![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
আরো কিছুক্ষণ স্বপ্নের রঙিন ঘুড়ি
উড়ে বেড়াক সন্ধ্যাকাশে
তোমার পীততন্তুআড়ালে যমদূতের
নাম সেঁটে আছে ঘরময়
অন্ধকারে সুচতুর কৌশলে কেড়ে নেবে
প্রাণের অর্গল... ট্রেনের হুইসেল
শোনা যায় লোকালয়ে ক্রন্দন
শিমুলের তুলো মেঘ হয়ে ওড়ে
হাওয়ার ছলে তোমার গোপন নির্যাস
আনুভূমিক দৃশ্যে তোমার অভিনয়
ছুটির ঘন্টা, নতুন দৃশ্য।
থাকতে চাও আরো মিনিট কয়েক?
না না থেকো না, চলে যাও
অন্ধকারে তোমার স্মৃতির রোমন্থন আর
অবিসংবাদিত ঈশ্বরের করুণায় ঢের আছি
ক্ষতস্থান ডেটলে ধুয়ে মুছে।
অভিযোগ অনুযোগ কিছু নয়
ফের প্রভাত সূর্যের মেলবন্ধনে
সব ঠিকঠাক হয়ে যাবে, যেমন ছিলাম।
তুমি ফিরে যাও, যেখানে ছিলে,
যেখানে থাকবে। জানোই তো
অবাধ্য কৌশল ভালো কিছু নয়।
ট্রেনের হুইসেল, আমাদের নীরবতা।
উৎসর্গ - অপর্ণা আপুকে।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।
শুভ রাত্রি!
২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
অপর্ণা মম্ময় বলেছেন: সৌন্দর্য !!! শেষ লাইনটা ব্যাপক।
অভিযোগ অনুযোগ কিছু নয় -- এ অংশটা বেশ সুন্দর।
আর উৎসর্গে আপ্লুত।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ফনেটিক-এ লিখতে পারি না। অভ্রতেও ঝামেলা হচ্ছে। তাই রিপ্লাই দিতে এত দেরী।
অনেক ধন্যবাদ আপু।
শুভ রাত্রি!
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
আমিনুর রহমান বলেছেন:
fastu
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থেংকু!
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫
বোকামন বলেছেন:
চমৎকার সরল কবিতা !
বেশ ভালো লাগলো, কবি
ট্রেনের হুইসেলেও নীরবতা ভর করেছে ...
+
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি।
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ ।
অভিযোগ অনুযোগ কিছু নয়
ফের প্রভাত সূর্যের মেলবন্ধনে
সব ঠিকঠাক হয়ে যাবে, যেমন ছিলাম।
তুমি ফিরে যাও, যেখানে ছিলে,
যেখানে থাকবে। জানোই তো
অবাধ্য কৌশল ভালো কিছু নয়।
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অবাধ্য কৌশল ভালো কিছু নয়।
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫
হৃদয় রিয়াজ বলেছেন: কবিতা ভাল লাগল। 'পীততন্তুআড়ালে' 'ডেটলে' শব্দগুলোর মিনিং জানতে পারলে উপকৃত হতাম।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পীততন্তুআড়ালে দ্বারা পতীরঙ্গা কোন কাপড়ের আড়াল বোঝাতে চেয়েছি।
ডেটল হলো এ্যান্টিসেফটিক লোশন আর কী।
ধন্যবাদ।
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ট্রেনের হুইসেল, আমাদের নীরবতা
শেষ লাইনে এইরকম একটা হুইসেল, এইরকম একটা নীরবতার অপেক্ষা তৈরী হচ্ছিল, সেটা পেয়ে তৃপ্তি হল!
শুভকামনা কবি!
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই নীরবতাটাই আনতে চাইছিলাম শেষ লাইনে।
থ্যাঙ্কস কবি।
৮| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার,চমৎকার !!
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৯| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০
মাহতাব সমুদ্র বলেছেন: অভিযোগ অনুযোগ কিছু নয়
ফের প্রভাত সূর্যের মেলবন্ধনে
সব ঠিকঠাক হয়ে যাবে, যেমন ছিলাম।
তুমি ফিরে যাও, যেখানে ছিলে,
যেখানে থাকবে। জানোই তো
অবাধ্য কৌশল ভালো কিছু নয়
দারুন।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
ব্লগে স্বাগতম।
১০| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, যা বলার তাতো বলেই ফেলেছি!!
