![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
আমি অপেক্ষমান প্রতীক্ষার প্রহর গুনে গুনে
হলুদ শার্সিতে ঝুলে থাকা জালে অপেক্ষার মালা গেঁথে গেঁথে
ঝাপসা চোখে আঁকি অনিন্দ্য আঁধারের রাতপাখি
সুখের বারোয়ারী আবেশে মিথুন সময়ের সাথে সাথে
অপেক্ষাগাছ জন্মালে তার নাম কি দিবো? যদিও
প্রতীক্ষা আর অপেক্ষা অভিধানে সমশ্রেণীর শব্দ
তবুও আমি জানি অপেক্ষার স্থায়িত্ব কিছুক্ষণ মাত্র
তারপর সুখের পায়রা হাওয়া গাছে ওড়ে, এখানে ওখানে
আর প্রতীক্ষা চতুর্দশী কবিতা নয়, কিছু মাত্র মাত্রা নয়
এই ব্যাপকতার মাঝে সীমাহীন অসীমে আমি প্রতীক্ষায়
থাকলাম। হ্যাঁ, প্রতীক্ষায় থাকলাম তোমার জন্য।
---------------------------------------
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
নক্ষত্র দূরপানে অই দূর নীলাকাশে থাকে
ঘুমের তন্দ্রালু স্বপ্নেরা জানেনা সে কথা
তবুও কাছে টানে নক্ষত্রদের,খুব কাছে
স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে!
-----------------------------------------
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আব্জাব লেখা ভালো লাগেতে।
শুভকামনা আপনার জন্য।
শুভ সন্ধ্যা।
২| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
বোকামন বলেছেন:
কবিতার ছন্দটা ভালো লেগেছে ...
অপেক্ষা অভিধানে সমশ্রেণীর শব্দ
তবুও আমি জানি অপেক্ষার স্থায়িত্ব কিছুক্ষণ মাত্র
সুন্দর কবিতা
+
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ সন্ধ্যা।
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
তাহমিদুর রহমান বলেছেন: কবিতা ভাল লেগেছে
View this link
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, প্রতীক্ষার বেগুনি আভা কবিতা ছড়িয়ে নক্ষত্রে আলো ছড়িয়েছে!!
ভালো লাগলো আপনার ম্রিয়মান এই অনুযোগে ভরা কাব্যকথন, ভাবনা ছুঁয়ে যাবার এই বেলায় ভাললাগা আটকে রাখলাম!!
শুভকামনা রইল।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনার মন্তব্যে আপ্লুত হলাম
শুভ সন্ধ্যা।
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১০
শাপলা নেফারতিথী বলেছেন: সীমাহীন অসীমে আমি প্রতীক্ষায়
থাকলাম। হ্যাঁ, প্রতীক্ষায় থাকলাম তোমার জন্য..
পুরো কবিতা ভাল্লাগছে|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি!
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
আহসান জামান বলেছেন: ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
....
খুব চমৎকার, শুভেচ্ছা কবি।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি।
শুভ রাত্রি!
শুভকামনা রইল।
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ লেখা ভাইয়া ! +++++++++++++++++++++
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
কতোদিন পর আমার ব্লগে আসলেন।
শুভ রাত্রি!
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ভালো লাগলো দুটো কবিতাই।
আর প্রতীক্ষা চতুর্দশী কবিতা নয়, কিছু মাত্র মাত্রা নয়
এই ব্যাপকতার মাঝে সীমাহীন অসীমে আমি প্রতীক্ষায়
থাকলাম। হ্যাঁ, প্রতীক্ষায় থাকলাম তোমার জন্য।
প্রতীক্ষারা আসুক, ধরা দিক।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রতীক্ষারা আসুক, ধরা দিক।
অনেক ধন্যবাদ কবি।
রাত্রি শুভ হোক!
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ রাত্রি!
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
প্যাপিলন বলেছেন: শেষের অংশটুকু প্রথম অংশটুকুকে দারুণভাবে ম্লান করে দিসে ++
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা।
ব্যাপার না।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি!
১১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: এফবিতে পড়ছিলাম প্রথমটা!
