![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
মুদ্রিত মৃত্যু সংবাদ
প্রাচীন অন্ধকারে প্রিয় আঁধারের নামে একটা গল্প লিখেছিলাম
আমার কবিতার শব্দদের দিয়ে সাজিয়েছিলাম সে গল্পের পদ বিন্যাস।
চরিত্র যা কিছু দাঁড় করিয়েছিলাম সবই
অচেনা মরুদ্যানে অলীক স্বপ্নকথনের ইচ্ছের মীমাংসায়!
আমার ছোট টেবিলে, প্রিয় বলপয়েন্টে একেকটি দৃশ্যপট সাজিয়েছিলাম
থরে থরে, কবিতার খাতা ভরে উঠেছিলো একেকটি সিকোয়েন্সে
শব্দের মালা গেঁথেছিলাম পূর্ণদৈর্ঘ্য বোধ থেকে!
অন্ধকারের কালো; আঁধার যার নাম! জুতসই উপমায়,
শাব্দিক রূপকে, ঝরাপাতার মর্মর শব্দ, আক্ষরিক কিছু নাম,
গোলাপী তরলে অবিমিশ্রত হাহাকার এবঙ দেনা পাওনার একত্রীকরণ
করেছিলাম কবিতার খেরোখাতায়! যা হয়ে উঠেছিলো গল্প।
শীতকালীন গাছে পাতাদের খসে পড়া উৎসবে
জরায়ুর জঠরে উৎপাদিত ক্ষণজন্মা আক্ষেপে বড় লজ্জিত
মৈথুন সময়; কাল্পনিক রেখাচিত্রে স্থির করে দিয়েছিলাম
একটা নিখুঁত সীমারেখা। বুকপকেটে লুকিয়ে রাখা রক্তপিপাসু
গোলাপ কাঁটার মৃদু তিরষ্কারে রক্তাক্ত বুকের আর্দ্রতায়
ঢেকে রেখেছিলাম কাঁচপোকা মনের মাকড়শা জাল।
গল্পে যেমন হয়ে থাকে, ক্লাইম্যাক্স অ্যান্টিক্লাইম্যাক্সে ভরপুর
তেমনি হয়েছিলো কবিতার খাতায় গল্পের কথন!
অবিসংবাদিত ঈশ্বরের হস্তক্ষেপে অনেক রাতের সীমানা
পাশার দানের মতো পাল্টে যায়, মূলচরিত্রের অভিনেতা হয়ে উঠে
পার্শ্বচরিত্র, আর পার্শ্বচরিত্র হয়ে উঠে...
অযুত নিযুত পায়চারী আর লক্ষাধিক সিগারের নিকোটিন
জমা পড়েছে কোষাগারে। কাঙ্খিত গল্পের রূপ প্রতিমূহুর্তে
পাল্টে যেতে যেতে কখন নৈঃশব্দ্যে রূপ নিয়েছে বুঝে ওঠার আগেই
দেখি নৈঃশব্দ্যের ভয়াবহ শব কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছি শহরময়।
শব্দ নিয়েই আমার কাজ। শব্দে শব্দে মালা গাঁথা,
কথার আকালে কথায় কথায় কথা মিলানো বা
মরালী পালকে ইচ্ছের রঙধনু মাখানো!
অথচ, জীবনের আটপৌর রঙ্গমঞ্চে কেবলি নৈঃশব্দ্য।
মনোরম কিছু কথার কাঙাল আজ তাই লিখছে
শব্দকবিতার বদলে
একটা প্রেস নোট,
মুদ্রিত মৃত্যু সংবাদ!
*** দীর্ঘ প্রচেষ্টায় একখানা ছবি আপলোড করতে পারলাম! আগের মতো দ্রুততার সাথে যেন ছবি আপলোড করতে পারি, সেদিকে মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।
১২ ই মে, ২০১৩ রাত ৯:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাইডি।
শুভ সন্ধ্যা।
২| ১২ ই মে, ২০১৩ রাত ৮:৫৫
নীল-দর্পণ বলেছেন: প্রথম কমেন্ট মনে হয়....
পড়লাম +
১২ ই মে, ২০১৩ রাত ৯:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হায়রে দুইজনের নাম পাওয়া গেসে সম্প্রতি ভিজিটিং লিস্টে! কবিতা দেখি ২৭-২৮ বার পড়া হয়ে গেসে! কিন্তু কারো নাম দেখি নাই!
