![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
কিছুই দেখিনা তবুও দেখি
অন্তর্যামী নই তবুও ভাবি
লোক দেখানো আচরণে কতোটা পারদর্শী
কতোটা হয়েছি মানুষ, মদের ঘোরে
পিপাসার লোভে তোমার শরীরে
কতোটা মত্ত হতে পারি, কামাতুর দৃষ্টিতে
অবলীলায় চেটেপুটে খেতে পারি
তোমাকে, মানুষ হতে পারি!
গেরুয়ায় অথবা কর্পোরেটে আমাকে
কতোটা সাজাতে পারি
সময়ের প্রয়োজনে, পাতায় পাতায় লতায় লতায়
শিরায় শিরায় কতোটা অনায়েসে ঘুরে আসতে
পারি, চেখে দেখতে পারি যোনিদেশ থেকে
রক্তাভ তোমার ঠোঁট।
বিষণ্নরাত্তির ঘিরে যখন মানুষের নীরবতা
শুনশান স্থবিরতায় যখন থেমে যায় সময়
অথবা প্রিয় হারানোর শোকে যখন চিৎকার করে ওঠে
প্রতিবেশীর বিশুদ্ধ আর্তচিৎকার
তখনো হেসে উঠতে পারি সুখী সুখী হাসি।
মানুষের সহনশীলতাকে দুর্বলতার বেড়াজালে বেঁধে
গড়ে তুলতে পারি রাজনৈতিক ক্যানভাস
একে একে শ্লোগানে আগুন প্রজ্জ্বলিত সমীকরণে
কিভাবে আষ্টেপৃষ্ঠে ভুঁইফোড় তমসাদের
বানিয়ে নিতে পারি কাগজের শিরোনাম।
অথবা নিরাবেগে দৈর্ঘ্য প্রস্থ বেঁধে দিতে পারি
স্রোতস্বিনীর পোয়াতি ঋতুকে
যার স্বপ্নে ছিলো নোনাজলের চুম্বন।
বেগতিক দেখলে বলে দিতে পারি সঙ্গম
ফৌজদারী মামলায় দণ্ডাধীন তাই
সুখের বাসনায় নদীর চলনে শিকল।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
পাকা পেঁপে বলেছেন: ইহা কি একটি মৌলিক পোস্ট ?
ব্লগের জাফর ইকবালেরা কি বলে ?
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি এই পোষ্ট এর আগে কোথাও দেখলে লিংক দেন। আমরাও দেখে আসি।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
শাহেদ খান বলেছেন: জটিল জীবনের স্বচ্ছ্ব প্রতিবিম্ব আঁকলেন, কবি !
শুভেচ্ছা!
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইল।
ভালো থাকবেন।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
মামুন রশিদ বলেছেন: মানুষের সহনশীলতাকে দুর্বলতার বেড়াজালে বেঁধে
গড়ে তুলতে পারি রাজনৈতিক ক্যানভাস
একে একে শ্লোগানে আগুন প্রজ্জ্বলিত সমীকরণে
কিভাবে আষ্টেপৃষ্ঠে ভুঁইফোড় তমসাদের
বানিয়ে নিতে পারি কাগজের শিরোনাম।
সামপ্রতিক রাজনৈতিক বীভিষিকা খুব ভালো এঁকেছেন । মুক্তি কি নাই কবি?
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই, ঘুম আসে না। সেদিন শাহবাগে আমি পুড়তে পারতাম কিংবা আমার বাবা বা ভাই। দেশ, মা আমার জ্বলে যায় পুড়ে যায়, আর আমি(মানুষ) বগল বাজিয়ে যাচ্ছি।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
একজন আরমান বলেছেন:
প্রথমটা আর শেষটা বেশি ভালো লেগেছে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটাই অনেক কিছু।
অনেক ধন্যবাদ আরমান।
শুভ দুপুর।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
জুম্মন বেপারি বলেছেন: সম্ভব চমৎকার হয়েছে। শুভ কামনা রইল।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ব্লগে স্বাগতম।
শুভ রাত্রি!
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
অদৃশ্য বলেছেন:
প্রিয় আহমেদ
____ চমৎকার ____
শুভকামনা...
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভ রাত্রি।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাত বাঁধা মোর আমি লিখতে পারিনা, চোখ বাঁধা মোর আমি দেখতে পারিনা, মুখ বাঁধা মোর আমি বলতে পারিনা। ভীত হৃদয় নিয়ে তাই পালিয়ে বেড়াই, যুগ হতে যুগান্তর ধরে। কারন, আমি পরাজিতদের একজন।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাত বাঁধা মোর আমি লিখতে পারিনা, চোখ বাঁধা মোর আমি দেখতে পারিনা, মুখ বাঁধা মোর আমি বলতে পারিনা। ভীত হৃদয় নিয়ে তাই পালিয়ে বেড়াই, যুগ হতে যুগান্তর ধরে। কারন, আমি পরাজিতদের একজন।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
সোজা কথা বলেছেন: অগ্নিদগদ্ধরা রাস্তায় পুড়ে মরে।কেউ সাহায্যের হাত বাড়ায় না।আর এরা হল মানুষ !
ভালো লেগেছে ভাই।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ব্লগে স্বাগতম।
শুভ রাত্রি!