সুন্দর, স্বচ্ছ;
শুভকামনা রইল।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।
১১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শোনা যায় লোকালয়ে ক্রন্দন
শিমুলের তুলো মেঘ হয়ে ওড়ে
হাওয়ার ছলে তোমার গোপন নির্যাস
আনুভূমিক দৃশ্যে তোমার অভিনয়
ছুটির ঘন্টা, নতুন দৃশ্য।
দারুণ
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
১২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
রাইসুল সাগর বলেছেন: চমৎকার কবিতায় +
শুভকামনা জানিবেন নিরন্তর আ আ সরকার ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর সাগর ভাই! আশাকরি ভালো আছেন।
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: হাওয়ার ছলে তোমার গোপন নির্যাস
আনুভূমিক দৃশ্যে তোমার অভিনয়
ছুটির ঘন্টা, নতুন দৃশ্য।
অনবদ্য কবি!
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ অভি।
শুভকামনা রইল।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
"...জানোই তো
অবাধ্য কৌশল ভালো কিছু নয়"
চমৎকার কবিতা আলাউদ্দিন ভাই।।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ প্রেইস।
শুভ সন্ধ্যা।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় স্রেফ মুগ্ধতা।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট বস।
শুভ সন্ধ্যা।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
সায়েম মুন বলেছেন: একটা ম্যাচিউর কবিতা!
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।
১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
মামুন রশিদ বলেছেন: বারকয়েক আবৃত্তি করেছি, মনে মনে । দারুন একটা গতি আর টেম্পু আছে কবিতায়, ট্রেনের হুইসেলে দুটি নির্বাক মন যেন ছুটে চলেছে দুর অতীতের কোন স্মৃতির পানে ।
কবিতায় ভালোলাগা ।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার মন্তব্যে আপ্লুত।
অনেক ধন্যবাদ মামুন ভাই।
শুভ সন্ধ্যা।
১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।
১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ট্রেনের হুইসেলের বিপরীতে নিরবতা নিয়ে বসে থাকে পাঠক।
এক রাশ মুগ্ধতায়।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।
২০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
কিছুক্ষন আগে একটা রোম্যান্টিক গল্প পোস্ট করেছি। তার পর পরই এই কবিতাটা পড়লাম। মনটা কিছুটা সময়ের জন্য কিছু একটা ভাবনা নিয়ে ব্যাস্ত হয়ে পড়ল। গল্পেও কাছাকাছি কিছু কথা বলেছি যে!
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কতদিন হলো আপনাদের ব্লগে যাই না। আসলে আজকাল বাইক্যা কাজে খুব ব্যস্ত। দোয়া করেন যাতে তাড়াতাড়ি ছুটি পাই।
হা হা হা! হয়তো কোথাও আমাদের ভাবনারা মিলে গেছে।
অনেক ধন্যবাদ বস।
২১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১
এহসান সাবির বলেছেন: দারুন একটা কবিতা........
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
২২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
ভিয়েনাস বলেছেন: অভিযোগ অনুযোগ বেশি দিন না থাকায় ভালো... তাতে মনের স্বাস্থ্য ভালো থাকে না। সুস্থ মনে সুস্থ দেহ
কবিতা ভালো হয়েছে।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুহ!
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬
লাবনী আক্তার বলেছেন: অভিযোগ অনুযোগ কিছু নয়
ফের প্রভাত সূর্যের মেলবন্ধনে
সব ঠিকঠাক হয়ে যাবে, যেমন ছিলাম
বেশ লাগল ভালো।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ সন্ধ্যা।
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ হা-মা ভাই।
শুভ সন্ধ্যা।
২৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫
অদৃশ্য বলেছেন:
প্রিয় আলাউদ্দিন
লিখাটি চমৎকার হয়েছে... খুব ভালো লেগেছে আমার
শুভকামনা...
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
২৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ডেটল হলো এ্যান্টিসেফটিক লোশন আর কী।
অনেকদিন পর যেন আসলেই এ্যান্টিসেফটিকের দরকার হল না হলে জীবানু ধরে যেত..কবিতা এ্যান্টিসেফটিকের মতই কাজ করেছে...
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনার মন্তব্যে আপ্লুত হলাম।
শুভ দুপুর।
২৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শাহেদ খান বলেছেন: সুন্দর প্রকাশ !
আমাদের সময়ের কবিদের প্রকাশের বিভিন্নতায় মাঝে মাঝে আনন্দিত আর মুগ্ধ হয়ে থাকি !
শুভেচ্ছা, আলাউদ্দিন ভাই।
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
২৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
প্যাপিলন বলেছেন: অল্প সময়ের সুখ ভ্রান্তিতেই পরিণতি, তারপর সবকিছু ঠিক ঠিক আগের মতোই.............দারুণ প্রকাশ কবিতায়
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
আশিক মাসুম বলেছেন: সব ঠিকঠাক হয়ে যাবে, যেমন ছিলাম।
আর একটি আলাউদ্দিন ময় কবিতা।