![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
মতানৈক্য আমাদের হরহামেশার কাজ
জানি একদিন, একদিন আমাদের মত,
আমাদের ভাবনারা মিলেমিশে হবে এক।
দুজনার মনের বিনিসুতোয় বাঁধা পড়বো
দুজনে, যে বাঁধন টিকে যাবে অনন্তকাল
আমি জানি, যা তোমাকে দিবো, একদিন
ফিরে আসবে সব আমার কাছে, তুমিও
জানবে একদিন কি দিয়েছ আমায়, কি
পাবে ফিরে। আমি তোমাকে আমার জীবন
দিলাম অপেক্ষার মালা গেঁথে তোমার...
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ, আপ্নে ফুরাইয়া গেছেন
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস আলাউদ্দিন ভাইয়া !!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মুন।
শুভ সন্ধ্যা।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদটা কাকে দেবো? আপনাকে? নাকি রুমি কে
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Someday our souls will be one and
our union will be forever.
I know that everything I give you comes back to me.
So I give you my life , hoping that you will come back to me.
~Rumi
রুমিকেই ধন্যবাদটা দেন।
শুভ সন্ধ্যা
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
নীল-দর্পণ বলেছেন: Someday our souls will be one and
our union will be forever.
I know that everything I give you comes back to me.
So I give you my life , hoping that you will come back to me.
একটা লাইনও বিশ্বাস করিনা! কিন্তু অদ্ভুত রকম সুন্দর! কেমন যেনো একটা অনুভুতি হচ্ছিলো পড়ে
আপনার টা এবং রুমি'রটা...দুই ই সুন্দর। ধন্যবাদ দুইজনকেই
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধইন্যা তো আপনি পাওনা! আমার লেখাটা পড়ছেন আবার রুমিরটাও পড়ছেন। সেই সাথে রুমির অংশটুকু ক্যোট করেছেন।
আমি লিখতে না পারলে রুমি পড়া শুরু করে দিই। দেখা যায় কিছুনা কিছু আবোল তাবোল লেখা হয়ে যায়
অনেক ধন্যবাদ নীল'পা।
শুভ সন্ধ্যা।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মামুন রশিদ বলেছেন: রাইটার'স ব্লক কেটে যাক শিগ্গির । শুভকামনা কবি ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অতোদামী রোগ আমার হয় কিভাবে? হা হা হা
অনেক ধন্যবাদ মামুন ভাই।
শুভ সন্ধ্যা।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি অল্প কথায় অনেক গভীর লেনদেন বুঝিয়ে দিলেন কবিতায় ।চমৎকার ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: রুমি এবং আপনাকে ধন্যবাদ। তবে ১ম মন্তব্য ও মন্তব্যে উত্তরটা তে মজা পেলাম।
কবিতা সুন্দর হয়েছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
শাপলা নেফারতিথী বলেছেন: আমি তোমাকে আমার জীবন
দিলাম অপেক্ষার মালা গেঁথে তোমার...
সুন্দর..
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সায়েম মুন বলেছেন:
কবিতা ভাল লেগেছে।
ল্যাখতে পারতেছেন বলে মনোকষ্টে লিখলেন। বেশ তো। তাইলে কষ্ট আরও বাড়ান।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি আজকাল লেখার চেষ্টা তেমন করি না। তবে কয়েকদিন আগে ভাবলাম একটু লেখার চেষ্টা করি, কিন্তু কোন শব্দ ধরা দিলো না। তারপর থেকে রুমি পড়ছি। আর তখন এটা ধরা দিলো।
অপেক্ষা করেন। মাথায় একটা লেখা ঘুরছে। নামাইতে পারলেই হয়। অবশ্য এই লেখাটা ঘুরছে অনেকদিন ধরে। দেখি কি হয়!
শুভ সন্ধ্যা কবি।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল্লাগছে আল্লাউদ্দিন ভাই !
হুট করে একদিন দেখবেন কবিতা নাযিল হওয়া শুরু হইয়া গেছে !
সমানে কবিতা বের হবে আপনার কলম দিয়ে !
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জানি। এর সাথে আমি ভালৈ পরিচিত।
অনেক ধন্যবাদ অভি।
ভালো থেকো।
শুভ সন্ধ্যা।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সোজা কথা বলেছেন: ভালোই তো লাগল ভাই।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: কিরাম যানি লাগলো
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিছুমাত্র দর্শনও বুঝি আসে নাই!
শুভ জাগরণ হা-মা ভাই।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
এস. এম. কামরুল আহসান বলেছেন: জীবনের অনেক স্বপ্ন থাকে। আর সে স্বপ্ন তখনই সম্ভব হয় যখন দুজন একমতে পৌঁছুতে পারে।
সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা জানিবেন।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবাই একমতের হলে তো কথাই ছিলো না। পৃথিবী ইউটোপিয়া হয়ে যেত।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
এহসান সাবির বলেছেন: খারাপ তো লাগল না। বেশ লেগেছে..
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করছি রাইটার ব্লকস কেটে যাবে!
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুমভাই।
শুভ দুপুর।
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: নাজুক কাজ মনে হচ্ছে।
ভালো আছেন ?
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস! মেলা মেলা দিন পর। আপনাকে দেখে আপ্লুত।
মাঝে মধ্যে নাজুক হওয়ার দরকার আছে
ভালৈ আছি। আপনার খবরা খবর কি? এখন থেকে রেগুলার হোন।
শুভকামনা রইল।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৯
নস্টালজিক বলেছেন: ফিরে আসা শুভ হোক!
দীর্ঘ বিরতির পর একটা হুট করা সময় আসে। শব্দরা আসতে থাকে, তুষারের মত, বরফের মত, বসন্তের পাতা ঝরার মত!
সে রকম শব্দ সময় আসুক!
শুভেচ্ছা, আলাউদ্দিন!
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেইদিনের অপেক্ষায় আছি।
অনেক অনেক ধন্যবাদ রানা ভাই।
শুভ দুপুর।
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
আমিনুর রহমান বলেছেন:
আমি জানি, যা তোমাকে দিবো, একদিন
ফিরে আসবে সব আমার কাছে, তুমিও
জানবে একদিন কি দিয়েছ আমায়, কি
পাবে ফিরে। আমি তোমাকে আমার জীবন
দিলাম অপেক্ষার মালা গেঁথে তোমার..
সুন্দর +++
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিন ভাই, অনেক অনেক ধন্যবাদ।
শুভ দুপুর।
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি...
প্রিয় আহমেদের জন্য
শুভকামনা...
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয়কবি।
শুভ দুপুর।
২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লিখছেন।
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনুবাদ পড়তে যে ভয় থাকে, শব্দ থেকে শব্দের অনুকরণ; সেটা এখানে নেই।
আপনি আপনার মত করে ভাবতে পেরেছেন, এটাই দারুন।
ভাল্লাগছে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনুবাদ করার ক্ষেত্রে সব সময় চেষ্টা করি নিজস্ব স্টাইলটা ধরে রাখতে। কতোটুকু কি হয় তা আপনারাই সবচে ভালো বলতে পারবেন।
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
শায়মা বলেছেন: সুখি হোক দ্বৈত জীবন ভাইয়ামনি!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এমন কিছুতো চাই না আপুমনি!
অনেক ধন্যবাদ আপু।
শুভ সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন ধরেই কিছু লিখতে পারছিলাম না। এই লেখাটা রুমি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।