![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
দেয়ালে হেলান দিয়ে বসে থাকি
সম্মুখে আরেকটা দেয়াল।
দেয়ালের শরীরের আঁকাবাঁকা ফাটল
আমি উঠে এসে দেয়ালে হাত রাখি
ফাটলগুলো অনুভব করার চেষ্টা করি
কম্পমান আঙ্গুল; দেয়ালের ফাটল অনুভব করে না!
তবে কী আঙ্গুলের স্নায়ু মরে গেছে---
সংকেত কেন পাঠায় না মস্তিষ্কে?
না আমার চোখে অর্ধচন্দ্রাকার ছানি পড়েছে?
যা দেখে কেবল ফাটলই দেখে!
আমি তাড়স্বরে চিৎকার করি। আশপাশের
বন্ধুরা ছুটে আসে।
আমাকে শুধোয়, কী হয়েছে?
দেয়াল এবং ফাটলের কথা বলি।
বলি, এখনি জোগালী মিস্ত্রী ডেকে নিয়ে আসো
দেয়ালটাকে বাঁচাতে হবে।
আমার বন্ধুরা, যারা আমার চিৎকার শুনে এসেছিলো--
তারা হো হো করে হাসে! বলে---
এখানে কোন দেয়াল নেই! ফাটল
আসবে কোথা থেকে---!
একে একে সব বন্ধুরা চলে যায়।
আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকি।
আবার হাত চালাই। দেখি, সত্যিই দেয়াল নেই!
আমি আধো তমশায় হাতরে হাতরে এগোতে থাকি
নক্ষত্রীয় আলোর মায়াকানন ছাড়িয়ে
দেয়ালের প্রান্তভাগ ছুঁতে এগোতে থাকি...
এগোতে থাকি।
অস্পষ্ট আলোয় আকাশের সীমানা
মেপে মেপে এগোতে থাকি
হরাইজোনের দিকে, যার কোন দিকচিহ্ন নেই!
------------------------------
কবি সোনালী ডানার চিল, বলছিলেন ওনার জন্মদিনে উইশ করি নাই। অথচ কবি জানলেনই না ওনাকে আর সবার মতো হ্যাপি বার্থ ডে বা শুভ জন্মদিন টাইপ কিছু উইশ করতে চাই নাই। এই কবিতাটা ( কিছু হইসে কিনা জানিনা ) চিলভাইয়ের একটা কবিতার প্রতিউত্তরে লিখছিলাম। কবির জন্মদিনে (যদিও জন্ম তারিখ ছিলো গতকাল) এই কবিতা সোনালী ডানার চিল ভাই-কে উৎসর্গ করলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বাসী কবিতা দিয়ে শুরু করলাম নূতন বছর। মানে এই কবিতা গতবছর লেখা
এইবছর এখনো এক লাইনও লিখি নাই।
অনেক ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সোনালী ডানার চিল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
বিলম্বিত শুভেচ্ছার একটা ভালো দিক আছে, জন্মদিন টা এক্সেস করে অজান্তে
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আশাকরি, চিল ভাই আপনার কমেন্টের রিপ্লাই দিবেন চিল কবি।
কবির সুস্থতা এবং মঙ্গল কামনা করি সব সময়।
থ্যাঙ্কস কবি।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এ সম্মাননা আমাদের বন্ধুত্বের, তার বাইরেও প্রসারিত কবিত্ববোধের দারুন অণুপ্রাণ!
আমার কৃতজ্ঞতা আপনার বিদগ্ধ আয়োজনে, ভালোবাসায়........
১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, প্রাণ প্রাচুর্যে ভরে উঠুক জীবন।
শুভ কামনা এবং শুভেচ্ছা রইল
শুভ সন্ধ্যা।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার !
চিলকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা ||
১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মুন।
কবিকে শুভেচ্ছা।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । একজন কবি আরেকজন কবিকে কবিতা লিখে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, উপহার হিসেবে সত্যি দারুণ ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।
শুভ সন্ধ্যা।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতার থিম নিয়ে একটা নাইস অনুগপ লেখা যাবে!
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাক, কিছু হইসে তাহলে।
অনুগপ লিখে ফেলেন।
অনেক ধন্যবাদ কবি।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
সুমন কর বলেছেন: চিল ভাইকে উনার জন্মদিনের শুভেচ্ছা। আর কবিতা সুন্দর হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
মাহমুদ০০৭ বলেছেন: চিল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
কবিতা হিসেবে বলব মোটামুটি লাগতেছে , আপনার মান অনুযায়ী তেমন না !
( যা মনে হইল তাই বললাম
)
ভাল থাকুন কবি ।
শুভকামনা রইল ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মনের কথা জানতে পেরে ভালো লাগছে।
কবির পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪২
ভিয়েনাস বলেছেন: অস্পষ্ট আলোয় আকাশের সীমানা
মেপে মেপে এগোতে থাকি
হরাইজোনের দিকে, যার কোন দিকচিহ্ন নেই! ... অনেক ভালো লাগলো
চিল ব্রো কে আবারো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
চিল ভাইয়ের পক্ষ থেকে শুভকামনা।
শুভরাত্রি।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অস্পষ্ট আলোয় আকাশের সীমানা
মেপে মেপে এগোতে থাকি
হরাইজোনের দিকে, যার কোন দিকচিহ্ন নেই!
