![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
ছ.
বহুদিন পর বহু প্রতীক্ষার পর
ঘুম ভেঙে দেখি গরাদ গলে
ছুটে এসেছে একরাশ হাওয়া
ঘুম ঘুম চোখে আলেয়ার বুক
ছুঁয়ে থাকা হৃদয়ের অ আ বর্ণ
একটি কবিতা, তোমার নাম।
চ.
প্রতিদিন একটা কথা বলবো বলে ভাবি
টান পড়ে যায় লাগামে
স্থির হয়ে যাই, যেমন থেমে যায় গাড়ী
ডুবে যাই ঘোর অন্ধকারে।
তোমার স্বপ্নে বিভোর রাত্রি জাগরণ
সূর্যোদয়েও তুমি থেকে যাও
পাশ ফিরলেই তপ্ত দুপুর
এদিক ওদিক কোনদিকে তুমি নেই!
ঙ.
ঘন কুয়াশায় বিহঙ্গ চিত্তের মন লালসায়
ল্যাপ কম্বলের নিচে জড়সরোভাবে গুটিয়ে তোমাতে
তোমার স্তনের ভাঁজে নিজেকে সপে দিই
তোমার জঠরে উৎপাদিত শব্দে প্রিয় আদিমের আগুন
মৈথুন রাতে একান্ত নিজস্বতায়।
তোমার কোমল কায় বিন্যাসে অথবা
মেঘের ঘনঘটা তোমার কুন্তলে
কাঁপা কাঁপা ঠোঁটে তোমার ঘ্রাণের লোভে
মত্ত আমি ডুবে যাই তোমার অঙ্গার খনিতে।
কোথায় বেশি আগুন, কোথায় বেশি উত্তাপ?
তোমার উরু সন্ধি না তোমার গোপন অঙ্গের ছলাকলায়
না আমার ভিরু মনের খুব গোপন কুঠুরীতে
তোমার নামে জপে যে আগ্নেয় শিলা সেখানে?
অসভ্যরা যে আগুন ধরিয়েছিলো পাথরে পাথর ঘষে
তার চেয়ে কম না বেশি আমার মনের টেরিকটায়
যে আগুনের সূত্রপাত তোমার কোমলের দেখা পেয়ে!
ঘ.
ঘুমের কোল ঘেঁষে আসে তোমার স্বপ্নাতুর ছায়া।
কায়াহীন তুমি, তোমার কোল ঘেঁষে নেমে আসে
মেঘবতী রাত, আমার তন্দ্রালু চোখে তোমার
অভিশারের গোপন নাম, এর চক্করে তোমার
চারিধারে আমি ঘুমহীন অনুভবে তোমার রেখাপাত!
গ.
প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ
খ.
প্রাক্তন প্রেমিকারা সব ঘুমিয়ে পড়েছে
ঘুমিয়ে পড়েছে বর্তমানরা
তবুও পিছু ডাকে পুরনো কথা
প্রাক্তন সুর তবে বাজে হৃদয় ঘাটে
বর্তমান বর্তমান করে তবুও যাই কারো ঘরে
তবুও ছাড়ে না পুরাতন, তবুও
পড়ে থাকি পুরনো ঘরে!
ক.
ঘুমের জানালা খুলে রাতপাখার মৃদু তরলে
মুদে আসে দু'চোখ আমার।
গোলাপী সকাল হাতছানি দ্যায় রাতভর
নিকোটিনের আলোড়ন তাই লোহিত কণাতে।
সুখ সুখ ঘুমমাখানো রোদ্দুর
আশ্বিনীমেঘের করতলে বাতাবী ঘ্রাণের চাঁদ
জ্যোৎস্নার ফোয়ারায় স্নান এবং জলকেলি
আঁধারের আলোখেলায়...
ঘুম ঘুম চোখে তাই স্বপ্ন বুনে যাই
সময়ের পদচিহ্নে, আমাদের বিরহ সংগমে!
সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছ তে প্রেম,
চ তে শঙ্কা,
ঙ তে কাম,
ঘ তে অনুভব,
গ তে স্বত্ত্বা,
খ তে স্মৃতি,
ক তে স্বপ্ন।
ভালো লাগলো কবি।
ঈদ শুভেচ্ছা।।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঙ তে কাম না, বরং ভালোবাসার তীব্রতা বলা যায়!
