালক পাঁচিল ডিঙ্গিয়ে দ্যাখে পাখিদের সমাবেশ।
"গোলাপ বিষয়ক রহস্য এবং অমীমাংসিত নীল পরীগণ"- মুখবন্ধ পাঠ।
টিফিনের পয়সায় একটি গোলাপ! ইটের পিরামিডে বালিকা;
লন্ঠনের আভায় বালকের পাথরঘরে রত্নের সন্ধান।
ব্যালকনিতে বালিকা একা; উন্মুখ উদাসীন।
হাওয়ার ভাঁজে বালকের চিঠি— বালিকার সুর!
বালকের বালক কথন ফুরোয় না কখনো
রিকশা যোগে বাড়ী ফেরে বালিকা তখন।
পথে দ্যাখে যায় পাখি সমাবেশে নিমগ্ন বালক
শুনছে মায়াবতীকে, স্নিগ্ধ চোখে, আয়েশী ভঙ্গিতে!
কৃষ্ণচূড়ার রাঙ্গা আলোয়, ভেবেছিলো সুখ
তখনো ভাবেনি রক্তে আছে
কোমলমতী বেহালায় হাজার ঢঙ্গের দুখ!
বিষণ্নতায় সুবেজের আলাপণ।
নিভু চাঁদের মন্থর রাত্রিরে ক্রমশ শীতল থেকে শীতলতর হয়ে
ব্যাঙের হীম রক্তে ঈষৎ সূর্যের তাপ এনে দেওয়া হাসিতে
পাতাল সেঁচে তুলে আনছে কতিপয় রূপলোবান !
আলোর পিতা- সূর্যের পলি ছড়ানোর আগেই হীমাঙ্কের নীচে
ছেঁড়া কাঁথায় আপাদমস্তক ঢেকে রাখা উদ্বাস্তু বাতাসে
ভেসে আসছে প্রিয়তম সুরের ব্যঞ্জনা; বিষণ্ণতার গান!
************************************
সক্রেটিসের বিষের পেয়ালা এবং মৃত্যুবিষয়ক
সক্রেটিস তোমার বিষের পেয়ালা হাতে নিয়ে বসে আছি
হেমলক পান করে তোমার মতো ঘরময় পায়চারী করে
এক সময় আড়ষ্ঠ পা নিয়ে হেলে পড়বো মৃত্যুর দুয়ারে!
সক্রেটিস, তোমার জীবন যেমন সত্য, যেমন ছিলে নির্ভীক
তোমার সত্য প্রচারে, প্রাণঘাতক ঈশ্বরের হাজতে
নির্বিকারভাবে যেভাবে বলে গেছো তোমার সত্য,
তোমার ধর্ম এবঙ দর্শনের কথা, অশ্লীল নগ্নতার সন্ন্যাসে।
আমার ভেতরে আমি, দেব শিশু! দেবদারু গাছের চূঁড়ায়
হুহুবাতাসে কেঁদে উঠে আকাশ মিশ্রিত পাতারা! ঝরে পড়ে
বেদনার শুকনো ডাল! সক্রেটিস, তোমাকে পালিয়ে যেতে
সোনার মোহর নিয়ে এসছিলো তোমার শিষ্যরা, এসেছিলো
তোমার মনের টেরাকোটা মুছে দিয়ে দেশান্তরিত করতে,
তোমাকে বাঁচিয়ে রাখতে চেয়ছিলো তারা কৃতদাস হয়ে!
শহরে শহরে ক্রন্দনের রোল তুলে তুমি মরণ বেছে নিলে
তোমার সত্যকে প্রতিষ্ঠিত করে গেলে; তোমার খুলির কসম,
তোমার সেই খুলিতে নিখাদ বিষ হেমলক ঢেলে, আমিও
তোমার পথ বেছে নেবো; মরণ পথ ধরবো, মিথ্যার
আশ্রয় নিইনি। প্রাণের ওষ্ঠে, প্রাণ রেখে, একাকীত্বের সংসারে
আশ্রয়হীনতার আশ্রয় হতে চেয়ছিলাম, মৃত্যুর দরবারে!
**********************************
কবিতার ভাবনা এবং প্রিয় নামের কিছু পঙতি!
ভাবনাদের কোলজুড়ে কখনো চলে আসে কবিতা
অথবা কবিতায় লুকানো ভাবনারা ডালপালা ছড়িয়ে
হয়ে উঠে মহীরুহু; একটা রাত অথবা অনেক রাতের খোরাক
অথবা কিছুই না; কেবলই বিষণ্ণদিনে নিঃসঙ্গতার সঙ্গী।
একে আমরা নাম দেই খামখেয়ালীপনা!