সবাই অফলাইনে পড়লে ব্লগে পোষ্ট দেয়া বন্ধ করে দিতে হইবো মনে হয়!
থ্যাঙ্কু দর্পণ আপা।
৩| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৫
এরিস বলেছেন: শীতকালীন গাছে পাতাদের খসে পড়া উৎসবে
জরায়ুর জঠরে উৎপাদিত ক্ষণজন্মা আক্ষেপে বড় লজ্জিত
মৈথুন সময়; কাল্পনিক রেখাচিত্রে স্থির করে দিয়েছিলাম
একটা নিখুঁত সীমারেখা। কি সুন্দর কথাগুলো...!!!!
অযুত নিযুত পায়চারী আর লক্ষাধিক সিগারের নিকোটিন
জমা পড়েছে কোষাগারে। নিকোটিন ছাড়া কবিতা লিখলে কি হয়?? বেশি সুন্দর কবিতা। ভালোলাগা রেখে গেলাম।
১২ ই মে, ২০১৩ রাত ১০:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিকোটিন ছাড়াও আমার অনেক কবিতা আছে। তবে মজার বিষয় কী জানেন সিগার নিয়ে আমার অনেক কবিতা আছে! যা লোকে পড়ে ভাবছে আমার প্রেমিকাকে নিয়ে কবিতা লিখসি!
কখন কী আসে আমি আগে ঠিক করতে পারি না। তাই কবিতায় নিকোটিন আসলে আমার কিছু করার নাই।
৪| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৭
এরিস বলেছেন: ব্লগে ছবি দেয়া বন্ধ করে দিতে হবে। আপগ্রেডের পরে যা ছিরি করেছে ইমেজের। একদম অন্ধকার বেছে ছবি দেবেন, ক্লিয়ার আসবে কিছুটা। ( আমার আইডিয়া
ফলো করে দেখতে পারেন। ইট ওয়ার্কস !!! )
১২ ই মে, ২০১৩ রাত ১০:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর কইয়েন না! এই ছবি আপলোড করতে এক ঘন্টা টাইম নিসে। আর ওয়েবসাইট থেকে ছবি খুঁজে বের করতে টাইম নিসে এক ঘন্টা। যদিও কবিতা লিখে এডিট সহ টাইম নিসে মাত্র ৪৫ মিনিট!
ভাবতাসি ভবিষ্যতে আর ছবি আপলোড করমু না। এতো কষ্ট পোষায় না।
থ্যাঙ্কু এরিস।
৫| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১১
রাতুল_শাহ বলেছেন: সুন্দর
১২ ই মে, ২০১৩ রাত ১০:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাতুল ভাই, অনেকদিন পর। আপনি অনেক পোষ্ট মিস করসেন! এক এক করে সব পড়বেন কিন্তু!
থ্যাঙ্কস রাতুল।
শুভ রাত্রি!
৬| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১২
আমিনুর রহমান বলেছেন:
অন্ধকারের কালো; আঁধার যার নাম! জুতসই উপমায়,
শাব্দিক রূপকে, ঝরাপাতার মর্মর শব্দ, আক্ষরিক কিছু নাম,
গোলাপী তরলে অবিমিশ্রত হাহাকার এবঙ দেনা পাওনার একত্রীকরণ
করেছিলাম কবিতার খেঁড়োখাতায়! যা হয়ে উঠেছিলো গল্প।
অসাধারণ +++
১২ ই মে, ২০১৩ রাত ১০:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আমিন ভাই।
শুভ রাত্রি!
৭| ১৩ ই মে, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এক কথায় অসাধারন ++++++++
১৩ ই মে, ২০১৩ সকাল ৮:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো
শুভ সকাল।
৮| ১৩ ই মে, ২০১৩ রাত ১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ সুন্দর কবিতা।
একরাশ ভাললাগা।
++++
১৩ ই মে, ২০১৩ সকাল ৮:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো
শুভ সকাল।
৯| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
দারুন এক কবিতা।।
ছবি আপলোড না করেই ভালো, সামুতে এখন ছবি বুঝাই যায় না
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আশ্রাফ ভাই।
আজ বিকেলে দেখা হবে কিন্তু। রেডী থাইকেন।
আর কাম কাজ সব শেষ করে রাখেন।
শুভ দুপুর।
১০| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৪২
মাসুম আহমদ ১৪ বলেছেন: "মুদ্রিত মৃত্যু সংবাদ" গদ্য কবিতাটি পড়া হল
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।
শুভ দুপুর।
১১| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫
অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম দুই প্যারাতে ক্যারেকটার আর সিকোয়েন্স - এই দুই ইংরেজি শব্দের প্রয়োগ ভালো লাগে নাই । জোর করে করা মনে হল । তবে -
গল্পে যেমন হয়ে থাকে, ক্লাইম্যাক্স অ্যান্টিক্লাইম্যাক্সে ভরপুর
তেমনি হয়েছিলো কবিতার খাতায় গল্পের কথন!