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
২য়টাও ফেবুতে দিসিলাম।
আজ বিকেলে মনে হলো অনেকদিন পোষ্টাই না, তাই এসব আব্জাব পোষ্ট করা।
অনেক ধন্যবাদ মাসুম ভাই।
শুভ রাত্রি!
১২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১
টুম্পা মনি বলেছেন: প্রতীক্ষা আর অপেক্ষার ব্যবধানটা বিমোহিত করল! আগে কখনো ভাবিনি এভাবে। কবিতা পড়ে মনে হল আসলেই তো!
চমৎকার লাগল কবিতাটা।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ দুপুর।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
এহসান সাবির বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
মামুন রশিদ বলেছেন: শেষের অংশটুকু অসম্ভব ভালো লেগেছে ।
সুন্দর কবিতায় ভালোলাগা++
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই আমি তো লেখাই ভুলে গেছি। সেখানে এক লাইন ভালো লাগলেও আমার জন্য বিশেষ কিছু।
অনেক ধন্যবাদ মামুন ভাই।
শুভ দুপুর।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
যুবায়ের বলেছেন: অসাধন লেগেছে...
বিশেষ করে এইটুকু..
আর প্রতীক্ষা চতুর্দশী কবিতা নয়, কিছু মাত্র মাত্রা নয়
এই ব্যাপকতার মাঝে সীমাহীন অসীমে আমি প্রতীক্ষায়
থাকলাম। হ্যাঁ, প্রতীক্ষায় থাকলাম তোমার জন্য।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
শুভ দুপুর।
১৬| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
নক্ষত্র দূরপানে অই দূর নীলাকাশে থাকে
ঘুমের তন্দ্রালু স্বপ্নেরা জানেনা সে কথা
তবুও কাছে টানে নক্ষত্রদের,খুব কাছে
স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে!
খুব চমৎকার আলাউদ্দিন ভাই , একটানে মুগ্ধতা !
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ অভি।
শুভ দুপুর।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা অনেকবার করে আওড়াবার মতো ---
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই।
-- খুব সুন্দর।
কবিতা মানেই কি বিষণ্ণতা? কিংবা বিষাদের সুরে কাউকে ছুঁয়ে যাওয়া? বিষাদ না থাকলে কি কবিতা সুন্দর হয় না? সুখকে অনুভব করা যায় যা লেখায় ধরে রাখাটা কঠিন লাগে। বরং বিষাদের পূজারী বলেই বিষাদ বাড়ে বাড়ে ছুঁয়ে যায়।
সকাল সকাল পচা আলাপ করলাম।
অপেক্ষা ক্ষণস্থায়ী আর প্রতীক্ষা তাহলে দীর্ঘস্থায়ী? শিখলাম
কবিতা ভালো হয়েছে। এতো কবিতা লেখার দরকার কি? আফসোস তো বেড়ে যায় নিজের না লিখতে পারার অক্ষমতায়। আজ কিন্তু ফাঁকিবাজি মন্তব্য করিনি আলাউদ্দিন ভাই।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিও তো লিখতে পারি না। গত এক মাসে কবিতা লিখা হয় নাই বললেই চলে। আফসোস করাতে পারলে তো আমি ধন্য! তারমানে আপনি কবিতা নামাবেন।
কবিতা মানেই বিষণ্নতা, ব্যাপারটা এমন না। কবিতা হলো মনে আয়না। অই আয়নাইয় যখন যে রুপ আসবে সেই রুপই কবিতায় ধরা দিবে।
ক্ষণস্থায়ী আর দীর্ঘস্থায়ীও না আসলে। অপেক্ষার ফল খুব শীঘ্রই ধরা দেয়। আর প্রতীক্ষার বেলায় কোন ফল না অ পেতে পারেন
অনেক ধন্যবাদ ফাঁকিবাজি না করাতে।
শুভ দুপুর।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
লাবনী আক্তার বলেছেন: ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
নক্ষত্র দূরপানে অই দূর নীলাকাশে থাকে
ঘুমের তন্দ্রালু স্বপ্নেরা জানেনা সে কথা
তবুও কাছে টানে নক্ষত্রদের,খুব কাছে
স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে
চমৎকার লাগল।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
শুভ দুপুর।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুখের বারোয়ারী আবেশে মিথুন সময়ের সাথে সাথে
অপেক্ষাগাছ জন্মালে তার নাম কি দিবো?