হয়তো এই খামখেয়ালীপনার যুগল পদবিন্যাসে
অস্থির কিছু সময়, একান্নবতী সংসারে বারোয়ারি পদক্ষেপ,
হাতবদল কিছু সময়! মনের আয়নায় ব্যক্তিগত খতিয়ান
আর ঈশ্বর অভিমুখে ক্ষণজন্মা নিঃশ্বাসের প্রতিধ্বনি।
হয়তো আরো কিছু আছে, আরো কিছু থেকে যায়
বাদ পড়ে যায় মনের অজান্তে।
কবিতার ভাবনারা,
প্রিয়তম হাতে প্রিয় ফুলের মতো
নীলঘামে যেমন যমদূতের নাম লেখা থাকে
কপালের তিলকে যেমন লাস্যময়ী আঁধার
তেমনি কবিতার ভাবনারা আসে, যায়।
কখনো ধরা হয়, কখনো অধরার মতো উড়ে চলে যায়
ইথারের কানে কানে বলা কথোপকথন।
শুক্লপক্ষের কাল গত হলে আসে কৃষ্ণপক্ষের কাল
ঈশানের হাওয়া বদল হয় নৈঋতে
গোটা গোটা মানুষ গোটা গোটা ভাবনা
মিল অমিলের সৌন্দর্যে সাজানো হয় বাসর
তথাপি অমিলের মিলে ভাবনার কোল জুড়ে আসে কবিতা
বিষাদ সঙ্গীত, নিয়মতান্ত্রিক অনিয়মে
নিয়নের হলুদবাতি ঘুমিয়ে পড়লে অথবা ঢুলুঢুলু চোখে
তন্দ্রাছন্ন কবিতার খাতায় কয়েকটি শব্দ
প্রিয় নামের কিছু পঙতি!
*****************************
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবাই ভালো থাকবেন।
২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে আলাউদ্দীন ভাইয়া। ২ বেশী ভাল্লাগসে।
বিষণ্নতায় সুবেজের আলাপণ মানে কি ??
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ক্ষীণ আশা বোঝাতে চেয়ছি!
থ্যাঙ্কস মুন।
শুভ দুপুর!
৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫১
সায়েম মুন বলেছেন: কম হয়ে গেল মনে হচ্ছে। আরও পড়তে ইচ্ছে করছিল। সক্রেটিস সম্পর্কীয় কবিতাটা আগেও দিয়েছিলেন মনে হচ্ছে।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবগুলো কবিতাই আগে ব্লগে কমেন্ট হিসেবে পোষ্ট করা। প্রথম দুইটা কবিতা এর আগের পোষ্টে কমেন্ট করা। আর লাস্টের কবিতাটা কমেন্ট করা এখানে।
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
৪| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫২
সায়েম মুন বলেছেন: আচ্ছা বাড়ি থেকে নারিকেলের নাড়ু নিয়ে আসবেন কিন্তু। শুভকামনা থাকলো।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন: আপনে দাওয়াত দিয়া বৈদেশ ভ্রমনে আছেন আর আমাকে বলছেন নারকেল নাড়ু নিয়ে আসতে!
তাড়াতাড়ি ঢাকায় ফিরেন।
শুভ কামনা রইল।
৫| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৩
সোহাগ সকাল বলেছেন: হা। কবিতা কবিতার মতই হইছে!
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জেনে খুশি হলাম!
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
৬| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:৫০
স্বপনবাজ বলেছেন: একসাথে তিনটা অসাধারণ কবিতা ! তিনবার মুগ্ধ হবার বিষ্ময় !
অসাধারণ কবি ! শুভকামনা !
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।
শুভ দুপুর।
৭| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৪:০৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা।
সামুতে আপ্নার কবিতা সব সময়ই স্পেশাল ওয়ান!!!
আপ্নার আগের পোস্টগুলো কই??
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সব ড্রাফটে।
থ্যাঙ্কস জনৈক।
শুভ দুপুর।
৮| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৪:২৭
নীল-দর্পণ বলেছেন: bapree baap
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কী হইসে???
৯| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:৫২
রাইসুল সাগর বলেছেন: বাহ, বরাবরের মত চমৎকার কাব্য। শুভকামনা সব সময় আ আসরকার ভাই।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সাগর ভাই।
আশাকরি ভালো আছেন।
শুভ দুপুর।
১০| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:৫২
নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রথম কবিতার পেছনে কিছু একটা বাকগ্রাউন্ড আছে বলে মনে হল! ভাল লেগেছে তিনটাই। প্রথমটা বেস্ট!