-- এইখানের ক্লাইম্যাক্স ঠিক আছে।
আর -
শীতকালীন গাছে পাতাদের খসে পড়া উৎসবে
-- এইটার পুরো প্যারাই সুন্দর থাকতো যদি শব্দটা ঐন্দ্রজালিক হইত ।
সকাল সকাল পণ্ডিতি করলাম। ডোন্ট মাইন্ড।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা লিখার পর যে দুইটা শব্দে খটকা লাগছে আপনি সেই দুইটা শব্দই তুলে ধরসেন! ক্যারেকটার লিখবো চরিত্র লিখবো এই দুই নিয়া মেলা ভাবতে হইসে। শেষমেষ, ক্যারেকটারেই স্থির হই। সিকোয়েন্সটা তাও মানা যায় বাট ক্যারেকটার পাল্টাইতেই হবে।
মাঝে মধ্যে শব্দদের খড়ায় পড়ি, এই কারনেই ইন্দ্রজাল শব্দটা আসছে। ইন্দ্রজাল চেঞ্জ করে দিচ্ছি।
সকাল সকাল পণ্ডিতি করে ভালো করসেন। না হয় শিখমু কেমনে?
থ্যাঙ্কস আপু। থ্যাঙ্কস আ বাঞ্চ।
শুভ দুপুর।
১২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২১
সায়েম মুন বলেছেন:
একদম মন ছুঁয়ে গেল।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
১৩| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
+++++
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বগতম।
১৪| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৮
আরজু পনি বলেছেন:
পোস্ট পড়ে কমেন্ট না করাটা অন্যায়...আর এতো সুন্দর যার প্রকাশ তার লেখায় তো কমেন্ট করা বাধ্যতামুলক
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি আপনার কাছে কফি পাওনা।
কফি কবে খাওয়াইবেন আগে অইটা বলেন!
১৫| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:০১
আরজু পনি বলেছেন:
মানুষের চোখে ছানি পড়ছে...একটা কমেন্ট করলে দেখে না, তাই আরেকটা করে গেলাম
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুইবার কমেন্ট আর যাই করেন, কফি একটুও কম খামু না! আর দুই কাপ কফি খাওয়াইলে তো কথাই নাই!
থ্যাঙ্কস পনি আপা।
ঘুমের লাইগা চোখে দেখি না। চোখে রাজ্যের ঘুম তাও ঘুম হয় না।
শুভ দুপুর।
১৬| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:১৮
লাবনী আক্তার বলেছেন: চমৎকার লেখা! খুব ভাল লাগল।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস লাবনী!
শুভ দুপুর।
১৭| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লাগলো। কিছু জায়গায় শব্দের পুনরাবৃত্তি অবশ্য ভালো লাগে নাই।
অন্ধকারের কালো; আঁধার যার নাম - অন্ধকার তো কালোই, আঁধার এবং অন্ধকার শব্দ দুইটার মাঝে বিশেষ পার্থক্য কী?
ইন্দ্রজালিক মায়াজাল- পরপর দুইটা শব্দে জাল পড়তে ভালো লাগতসে না।
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আঁধার আর অন্ধকারের মধ্যে পার্থক্য নাই। এখানে আসলে অন্ধকারের তীব্রতা বুঝাতে চেয়েছি।
ঐন্দ্রজালিক/ ইন্দ্রজালিক শব্দটায় তাহলে চেঞ্জ করতে হয়। এখানে চেঞ্জ আনছি।
ব্লগে এই কারনেই পোষ্ট দিয়ে মজা। আপনাদের ফিডব্যাক কবিতা নিয়ে নতুন করে ভাবায়।
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
এমন পাঠ প্রতিক্রিয়াই সব সময় চাই।
শুভ দুপুর।
১৮| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: ইন্দ্রজালিক বলে কিছু নাই । সঠিক হচ্ছে - ঐন্দ্রজালিক ।
ঐন্দ্রজালিক মায়া !