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কা_ভা।
শুভ রাত্রি।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পেলাম ।মানুষ আর মানবিক জটিলতার কবিতা চমৎকার লেগেছে আলাউদ্দিন ভাই !
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পরই লিখতে পারলাম।
আশাকরি ভালো আছো।
শুভকামনা রইল।
শুভ রাত্রি।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষের সহনশীলতাকে দুর্বলতার বেড়াজালে বেঁধে
গড়ে তুলতে পারি রাজনৈতিক ক্যানভাস
একে একে শ্লোগানে আগুন প্রজ্জ্বলিত সমীকরণে
কিভাবে আষ্টেপৃষ্ঠে ভুঁইফোড় তমসাদের
বানিয়ে নিতে পারি কাগজের শিরোনাম।
দুর্দান্ত +++++++
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাকা পেপে টা কে?
তার দেখিই অযথাই চুলকানি স্বভাব।
কবিতা ভাল্লাগছে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাকা পেঁপে কে চিনি না। আজকেই প্রথম দেখলাম ব্লগে। খাউজানোর ওষুধ কিনে দিলেই হবে
অনেক ধন্যবাদ কবি।
শুভ জাগরণ
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০
অনাহূত বলেছেন:
দূর্জয়, বাদ দেন। এগুলো নিজেরাই নিজেদের চুলকায়। পাত্তা না পেয়ে চুলকাইতে চুলকাইতে সারা গায়ের চামড়া তুলে ফেলে। এরপর ড্রেসিং করা মুরগির মতো চেহারা নিয়ে সবার বাড়ী বাড়ী কাবাব হইতে ঘুরে বেড়ায়। ডিপে জায়গা নেই। DGM (দূরে গিয়া মর)।
কবিতা দারুণ হয়েছে। শব্দশৈলী বেশ লেগেছে আমার। যেমন-
অথবা নিরাবেগে দৈর্ঘ্য প্রস্থ বেঁধে দিতে পারি
স্রোতস্বিনীর পোয়াতি ঋতুকে
যার স্বপ্নে ছিলো নোনাজলের চুম্বন।
ক্যারি অন কবি।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দূর্জয়, বাদ দেন। এগুলো নিজেরাই নিজেদের চুলকায়। পাত্তা না পেয়ে চুলকাইতে চুলকাইতে সারা গায়ের চামড়া তুলে ফেলে। এরপর ড্রেসিং করা মুরগির মতো চেহারা নিয়ে সবার বাড়ী বাড়ী কাবাব হইতে ঘুরে বেড়ায়। ডিপে জায়গা নেই। DGM (দূরে গিয়া মর)।
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষ প্যারাটা বেশ সুন্দর
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
ডট কম ০০৯ বলেছেন: আমার কমেন্টস আমি ফেসবুকে লিখছি।
ঐটা আবার পইড়া নেন।
হাহাহহাহ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ফেবুতে রিপ্লাই দিসি
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
সোমহেপি বলেছেন: অথবা নিরাবেগে দৈর্ঘ্য প্রস্থ বেঁধে দিতে পারি
স্রোতস্বিনীর পোয়াতি ঋতুকে
যার স্বপ্নে ছিলো নোনাজলের চুম্বন।
বেগতিক দেখলে বলে দিতে পারি সঙ্গম
ফৌজদারী মামলায় দণ্ডাধীন তাই
সুখের বাসনায় নদীর চলনে শিকল।
++
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ চাঁদ ভাই।
শুভ দুপুর।
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে....
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ দুপুর।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন কবি! পুরা কবিতায় একটা দারুণ বিন্যাস আছে, যেটা আপনার সব কবিতায় থাকে- ভালো লাগে!
উপ্রে পাকা পেঁপে টার সমস্যা কী? অনাহূত অবশ্য সামান্য সমাদর করেছে দেখা যায়!
শুভকামনা!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
পাকা পেঁপে-তে পচন লাগছে, তাই এখানে আসছে আর কী।
শুভ ভোর।
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ হা-মা ভাই।
শুভ ভোর।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো
খুব সুন্দর
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ রুবেল ভাই।
শুভ ভোর।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা কবি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ সকাল।
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫
শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লেগেছে ..
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ সকাল।
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, অপেক্ষাকৃত সহজ আর দারুণ সজল একটা কবিতা এটি।
শেষের দিকে অবশ্য বেশি প্রগাঢ় হয়েছে কিছু দারুণ শব্দের মহিমায়!
আপনার কবিতায় একটা হতাশার টোন থাকে যা এখানে উঁকিঝুঁকি মারছে না খুব, আর প্রতিকি দেহজ কাম বেশ ফুটেছে, কিন্তু আরও সতেজ হতে পারত!
শুভ কামনা কবি!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গভীর পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ কবি।
কবিতাটা প্রতিদিনই পড়ছি! আশাকরি আরেকটু শার্প হবে লেখাটা।
শুভ সকাল।
শুভ কামনা রইল কবি।
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১০
বৃতি বলেছেন: বেশ ভাল লাগলো ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ সকাল।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
আহসান জামান বলেছেন:
বাহ্! চমৎকার পড়তে ... কবি ভালো থাকবেন।