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রতিটা কবিতার পেছনে আরেকটা কবিতা থাকে!
থ্যাঙ্কস নাজিম ভাই।
ভালো থাকবেন।
১১| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এরিস বলেছেন: প্রথমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুবেজ মানে বুঝলাম না। কবিতায় প্লাস। ++++++ এতো কবিতা একসাথে দেন কেন ভাই?? আলাদা আলাদা দিলে ভালো হয়। ছবিগুলো খুব সুন্দর।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
''বিষণ্নতায় সুবেজের আলাপণ''-আপনি কী এই লাইনের বলছেন? যদি এই লাইন বুঝিয়ে থাকেন তবে বলতে এখানে ক্ষীণ আশার কথা বলেছি, যা কখনো সম্ভব না।
একসাথে এতো কবিতা কখনো দেই না। আসলে ব্লগে পোষ্ট দেয়াই একরকম বন্ধ করে দিসি। হঠাৎ সেদিন পোষ্ট দিতে ইচ্ছে করলো তাই দেয়া।
ব্লগে স্বাগতম এরিস।
ভালো থাকবেন।
১২| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে প্রথমটা, কারণ বহু স্মৃতি মনে পড়ে গেল(যেমন বালিকা প্রেমিকার প্রত্যহ আসা যাবার পথটায় খুঁটি গেড়ে দাঁড়িয়ে থাকা-প্রেমিকাকে বহনকারী রিকশাওলার বিরক্ত দৃষ্টি-এবং হঠাৎ চলন্ত রিকশা থেকে ডায়েরি থেকে ছেঁড়া সুগন্ধি মাখা কাগজ উড়ে আসা! আহাহা কি দিন ছিল!! )
বাকিগুলো ভাবনা উদ্রেককারী, তাই চমৎকার।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার ব্ল্যাকআউট পর্ব কাটছে তিন নম্বর কবিতাটা দিয়ে! অথচ, কেউ ওটা নিয়ে কিছু বল্লই না!
প্রোফেসর সাব, সবারই বালক বেলা নিয়ে অনেক স্মৃতি আছে। কম বেশি সবারই ঘটনাগুলো একই রকম।
আর সে ভাবনা থেকেই হয়তো প্রথম কবিতাটা মাথায় আসছে।
ভালো থাকবেন।
১৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিন তিনটা দূর্দান্ত কবিতা।
শুভকামনা কবি।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি আশরাফ।
শুভ দুপুর।
১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫০
ভিয়েনাস বলেছেন: সক্রেটিস তোমার বিষের পেয়ালা হাতে নিয়ে বসে আছি
হেমলক পান করে তোমার মতো ঘরময় পায়চারী করে
এক সময় আড়ষ্ঠ পা নিয়ে হেলে পড়বো মৃত্যুর দুয়ারে!
তিনটা চমৎকার কবিতা
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিষের পেয়ালা ভালো কিছু না। ওটা থেকে দূরে থাকাই ভালো!
আপনে আমার কবিতা লিখে ফেলসেন! সেটা ফেরত দিন!
ভালো থাকুন কবি।
১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
সব অভিমান ভুলে কবির এ নবঅভিযান কে স্বাগত জানালাম।
প্রতিটি কবিতাই চমৎকার।
--------------------------------------------------------------
প্রথাহীন সরোদ বাজায় মুনিয়া আবডালে
ছোট মাছ, কলমিশাঁকের ডাটা, কালো শ্লেটও
কখনও তখন কবিতার বিষয় হয়
ভাবনা, আহা ভাবনা
কবি 'ভাবনা কাহারে কয়' (!)
আমি শ্লোক ভুলে টুকটাক এ পদ্যশায়েরে ঝিমুই
অবিকল মাছরাঙাটির মত
ইথার উথার তোমাদের থাক
গোশতে চর্বি আর লাস্যময়ীর চাকু বুকে নিয়ে
আলাদিন করর্পোরেট চাকরী খুঁজুক
কবিতা তো তাকে ছাড়েনি এ অব্দি
মুনিয়ার সরোদ রোদে পুড়ে কালো হোক
রাতে ঢাকা হাউজিংএর সব আলো হবে চুরি
বিনম্র ভালোবাসা তখন চুইয়ে নামবে
হারানো প্রেমে, পুরানো ফ্রেমে; আহা!!