কিংবা
মায়ার ইন্দ্রজাল !!
ট্রাই করতে থাকো আলাউদ্দিন
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হায় হায়, তারমানে আমি শব্দটা ভুল জানতাম।
সব বাদ দিয়ে মাকড়শা জাল দিসি! এখন তো মাথা ভোঁ ভোঁ করতাসে। রাইতে আবার এইটা লইয়া বসমু। রাত ছাড়া মাথা কাজ করে না।
চতুরে যখন এটা পোষ্ট করমু তখন আপনি কী কমেন্ট করবেন সেটাই ভাবতাসি!
থ্যাঙ্কস আপু।
১৯| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪
অপর্ণা মম্ময় বলেছেন: কপি পেস্ট করা ছাড়া আর কি করার আছে বলো ! তবে ভুল গুলো শুদ্ধ করে নাও।
আর অহেতুক পিঠ চাপাড়ানো টাইপ ব্যাপার ওখানে পাবা না , আর এখানে যত দ্রুত কমেন্ট রিপ্লাই পাও সেখানে ওঠা একটু কম।
ভালো থেকো ভ্রাতা
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখন যে ভুলগুলো পাচ্ছেন ওখানে এগুলো পাবেন না! তাই কপি পেস্ট চলবে না!
হিটের চিন্তা মাথায় নেই। চতুরে যাচ্ছি কেবল আপনারা আছেন বলে। আর আমি ত এখনো পাঠকই। মাত্রই না লিখতে শুরু করলাম। আগে লিখতে শিখি তারপর কমেন্ট রিপ্লাই নিয়ে মাথা ঘামাবো।
থ্যাঙ্কস আপু।
আমি ঘুমোতে পারছি না। ঘুম হয় না।
২০| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৬
ডানাহীন বলেছেন: ৩য় এবং ৪র্থ স্তবক পড়তে গিয়ে মাথায় জট পাকিয়ে যাচ্ছিল তারপরেও সুন্দর .. আপনার পুরনো কিছু পোস্ট আনড্রাফট করা উচিত যাতে পাঠকেরা বুঝতে পারে আপনার কবিতা কেমন ছিল আর কেমন আছে ..
১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার লেখা কী খুব চেঞ্জ হয়ে গেসে?? আমি অবশ্য ধরতে পারছি না। তবে এখন আগের মতো শব্দ নিয়ে এক্সপেরিমেন্ট কম করি।
নর্মালী কবিতা একবসাতে লিখি। এটা লিখতে দুইবার বসছি। এর জন্য হয়তো সুরে কিছুটা প্রোব হইসে!
থ্যাঙ্কস ডানা।
শুভ বিকেল।
২১| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭
অদৃশ্য বলেছেন:
লিখাটি বেশ ভালো লেগেছে আমার... কিছু কিছু জায়গায় দূর্দান্ত। তবে কবিতায় বাড়তি কথা না থাকাই ভালো...
যদিও তা আমার লিখাতে নিয়মিত থেকে যায়... আপনি আবার লিখা শুরু করেছেন দেখে ভালো লাগলো...
শুভকামনা...
১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোথায় কোথায় বাড়তি কথা লিখেছি ক্যোট করে দিলে ভালো হইতো!
তাহলে পরবর্তী লেখার সময় সতর্ক থাকা যেতো।
হ্যাঁ, লেখা শুরু করসি। লেখা শুরুর সাথে সাথে প্রথম যে চিন্তাটা মাথায় আসছে তা হলো আবার কবে ছাড়মু!
থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।
২২| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রাইসুল নয়ন বলেছেন: দারুণ লাগলো !
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস!
শুভ রাত্রি!
২৩| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা পড়া গেলো, যদিও বিষয় এবং আবহ শব্দবিন্যাস কে ছাড়িয়ে গিয়েছে।
তবে কিছু মায়াবী প্রেক্ষণ আমার মত কবিতাপ্রেমিককে তো মুগ্ধ করেছেই............
ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগ/ফেসবুক থেকে দুরে থাকা হচ্ছে, কিন্তু খুব শিঘ্রই নিয়মিত যোগাযোগের আশা রাখছি।
শুভকামনা কবি।।
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবুল হাসানের একটা কবিতার কথা মনে পড়লো আপনার কমেন্ট পড়ে।
পাখি হয়ে যায় প্রাণ / আবুল হাসান
অবশেষে জেনেছি মানুষ একা !
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা !
দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন।
ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের
মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেনো আমি
চলে যাই আজো সেই বর্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে,
যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে
জনপদবালাদের স্ফুরিত সিনানের অন্তর্লীন শব্দে মেদুর !
মনে পড়ে সরজু দিদির কপালের লক্ষ্মী চাঁদ তারা
নরম যুঁইয়ের গন্ধ মেলার মতো চোখের মাথুর ভাষা আর
হরিকীর্তনের নদীভূত বোল !
বড় ভাই আসতেন মাঝরাতে মহকুমা শহরের যাত্রা গান শুনে,
সাইকেল বেজে উঠতো ফেলে আসা শব্দে যখোন,
নিদ্রার নেশায় উবু হয়ে শুনতাম, যেনো শব্দে কান পেতে রেখে :
কেউ বলে যাচ্ছে যেনো,
বাবলু তোমার নীল চোখের ভিতর এক সামুদ্রিক ঝড় কেন ?
পিঠে অই সারসের মতো কী বেঁধে রেখেছো ?
আসতেন পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে দুলাভাই !
ছোটবোন ঘরে বসে কেন যেনো তখন কেমন
পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে !
আর অন্ধ লোকটাও সন্ধ্যায়, পাখিহীন দৃশ্য চোখে ভরে !
দীঘিতে ভাসতো ঘনমেঘ, জল নিতে এসে
মেঘ হয়ে যেতো লীলা বৌদি সেই গোধূলি বেলায়,
পাতা ঝরবার মতো শব্দ হতো জলে, ভাবতুম
এমন দিনে কি ওরে বলা যায়- ?
স্মরণপ্রদেশ থেকে এক একটি নিবাস উঠে গেছে
সরজু দিদিরা ঐ বাংলায়, বড়ভাই নিরুদ্দিষ্ট,
সাইকেলের ঘণ্টাধ্বনি সাথে কোরে নিয়ে গেছে গাঁয়ের হালট !
একে একে নদীর ধারার মতো তার বহুদূরে গত !
বদলপ্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো
সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী !
দূরে বসে প্রবাহের অন্তর্গত আমি, তাই নিজেরই অচেনা নিজে
কেবল দিব্যতাদুষ্ট শোনিতের ভারা ভারা স্বপ্ন বোঝাই মাঠে দেখি,
সেখানেও বসে আছে বৃক্ষের মতোন একা একজন লোক,
যাকে ঘিরে বিশজন দেবদূত গাইছে কেবলি
শতজীবনের শত কুহেলী ও কুয়াশার গান !
পাখি হয়ে যায় এ প্রাণ ঐ কুহেলী মাঠের প্রান্তরে হে দেবদূত !
ট্যাক ইউর টাইম।
ভালো থাকুন কবি।
শুভ রাত্রি।
২৪| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:০২
স্বপনবাজ বলেছেন: কবির শব্দরা এই অধমকে বরাবরই ভাবতে বসায় ! কি সুন্দর , অনেক গুছানো !
শুভকামনা থাকলো কবি !
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে এটা কিছু হইসে কিনা আমি নিজেই কনফিউজড! আপনি এমনভাবে বলতাসেন যে লজ্জা লাগতাসে।
থ্যাঙ্কস স্বপন।
শুভ কামনা রইল।
শুভ রাত্রি।
২৫| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ দারুণ দারুণ আর দারুণ !
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রায় ৫-৬ মাস পর আপনাকে ব্লগে দেখলাম আপু।
আশা করি ভালো আছেন।
থ্যাঙ্কস কবি।
২৬| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:০৩
অদৃশ্য বলেছেন:
কবি
আমি আসলে বলতে চেয়েছি কিছু শব্দ চাইলে আপনি কমিয়ে ফেলতে পারতেন... বিশেষকরে প্রথমের দিকের বেশ কয়েক লাইনে আপনি মূল কথাগুলোকে আরও কম শব্দের মাধ্যমে বুঝাতে পারতেন...