আবোল-তাবোলে স্বাগতম
ঈদ শুভেচ্ছা
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মামুন রশিদ বলেছেন: প্রাক্তন প্রেমিকারা সব ঘুমিয়ে পড়েছে
ঘুমিয়ে পড়েছে বর্তমানরা
তবুও পিছু ডাকে পুরনো কথা
প্রাক্তন সুর তবে বাজে হৃদয় ঘাটে
বর্তমান বর্তমান করে তবুও যাই কারো ঘরে
তবুও ছাড়ে না পুরাতন, তবুও
পড়ে থাকি পুরনো ঘরে!
সর্বনাশ!!
ভালো লেগেছে সবগুলো কবিতাই ।
ঈদ শুভেচ্ছা আপনাকেও ।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার প্রিয় একটা গান----
আমাকে টান মারে রাত্রি-জাগা নদী
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায়
মধ্যরাত্রির বন্ধ দ্বার।
এ যেন নিশিডাক, মৃতের হাতছানি
এ যেন কুহকের অজানা বীজ
এমন মোহময় কিছুই কিছু নয়
হৃদয় খুঁড়ে তোলা মায়া-খনিজ।
আমাকে যেতে হবে, এখনো যেতে হবে
রয়েছে অশরীরী অপেক্ষায়...
এই গানটা আমাকে প্রচন্ডভাবে টেনেছে। হয়তো এইগানটাই আপনার ক্যোট করা কবিতায় আছে।
শুনে দেখতে পারেন!
ধন্যবাদ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
তুষার মানব বলেছেন: ভালো লাগার কবিতা
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
বশর সিদ্দিকী বলেছেন: ++++++++
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমমম
প্রাক্তন প্রেমিকারা সব ঘুমিয়ে পড়েছে
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! সব কটাই পড়েছি পড়েছি মনে হয় , ফেসবুকে শেয়ার করেছিলেন মনে হয় !
মুগ্ধপাঠ আলাউদ্দিন ভাই !
ঈদ মোবারক (অগ্রীম )
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত একমাসের আবোল তাবোল এগুলো। সব ফেবুতে দেই নাই মনে হয়।
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
আমিনুর রহমান বলেছেন:
আপাতত ঈদ মোবারক
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা লইয়া কিন্তু বলে যাবেন!
শারদীয় শুভেচ্ছা
৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ ও পূজার শুভেচ্ছা রইল। কবিতাগুলো দারুণ ভ্রাতা।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বুঝতে পেরেছি, এর জন্যই কবিতা প্রসংগ পড়ে আসছে
শারদীয় শুভেচ্ছা
১০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
যাচ্ছে তাই হলেও ভাল পাইলাম!
উল্টোদিক থেকে গেল কেন?
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সময়ের চক্র আর কী! মানে এই লেখাগুলোর সময়কাল ক থেকে শুরু!
শারদীয় শুভেচ্ছা
১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮
নক্ষত্রচারী বলেছেন: কোনটা ছাইড়া কোনটা কই!
সবগুলই অসাধারণ হইসে!
(গ) (Y )
শুভরাত্রি এবং শুভকামনা ।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো প্রসংসা করলে ফেটে যেতে পারি। এগুলো যে কিছু হয় নাই আমি জানি।
প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ
আমার প্রিয় এটা।
শারদীয় শুভেচ্ছা
১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮
অনাহূত বলেছেন: একটি কবিতা, তোমার নাম
প্রেমিকার নাম নিকোটিন
প্রাক্তন প্রেমিকারা সব ঘুমিয়ে পড়েছে
সময়ের পদচিহ্নে,
আমাদের বিরহ সংগমে!
চমৎকার লেগেছে এই লাইনগুলো। And about 'ঙ' Carry on...
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার জন্য---
একটি কবিতা, তোমার নাম
প্রেমিকার নাম নিকোটিন
প্রাক্তন প্রেমিকারা সব ঘুমিয়ে পড়েছে
সময়ের পদচিহ্নে,
আমাদের বিরহ সংগমে!
'ঙ' টাইপ কিছু লিখলে আপনি ভাগীদার হবেন
শারদীয় শুভেচ্ছা
১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫
আশিক মাসুম বলেছেন: গ.