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কবিতার রিপ্লাই কবিতা দিয়েই দিবো।
অপেক্ষা করুন।
থ্যাঙ্কস কবি।
০৭ ই মে, ২০১৩ রাত ৯:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেয়ালে হেলান দিয়ে বসে থাকি
সম্মুখে আরেকটা দেয়াল।
দেয়ালের শরীরের আঁকাবাঁকা ফাটল
আমি উঠে এসে দেয়াল হাত রাখি
ফাটলগুলো অনুভব করার চেষ্টা করি
কম্পমান আঙ্গুল; দেয়ালের ফাটল অনুভব করে না!
তবে কী আঙ্গুলের স্নায়ু মরে গেছে---
সংকেত কেন পাঠায় না নিউরণে?
না আমার চোখে অর্ধচন্দ্রাকার ছানি পড়েছে?
যা দেখে কেবল ফাটলই দেখে!
আমি তার স্বরে চিৎকার করি। আশপাশের
বন্ধুরা ছুটে আসে।
আমাকে শুধোয়, কী হয়েছে?
দেয়াল এবং ফাটলের কথা বলি।
বলি, এখনি জোগালী মিস্ত্রী ডেকে নিয়ে আসো
দেয়ালটাকে বাঁচাতে হবে।
আমার বন্ধুরা, যারা আমার চিৎকার শুনে এসেছিলো---
তারা হো হো করে হাসে! বলে---
এখানে কোন দেয়াল নেই! ফাটল
আসবে কোথা থেকে---!
একে একে সব বন্ধুরা চলে যায়।
আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকি।
আবার হাত চালাই। দেখি, সত্যিই দেয়াল নেই!
আমি আধো তমশায় হাতরে হাতরে এগোতে থাকি
নক্ষত্রীয় আলোর মায়াকানন ছাড়িয়ে
দেয়ালের প্রান্তভাগ ছুঁতে এগোতে থাকি...
এগোতে থাকি।
অস্পষ্ট আলোয় আকাশের সীমানা
মেপে মেপে এগোতে থাকি
হরিজনের দিকে!
১৬| ০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: সক্রেটিস, তোমার জীবন যেমন সত্য, যেমন ছিলে নির্ভীক
তোমার সত্য প্রচারে, প্রাণঘাতক ঈশ্বরের হাজতে
নির্বিকারভাবে যেভাবে বলে গেছো তোমার সত্য
নবম ভালোলাগ।
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কুনো।
সক্রেটিসের মতো নির্ভীক হতে চাই।
ভালো থাকবেন।
১৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
+++
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।
শুভ দুপুর।
১৮| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেকদিন পর ভাল কিছু কবিতা পড়ে মুগ্ধ হলাম
০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি তো অনেকদিন ধরে কিছু লিখছি না! এগুলো ব্ল্যাকআউটের আগের লেখা। লাস্টের টা ছাড়া।
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।
১৯| ০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪২
প্যাপিলন বলেছেন: এক ঢিলে তিন পাখি অর্থাৎ এক পোস্টে তিনটি অনন্য কবিতা পড়তে পেয়ে নিজেকে বেশ বড়লোক পাঠক ভাবছি
অসাধারণ ++
০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! আরো কয়েকটা দেয়ার ইচ্ছে ছিলো! পোষ্ট বেশি বড় হয়ে যাচ্ছে ভেবে দেই নাই।
থ্যাঙ্কস আ লট ব্রো।
শুভ সকাল।
২০| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪
হাসান মাহবুব বলেছেন: সেদিনই পড়সিলাম। তিনটাতেই মুগ্ধপাঠ। শুভদুপুর।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহ্, আপনার কমেন্টের রিপ্লাই দেয়ার আগেই দেখি আপনি কমেন্ট করে বসে আছেন।
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
শুভ বিকেল।
২১| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: সক্রেটিস আর কবিতার ভাবনা এবং প্রিয় নামের কিছু পঙতি! এই দুইটা ভাল্লাগছে
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনি ছোট কমেন্ট করলে ভাল্লাগে না! আপনার কাছ থেকে বিশদ মন্তব্য পেয়ে অভ্যস্থ হয়ে গেছি। ডিটেইলস কমেন্ট চাই।
আপনার কাছে যে প্রথমটা ভাল্লাগবে না তা তো জানাই আছে।
থ্যাঙ্কস আপু।
শুভ বিকেল।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর একটা পোষ্ট আছে। সেটাও কিন্তু পড়তে হবে।
অনেকদিন পর ব্লগে আসছেন। কমেন্ট না করে যাবেন না যেন!
২২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: সব সময় জ্ঞানি কমেন্ট করলে পাব্লিক আঁতেল বলবে !!! মাঝে মাঝে করব। আশা করি ভালো আছো ।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার ব্লগে আপনি যা খুশি তাই কমেন্ট করতে পারেন। কেউ কিছু বলতে পারবে না।
ভালো নাই আপু।
২৩| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সোমহেপি বলেছেন: ১টা বেশি ভালোলাগলো।
সুন্দর কবিতা
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর! আছেন কেমন?