আসলে আগের মন্তব্যে আমার বলা উচিৎ ছিলো... বাড়তি কথার জায়গায় বাড়তি শব্দ...
আমি কখনোই বিশ্লেষক নই... একটি লিখা পড়ে আমার যা মনে হয় তাই বলার চেষ্টা করি তবে তা সবাইকে নয়...
শুভকামনা...
১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আপনি বলাতে আরো কয়েকবার পড়লাম। আমার কাছে ঠিকই লাগছে। অবশ্য আমার কাছে ঠিক লাগার কারন হতে পারে এটা লিখেই ব্লগে দিয়ে ফেলাতে। কবিতা লেখার পর কিছুদিন নাকি রেখে দিতে হয়। কয়েকদিন পর সে কবিতা পড়লে নাকি ভুল ত্রুটি চোখে পড়ে। আমি সে সুযোগ রাখি নাই বুঝতেই পারছেন। কয়েকদিন পর আবার যখন এই কবিতা ধরবো তখন এক্সাক্টলী ধরতে পারবো আসলে কোথায় কী ভুল ত্রুটি আছে।
আপনার পাঠ ভালো লাগে।
আশাকরি, আপনার পাঠ শেষে যা মনে হয় তাই বলবেন। আপনি জানেনই পাঠকের মূল্যায়ন কতো গুরুত্বপূর্ণ।
থ্যাঙ্কস কবি।
২৭| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:১৭
প্যাপিলন বলেছেন: মুদ্রিত মৃত্যুসংবাদের প্রেস নোটে শোক জানানোরই নিয়ম,
তবে শোক সংবাদেও সৌন্দর্য্যর সম্ভাবনা নন্দনীয়
১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!
মৃত্যু বিষয়ক প্রেস নোটের আবার সৌন্দর্য!
থ্যাঙ্কস ব্রো।
২৮| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:২৩
প্যাপিলন বলেছেন: অনেক বছর আগে রহস্যপত্রিকায় এপিটাফে লেখা নিয়ে একটি নিবন্ধ পড়েছিলাম। আমি নিজেও গোরস্থানে এপিটাফ পড়তে গিয়েছি অনেকদিন। ছোট ছোট বাক্যে, কবিতায়, ছড়ার শোকগাথায় বিষণ্নতার যে রুপ দেখেছি তার সাহিত্যমুল্য কিন্তু কম নয়।
(এপিটাফ থেকে লেখা সংগ্রহে ছিল, কিন্তু হারিয়ে ফেলেছি বলে শেয়ার করতে পারছিনা)
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি নিজেও অনেক গোরস্থান, শ্মশান ঘুরে বেড়িয়েছি। শ্মশানে কিভাবে লাশ পোড়ানো হয় সেটা দেখার ইচ্ছে ছিলো বছরখানেক আগে সে ইচ্ছেও পূরণ হইসে!
থ্যাঙ্কস ব্রো।
আছেন কেমন/ছিলেন?
শুভ রাত্রি।
২৯| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আশিক মাসুম বলেছেন: অসাধারন.....।
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।
৩০| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আশিক মাসুম বলেছেন: ৩০নং কমেন্ট দয়া করে রিমুভ করে দিয়েন
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রিমুভ করে দিলাম।
ভালো থাইকেন।
৩১| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন: সমস্যা কোথায় হয়েছিল জানিনা। ব্লগের আপডেটের পর সবাই লগইন করতে পারলেও আমি পারছিলাম না। অনেক ঝামেলা করে অবশেষে লগ ইন করা গেছে। মিস করেছি ব্লগকে, মিস করেছি আপনাদের লেখাগুলো। এখন খুজে খুজে পড়ছি সব।
ভাল থাকুন ব্রাদার।
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার মতো অনেকেই এই সমস্যায় পড়ছিলো। আশাকরি ভালো আছেন।
ভালো থাকবেন।
৩২| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৫
নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা রইল।
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ভালো থাকবেন।
৩৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:১৩
মামুন রশিদ বলেছেন: শব্দ নিয়েই আমার কাজ। শব্দে শব্দে মালা গাঁথা,
কথার আকালে কথায় কথায় কথা মিলানো বা
মরালী পালক থেকে ছিঁড়ে আনা পালকে ইচ্ছের রঙধনু মাখানো!