প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ
অসাধারন।
অনেক দিন পর আপনার লিখা পড়ে কঘুব ভালো লাগছে।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।
আপনাকে মেলাদিন পর দেখলাম।
শারদীয় শুভেচ্ছা
১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: পড়লাম।
ঈদের শুভেচ্ছা ।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেখলাম!
শারদীয় শুভেচ্ছা
১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
ল্যাপ কম্বলের -লেপ
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থাকুক বানান ভুল! আজকাল বাংলা টাইপ করার জন্য যুদ্ধ করতে হ্য়।
শারদীয় শুভেচ্ছা
১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন! ভালো লাগা রইল!
.
প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ
আমি তোমাকে নিকোটিনের মত ভালবাসতে চাই, এইটা বললে কি কোন নারী বুঝবে? অথচ এর থেকে তিব্র আর কী হতে পারে একজন ধুমপায়ী মানুষের কাছে?
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, ওনাদের আপনি হৃদয় বের করে দেখালেও বিশ্বাস করবে না আপনি ওনাকে কতোটা ভালোবাসেন! সেখানে নিকোটিন তো কোন ছাড়!
আমার প্রেমিকাকে আমি আমার নিকোটিনের মতই ভালোবাসি, যদিও বিশ্বাস করে নাই। হয়তো এখন সুখেই আছে।
ধন্যবাদ কবি।
শারদীয় শুভেচ্ছা
১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন: যাচ্ছেতাইগুলো ভালো লাগলো!!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবোল তাবোল লিখলাম আপু!
এই লেখাগুলো হলো আজকাল না পড়ার কুফল
ধন্যবাদ আপু।
শারদীয় শুভেচ্ছা
১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: যাচ্ছেতাই মোটেই যাচ্ছেতাই হয় নি।
ভালো লেগেছে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাচ্ছেতাই আবোল তাবোল হয়েছে
শারদীয় শুভেচ্ছা
১৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
বোকামন বলেছেন:
ঙ এবং গ ভালো লাগে নাই কবি :-)
কখঘছচ বেশ ভালো লেগেছে
শুভকামনা রইলো
ভালো থাকবেন ।।
+
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এমন কমেন্ট চাচ্ছিলাম! কিন্তু আপনি ছাড়া এভাবে কেউ কমেন্ট করে নাই।
ঙ একটু অন্যভাবে লেখা যেতো। অবশ্য এই কবিতাগুলো লেখার পর সেভাবে আর পড়া হয় নাই। এর মূল কারন এগুলো কোন কবিতা না।
তবে গ আমার কাছে বিশেষ কিছু!
থ্যাঙ্কস ব্রো।
শারদীয় শুভেচ্ছা
২০| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
সায়েম মুন বলেছেন: দানাদানা বেদানা কবিতায় ভাললাগা!
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইনবক্স চেক করে আমার মেসজের রিপ্লাই দেন!
কী বলছেন বুঝি নাই
ভালো লাগায় ধইন্যা।
২১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
মামুন রশিদ বলেছেন: শুনলাম, ইতি মৃনালিনী..
দারুণ!
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, ইতি মৃনালিনী ছবির গান, যদিও এটা সুনীলের কবিতার অংশবিশেষ।
শুভ বিকেল।
২২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
toysarwar বলেছেন: প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ - - - লাইনটা খুব পছন্দ হয়েছে। মাথায় টুকে নিলাম।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আশাকরছি এই লাইন দুইটা আপনার লেখায় চলে আসবে
ধন্যবাদ বস।
ঈদের আগাম শুভেচ্ছহা।
২৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
ভিয়েনাস বলেছেন: ঈদ ও শারদীয় শুভেচ্ছা....
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
: ঈদ ও শারদীয় শুভেচ্ছা....
২৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
গেলো রাত এ এক গুচ্ছ রাতের কবিতা পড়লাম কবি দূর্জয়ের বাড়ি।
এবাড়ি এসে দেখি এক গুচ্ছ ভালোলাগা কবিতা.......যাচ্ছেতাই এত ভালো হয় কি করে ভাবছি......
শুভেচ্ছা রইলো....