থ্যাঙ্কস সোম ভাই।
২৪| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: গোলাপ বিষয়ক রহস্য এবং অমীমাংসিত নীল পরীগণ ভালো লাগছে
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।
শুভ দুপুর।
২৫| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
জুন বলেছেন: বাড়ী চলে গিয়েছিলেন বলে আপনার এই কবিতাগুচ্ছে মন্তব্য করা হয়নি
আজ তাই আনলাকি ভালোলাগা চিন্হটি ১৪ করে দিয়ে গেলাম এক ক্লিকে।
খুব সুন্দর শিরোনাম সুন্দর কবিতায়।
হায় আমি কেন এমন নাম রাখতে পারি না আমার পোষ্টের আর শিরোনামের
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনাকে গল্প, কবিতা পোষ্ট করতে দেখি না অনেকদিন হলো। ঘটনা কী? আপনার ভ্রমন সংক্রান্ত পোষ্টগুলোতে ঢুকলে মন খারাপ হয়ে যায়। ঘুরতে যেতে ইচ্ছে করে।
থ্যাঙ্কস আপু।
শুভ সন্ধ্যা।
২৬| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
আমার ভেতরে আমি, দেব শিশু! দেবদারু গাছের চূঁড়ায়
হুহুবাতাসে কেঁদে উঠে আকাশ মিশ্রিত পাতারা! ঝরে পড়ে
বেদনার শুকনো ডাল! সক্রেটিস, তোমাকে পালিয়ে যেতে
সোনার মোহর নিয়ে এসছিলো তোমার শিষ্যরা, এসেছিলো
তোমার মনের টেরাকোটা মুছে দিয়ে দেশান্তরিত করতে,
তোমাকে বাঁচিয়ে রাখতে চেয়ছিলো তারা কৃতদাস হয়ে!
সুন্দর!
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ।
শুভ বিকেল।
২৭| ১০ ই মে, ২০১৩ রাত ৮:১২
বোকামন বলেছেন:
আপাদমস্তক শুকনো খামখেয়ালী ভালোলাগা ..... !!!
কবির জন্য সাধারন পাঠকের শুভকামনা নিরন্তর।
১০ ই মে, ২০১৩ রাত ৮:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কবি না রে ভাই।
মাঝে মধ্যে আগে লিখতে পারতাম, এখন তাও পারি না।
আপনার জন্য শুভ কামনা।
২৮| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪২
বোকামন বলেছেন:
ভাই এত সুন্দর করে লিখেন, আবার বলছেন পারি না !!!
এটা আপনার বিনয় ভাই ....
লিখতে থাকুন .....
১০ ই মে, ২০১৩ রাত ৮:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সত্যিই লিখতে পারছি না। অবশ্য লেখার জন্য যে চেষ্টা করি তাও না। কবিতা আমার কাছে দেবীর মতো। এখন দেবীর আরাধনা করা ছেড়ে দিসি।
তারপরও যদি কবিতা আসে তবে লিখবো, আর না হয় কখনোই না।
ভালো থাকবেন।
২৯| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০০
আমিনুর রহমান বলেছেন:
৩টাই অসাধারণ হয়েছে। প্রথমটা একটু বেশী ভালো হয়েছে।
১২ ই মে, ২০১৩ রাত ১০:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আমিন ভাই।
আমি মনে হয় কখনো কবি হতে পারবো না। এই যে সাভার ট্রেজিডী হলো আমি একটা কবিতাও লিখতে পারি নাই। মৃতদের স্মরণে আর আহতদের কল্যানে কয়েকটা শব্দও বের হলো না আমাকে দিয়ে। যদি কবি হতাম তাহলে লিখতে পারতাম, তাই না?
আবার কেন যেন বারবার মনে হয় বিল্ডিং টা আমার উপর ধসে পড়েছে। তাই আমাকে দিয়ে কবিতা বের হয় নাই।
মাথায় আজকাল সব কী সব ভাবনা আসে নিজেই বুঝি না।
আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি!
৩০| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০২
ভিয়েনাস বলেছেন: ঐ কবিতা আপনাকে দিয়ে দিলাম... তবু একটু আপনার আফসোস কমুক
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা দিলে কী লেখার আফসোস কমে নাকি?
আছেন কেমন?
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কমেন্টের রিপ্লাই পেতে দেরী হবে। আমি বাড়ী যাচ্ছি! বাড়ী থেকে ফিরে কমেন্টের রিপ্লাই দিবো।