অথচ, জীবনের আটপৌর রঙ্গমঞ্চে কেবলি নৈঃশব্দ।
অসহ্য নৈঃশব্দ ক্রমে লিখে যায় কবির মুদ্রিত মৃত্যু সংবাদ ।
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নৈঃশব্দ আমার ভালো লাগে। এই যেমন এখন শব্দশূণ্য অবস্থায় আছি, তাও ভাল্লাগছে।
ভালো থাকবেন মামুন ভাই।
৩৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৩
ভিয়েনাস বলেছেন: মনোরম কিছু কথার কাঙ্গাল আজ তাই লিখছে
শব্দকবিতার বদলে
একটা প্রেস নোট,
মুদ্রিত মৃত্যু সংবাদ!
প্রতি প্যারায় ভালো লাগা রেখে গেলাম......
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেমন আছেন?
ভালো থাকবেন।
৩৫| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
নোমান নমি বলেছেন: চমৎকার কবিতা।
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নোমান ভাই।
শুভ বিকেল।
৩৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৭
শাশ্বত স্বপন বলেছেন: তকালীন গাছে পাতাদের খসে পড়া উৎসবে
জরায়ুর জঠরে উৎপাদিত ক্ষণজন্মা আক্ষেপে বড় লজ্জিত
মৈথুন সময়; কাল্পনিক রেখাচিত্রে স্থির করে দিয়েছিলাম
একটা নিখুঁত সীমারেখা। বুকপকেটে লুকিয়ে রাখা রক্তপিপাসু
গোলাপ কাঁটার মৃদু তিরষ্কারে রক্তাক্ত বুকের আদ্রতায়
ঢেকে রেখেছিলাম কাঁচপোকা মনের মাকড়শা জাল।
আপনি বড় মাপের কবি। ভাই, রাস সুন্দরী দাসীর বইটি কি সংগ্রহ করতে পারছেন?
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমি কবি না। মাঝে মধ্যে আগে লিখতে পারতাম, এখন তাও পারি না।
রাস সুন্দরীর বইটা সংগ্রহ করতে পারি নাই।
ভালো থাকবেন।
ব্লগে স্বাগতম।
৩৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শব্দ নিয়েই আমার কাজ। শব্দে শব্দে মালা গাঁথা,,,,,,,,,,,,,,,,,চমৎকার লিখেছেন,,,,,,,,,,,,,,,,১ম ভাল লাগা,,,,,,,,,,,,,,এমনই কবিতার জন্য মনটা হয়তা ব্যাকুল ছিল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
শুভ বিকেল।
৩৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮
সোমহেপি বলেছেন: কবিতায় ভালোলাগা
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সোমভাই।
শুভ বিকেল।
৩৯| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩২
সোহাগ সকাল বলেছেন: দারুন কবিতা। আসলে আপনার কবিতা সবসময়ই দারুন হয়।
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।
৪০| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২
সায়েম মুন বলেছেন: ঘুম ভাঙ্গবে কবে?!
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা লেখা ভুলে গেছি। আর ভুলেও যেতে চাই।
থ্যাঙ্কু কবি।
৪১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: আবার পড়লাম ! তাই নতুন নিকে আবার ভালোলাগা জানালাম ! শুভকামনা কবি ! নতুন পোষ্ট দেন ! আর কতদিন !
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা লেখা ভুলে গেছিরে ভাই। লিখতে পারলে অবশ্যই পোষ্ট করবো। তবে শীঘ্রই তেমন কিছু হচ্ছে না, এটা সিউর।
আর আমি ইদানিং খুবই ব্যস্ত! তাই ব্লগেও আসা হয় না।
ভালো থাকুন স্বপ্নবাজ।
৪২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
বটবৃক্ষ~ বলেছেন: বুকপকেটে লুকিয়ে রাখা রক্তপিপাসু
গোলাপ কাঁটার মৃদু তিরষ্কারে রক্তাক্ত বুকের আদ্রতায়
ঢেকে রেখেছিলাম কাঁচপোকা মনের মাকড়শা জাল।
কি অদ্ভুত সুন্দর করে লিখেন!!
মুগ্ধপাঠ.........
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বটবৃক্ষ।
ব্লগে স্বাগতম।
শুভ রাত্রি!
৪৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: সাহিত্য আড্ডার প্রথম সংখ্যায় এই কবিতাটা এসেছে
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাহিত্য আড্ডার প্রথম সংখ্যা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ রাত ৮:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!!!