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই লাইন দু'টো খারাপ হইসে?
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
২০| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ
‘প্রতীক্ষা’ শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে
বুকের তোরঙ্গে তুলে রাখলাম,
অভিধানে শব্দ-দু’টির তেমন কোনো
আলাদা মানে নেই-
কিন্তু আমরা দু’জন জানি
ঐ দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক,
‘অপেক্ষা’ একটি দরকারি শব্দ—
আটপৌরে, দ্যোতনাহীন, ব্যঞ্জনাবিহীন,
অনেকের প্রয়োজন মেটায়।
‘প্রতীক্ষা’ই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ,
ঊনমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য,
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রফিক আজাদ আমার অন্যতম প্রিয় কবি। আর এই কবিতা আমার পড়া। কেবল একবার না, বেশ কয়েকবার। প্রথম অংশে অনিচ্ছাকৃতভাবেই রফিক আজাদ ঢুকে গেছেন। এর জন্য রফিক আজাদকে ধিক্কার
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দপুর।
২১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবি!!! দূরান্ত!!! (দূর্দান্ত এর শায়েরী ভাষা!) হাহ!
বাই দ্যা ওয়ে, এবঙ মানে কি এবং ই ??
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অধন্যবাদ কা_ভা।
হ্যাঁ এবং আর এবঙ একই জিনিস।
শুভ দুপুর।
২২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
অদৃশ্য বলেছেন:
প্রিয় আহমেদ
প্রথমটাতে অপেক্ষা আর প্রতীক্ষার প্যাচ খাওয়া সময়ের মাঝে পড়ে গেছিলাম... শব্দ দুইটার অর্থ কাছাকাছি হলেও আমিও ওদের মাঝে বিস্তর ফারাক দেখতে পাই, অথবা এভাবে বলি বিস্তর ফারাক অনুভব করি...
২য় টাতে ''স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে!'' এসে ধন্ধে পড়ে গেছি... এই তীর ধনু ব্যবধানটা আসলে কোন মুহুর্ততে হবে সেটাই ভাবছিলাম...
দুইটা লিখাই সুন্দর হইছে...
শুভকামনা...
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি।
এমন মন্তব্যে প্রচন্ড অনুপ্রেরণা জোগায়।
ভালো থাকবেন। শুভকামনা রইল।
শুভ সন্ধ্যা।
২৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ সন্ধ্যা।
২৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দগুলো সুন্দর।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।
২৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
হাসান মাহবুব বলেছেন: প্রতীক্ষা আর অপেক্ষার মাঝের শূন্যস্থানে কেবলমাত্র সংবেদনশীল কবিমনই অজস্র শব্দ দেখতে পারে। শুভেচ্ছা।
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ হা-মা ভাই।
শুভ দুপুর।
২৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
জুন বলেছেন: খুব কাছে
স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে!
অপুর্ব বাক্যবিন্যাস ছুয়ে আছে প্রতিটি লাইন আলাউদ্দিন আহমেদ ।
+
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভ দুপুর।
ভালো থাকবেন।
২৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: কত সোন্দর ল্যাখেরে
ভাললাগা!
১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সোন্দর লেখা পড়ার জন্য ধন্যবাদ।
শুভ সন্ধ্যা কবি।
২৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
অনাহূত বলেছেন:
কিচ্ছু বলার নেই। কোন এক অপ্সরী আপনার প্রতীক্ষার ক্যানভাসে এঁকে দিক সমাপ্তি লাইন। খুব দ্রুত। এই শুভকামনা।
আপনার কবিতায় অপেক্ষা, প্রতীক্ষা এবং আক্ষেপ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দারুণ বৈচিত্রতা পেয়েছে। তাই এসবের রূপবৈচিত্র দেখতেই আমার আগ্রহ ভীষণ।
মেঘজল চেয়ে অবিরাম তাকিয়ে আছি আকাশপানে
আজ ঊনআশি কিংবা সাতাশি দিন ...