উৎসব আনন্দমুখর হোক।
১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুষ্ট-কে উৎসাহ দিলে দুষ্ট আরো বেশি দুষ্ট হয়ে উঠে। ভাবছি আমার এই পঁচা লেখায় এভাবে উৎসাহ দিচ্ছেন আমি যদি আরো বেশি পঁচা লিখতে শুরু করি!
সাজি আপা, অনেক অনেক ধন্যবাদ।
উৎসব সর্বজনীন হোক
শুভ ভোর
২৫| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
আমিনুর রহমান বলেছেন:
আজকাল কি উল্টো দিকে বুঝি ঘুরছে তোর ভাবনা ?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেমন??
২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
***
ঘুম ঘুম চোখে তাই স্বপ্ন বুনে যাই
সময়ের পদচিহ্নে, আমাদের বিরহ সংগমে!
***
ঘুমের কোল ঘেঁষে আসে তোমার স্বপ্নাতুর ছায়া।
কায়াহীন তুমি, তোমার কোল ঘেঁষে নেমে আসে
মেঘবতী রাত, আমার তন্দ্রালু চোখে তোমার
অভিশারের গোপন নাম, এর চক্করে তোমার
চারিধারে আমি ঘুমহীন অনুভবে তোমার রেখাপাত!
***
প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ
সবগুলোই দুর্দান্ত। আশরাফুল ভাইয়ের সাথে পাল্লাপাল্লি করে লিখেছেন বোঝা গেলো দুজনের টাইটেলে কমন শব্দ ‘একগুচ্ছ’। কোয়ালিটিও একই মাপের। এক রুমে এক টেবিলে, এমনকি এক পিসিতেই লিখেছেন কিনা, সেটা নিয়েও সন্দেহ
গতরাতে একবার পড়ে গেছি। রাত বেড়ে যাওয়ায় ঘুমোতে যেতে হয়েছিল কমেন্ট না করেই
শুভ কামনা আলাউদ্দিন ভাই।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! তবে এটা ঠিক কবিতাগুলো সমসাময়িক মানে এই কবিতাগুলো গত দেড় মাসে। আমি যতোটুকু জানি, দূর্জয়ের কবিতাগুলোও গতমাসে লেখা। মিল থাকলে এইটুকু থাকতে পারে।
যেহতু আমি দূর্জয়ের আগে পোষ্ট করেছি তাই আমি বলতে চাই দূর্জয় আমার একগুচ্ছ শব্দটা কপি করেছে!
ঈদের সালামী কিন্তু পাওনা, পাওনা আদায়ে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে!
অনেক অনেক ধন্যবাদ সোনাভাই।
শুভ রাত্রি।
২৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১
আরজু পনি বলেছেন:
বেশ সুন্দর কবিতারা...
তবে ভালোবাসার যোদ্ধা হিসেবে কোনটা ভয়াবহ রকমের প্রকাশিত !
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কখন কি লিখি আর কখন কি মাথায় আসে আমি জানি নাকি!
থ্যাঙ্কস পনি'পা।
২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
অদৃশ্য বলেছেন:
লিখাগুলো পড়েছিলাম কিন্তু মন্তব্য করা হয়ে ওঠেনি... প্রত্যকটি লিখাই চমৎকার হয়েছে... আমার ভালো লেগেছে...
পরের লিখাটিতে যাচ্ছি...
শুভকামনা...
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অভিনন্দন আপনাকে, কবিতায় বিন্দু বিন্দু ভালো লাগা........
০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ সকাল।
৩০| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪
বৃষ্টিধারা বলেছেন: কবিতা ভালো লাগলো ।
কি জানি দেখলাম কমেন্টে .....
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা তো ভালো লাগবেই! আমি আবার ভালো লিখি কিনা!
কার কমেন্টে কি দেখছেন?
৩১| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫
বৃষ্টিধারা বলেছেন: এই যে কি সব ক,খ,গ,ঘ,ঙ ......
হুম,আপনি তো ভালো ই লিখেন,আর আমি ও ভালো ই কমেন্ট করি ।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই পোষ্টের কবিতগুলো যে কি হইসে আল্লাহই জানেন। তবে এখানের একটা কবিতা একজনের খোঁচায় লেখা
স্বীকার করার জন্য ধৈন্যা
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩
নেক্সাস বলেছেন: প্রথম ভাল লাগা।
বেশ সুন্দর।