ভালো লাগলো
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সোনারী ডানার চিলকে জ্মদিনের শুভেচ্ছা । দেরী হয়ে গেল কবি ।ক্ষমা চাই।
কবিতাও দারুণ হয়েছে।
দেয়ালে স্পর্শ করার যোগ্যতা যার নাই তার কী হবে ।
অস্পষ্ট আলোয় আকাশের সীমানা
মেপে মেপে এগোতে থাকি
হরাইজোনের দিকে, যার কোন দিকচিহ্ন নেই! সুন্দর
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্পর্শ করার যোগ্যতা না থাকলে কী করার আছে।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: কবি সোনালী ডানার চিল হবে দুঃখিত ।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বুঝতে পেরেছি।
কবির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
শুভ রাত্রি।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
ইখতামিন বলেছেন:
কবিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা।
কবিকে তাঁর সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
প্রত্যেকেই নিজেরটা নিয়ে নিবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিজেরটা নিয়ে নিলাম, চিলভাই নিজেরটা নিসে কিনা কি জানি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন:
ভেঙ্গে ফেলো দেওয়াল!!!
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভেঙ্গে ফেলতে পারলে ভালো হতো!
অনেক ধন্যবাদ আপু।
শুভ বিকেল।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
উদাস কিশোর বলেছেন: আমি আধো তমশায় হাতরে হাতরে এগোতে থাকি
নক্ষত্রীয় আলোর মায়াকানন ছাড়িয়ে
দেয়ালের প্রান্তভাগ ছুঁতে এগোতে থাকি...
ভাল লাগা জানবেন
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ব্লগে স্বাগতম।
শুভ বিকেল।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি যে ভাল লাগলো তা কেমন করে বলি,,,,,,,,,,,অসাধারণ,,,,,,,,,,,
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ দুপুর।
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
সায়েম মুন বলেছেন: কবির জন্মদিনে সুন্দর উপহার।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আশাকরি ভালো আছেন/ছিলেন।
শুভ রাত্রি।
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩
বৃতি বলেছেন: কবি সোনালী ডানার চিলকে জন্মদিনের শুভেচ্ছা ।
কবিতা ভাল লেগেছে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা রইল।
শুভ সন্ধ্যা।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতার প্রতিউত্তরে কবিতায় দেয়ালের অনুভূতির কথণ খুব ভালো লেগেছে!
শ্রদ্ধেয় সোনালী ডানার চিল ভাইকে জন্মদিনের লেইট শুভেচ্ছা!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল পারি না। ফুরায়ে গেছি।
অনেক ধন্যবাদ অভি।
শুভ সন্ধ্যা।
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লেগেছে..
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ নেফারতিথী।
শুভ সন্ধ্যা।
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লাগলো। কবি সোনালী ডানার চিলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কতোদিন পর রিপ্লাই দিলাম ভাবতেই ভালো লাগছে
অনেক ধন্যবাদ সোনাভাই।
মেলায় যাচ্ছেন কবে? আসার আগে মোবাইলে বা ফেবুতে একটা টেক্সট চাই
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯
ডট কম ০০৯ বলেছেন: কবিতায় শুভেচ্ছা খুব সুন্দর আইডিয়া।
কবিতা অনে ভাল হইছে আলাউদ্দিন ভাই।
চিল ভাই আবারো শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ রাত্রি।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চিল ভাইরে জন্মদিনের শুভেচ্ছা। ভাইডি কবিতা পড়ে মুগ্ধ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
শাহেদ খান বলেছেন: অন্যরকম একটা লেখা, কবি ! মেপে মেপে এগিয়ে যান, অসীমের উদ্দেশ্য...
শুভেচ্ছা সবসময়ের।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম আলাউদ্দিন ভাই।
বরাবরের মত দারুন লাগল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ নাজিম।
শুভ দুপুর।
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
শুভকামনা কবি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। এইটা একটা গল্পের থিমও হতে পারে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, গল্পটা লিখে ফেলেন।
অনেক ধন্যবাদ।
শুভ দুপুর।
২৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা :-)
শুভ জন্মদিন" সোনালী ডানার চিল সোনালী" :-)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ছায়া।
শুভ দুপুর।
২৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
ইসতিয়াক অয়ন বলেছেন: অসাধারন !!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ অয়ন।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
৩০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ প্রোফেসর সাব।
শুভ দুপুর।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নক্ষত্রীয় আলোর মায়াকানন ছাড়িয়ে
দেয়ালের প্রান্তভাগ ছুঁতে এগোতে থাকি...
এগোতে থাকি।
দারুণ।