- বেলাশেষের ঐকতান
প্রতীক্ষার কি সুন্দর রূপ! মেঘজল চেয়ে অবিরাম তাকিয়ে থাকা। পেরিয়ে যায় ঊনআশি কিংবা সাতাশি দিন... কিন্তু এই তাকিয়ে থাকা কি শেষ হয়? পূর্ণতা পায় প্রতীক্ষারত চোখ? উত্তরের শব্দগুলো কুয়াশার চাদরে ঢাকা। প্রতীক্ষা এবং আশার বৈচিত্রতা কবিতাকে পূর্ণতা দিয়েছে। পাঠক হিসেবে আমি ঘোলাটে উত্তরেই তৃপ্ত। এখানেই কবির সার্থকতা।
কতোদিন পর আমাদের দেখা হয়েছে বলুন তো?
হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, দু'লক্ষ বছর পর আমাদের দেখা!
- বিষন্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর
কি অদ্ভুত! দ্বিমাত্রিক চিন্তা চলে আসে এই কবিতার প্রথম দু'লাইন পাঠ করলেই। তাহলে কি কবি দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত হয়ে দু'লক্ষ বছর পর কল্পিত কারো সাথে অথবা নিজের সাথেই কথোপোকথন শুরু করেছে? নাকি - প্রতীক্ষার অবসান হয়েছে?
এই অদ্ভুত সুন্দর কবিতার পুরোটা পড়লে মনেহয়, দীর্ঘ হাইবারনেশন শেষে কবি জেগে ওঠে পুরনো কোন বন্ধুর সাথে আলাপ জুড়ে দিয়েছে। হতে পারে সে বন্ধু কবি নিজেই। কবি নিজেই নিজের সাথে আলাপচারিতায় মেতে ওঠেছেন। কবিতার শিরোনামে সে ইঙ্গিত স্পষ্ট।
আমি পুরো কবিতা নিয়ে আলোচনা করছি না। কবিতাটা ভিন্ন ব্যঞ্জনায় দারুণভাবে ফুটে ওঠেছে একটা স্বার্থক কবিতা হিসেবে। শুধু প্রতীক্ষার গন্ধমাখা লাইন দুটো নিয়ে কথা বললাম।
তারপর -
বহুদিন পর বহু প্রতীক্ষার পর
ঘুম ভেঙে দেখি গরাদ গলে
ছুটে এসেছে একরাশ হাওয়া
ঘুম ঘুম চোখে আলেয়ার বুক
ছুঁয়ে থাকা হৃদয়ের অ আ বর্ণ
একটি কবিতা, তোমার নাম।
- একগুচ্ছ যাচ্ছে তাই
প্রতীক্ষার সুন্দর ইতি টেনেছেন কবি। প্রতীক্ষার ফসল যদি এতোটাই অর্থবহ হয়, তাহলে এই প্রতীক্ষা জেগে থাকুক কবির চোখে। সুখ এভাবেই বারবার ফিরে আসুক- কবিতায়, কল্পনায় এবং অতি অবশ্যই বাস্তবতায়। ভালো লাগা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার গভীর পাঠ খুব আনন্দ দিয়েছে কবি। অনেকদিন পর রিপ্লাই দিলাম। ইচ্ছে ছিলো এমন চমৎকার কমেন্টে একটা কবিতা দিবো। কিন্তু সব সময় ইচ্ছে পূরণ হয় না। যূতসই কোন কবিতা ধরা দিলো না। তাই, কবিতা দিতে পারলাম না।
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
২৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
একটা মজার কথা বলি.। কাছাকাছি থিমের একটা কবিতা লিখেছিলাম আমি কিন্তু পার্থক্য হল সেটা ছিল রম্য কবিতা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখানে শেয়ার করতে পারেন। আমরাও পড়তে পেতাম সে কবিতা।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
শ্রাবণ জল বলেছেন: সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে আপনি!!! বছর কয় পর!
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ।
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
নক্ষত্র দূরপানে অই দূর নীলাকাশে থাকে
ঘুমের তন্দ্রালু স্বপ্নেরা জানেনা সে কথা
তবুও কাছে টানে নক্ষত্রদের,খুব কাছে
স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে
এই অংশটা ভাল লেগেছে বেশি !
ভাল থাকুন কবি ।