![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
অসঙ্গায়িত অসুখ
হে অসঙ্গায়িত অসুখ,
অন্তরালে থেকে কুরে কুরে খাচ্ছ আমায়
রোগ নির্ণয়ের যাবতীয় কলাকৌশল বাতিল করে দিয়ে
চুপিসারে দিচ্ছ হাওয়া
অনলের বেগ যাচ্ছে বেড়ে
উথালপাথাল আগুনের লেলিহান শিখার
সারমর্মে থাকে কেবল কবিতার বিচিত্র বিলাপ!
হে অসঙ্গায়িত অসুখ,
কবিতার পঙক্তিতে সেমিকোলন বসিয়ে দিয়ো না!
আমি জড় অসুখে মুহ্যমান থেকে
হে নারী, তোমার চঞ্চল বুকের উত্তাপ নিতে এসেছি
তোমার জোছনা আঁচল পেতে দাও
বহুকাল ছায়ায় হেলান দিয়ে ঘুমাইনি
আমাকে পান করতে দাও তোমার অমৃত হেমলক!
হে অসঙ্গায়িত অসুখ,
ট্রেনের দুলোনী তোলো তোমার অবিন্যস্ত চিকুরে
খেলে যাক শব্দ! সেই শব্দে সাজাবো কবিতা,
তোমার প্রলুব্ধ আঁধার, যুথমেঘ হয়ে ধাবিত হবে
শেষরাতের পারাপার!
হে নারী আমাকে অন্ধকার দাও, দাও অমৃত সন্ধান
আমি সাজাবো বিষণ্ন কবিতার শেষ চরণ!
অন্তর্গত অসুখ
অন্তর্গত অসুখের কথা বলতে নেই
কখনো বলতে নেই ক্ষতস্থানের কথা। বললে--
সেই ক্ষতস্থানে বারবার ড্রেসিঙ-এর
নামে চলবে পাশবিক হোলি খেলা!
আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এই
হলো আমার অসুখ। মনের খতিয়ানে
একমাত্র দাগ অথবা গভীরতম বোধের
বিশুদ্ধ উচ্চারণ। কিন্তু তোমাকে বলা
যায় না! কেননা তুমিই শল্যচিকিৎসক
তোমার ছুরিতে আমার কাটাকুটি...!
১.
চক্রযান থেমে গেছে, হারিয়ে ফেলেছে পথ
ঘড়ির কাটা অবিরাম ঘোরে থামে না তার রথ!
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক দিন পর সোনা ভাই!!
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভ দুপুর।
২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: অন্তর্গত অসুখের কথা বলতে নেই
কখনো বলতে নেই ক্ষতস্থানের কথা। বললে--
সেই ক্ষতস্থানে বারবার ড্রেসিঙ-এর
নামে চলবে পাশবিক হোলি খেলা!
কেননা তুমিই শল্যচিকিৎসক
তোমার ছুরিতে আমার কাটাকুটি...!
খুব ভালো লেগেছে কবি ।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।
আপনার সাথে দেখা হওয়াটা বিশেষ কিছু ছিলো
৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর
৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
শাপলা নেফারতিথী বলেছেন: দুটোই ভালো লেগেছে..
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা আসলে তিনটা
থ্যাঙ্কস নেফারতিথী
৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিন্তু তোমাকে বলা
যায় না! কেননা তুমিই শল্যচিকিৎসক
তোমার ছুরিতে আমার কাটাকুটি...!
অনেক অনেক ভালো লাগলো দুটো কবিতাই !
ভালো থাকুন ।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ গ্রানমা!
ব্লগে স্বাগতম।
৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক লাইন ভালো লাগছে ভাই । ভালো থাকুন
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ নাজমুল ভাই।
শুভ দুপুর।
৭| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ভাল লেগেছে।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
শুভ দুপুর।
৮| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এটা কি নিরীক্ষণ জাতীয় কবিতা!
আমার কাছে খুব ভালো লাগলো।
চক্রযান থেমে গেছে, হারিয়ে ফেলেছে পথ
ঘড়ির কাটা অবিরাম ঘোরে থামে না তার রথ!
-এ দু'লাইন অনেক দক্ষ!
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিরীক্ষা কিনা জানি না! যা এসেছে তাই লিখেছি।
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
৯| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫২
বৃতি বলেছেন: বাহ, সুন্দর কবিতা। ভাল লেগেছে।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি আপা।
শুভ দুপুর।
১০| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: আবার চোখ বোলালাম। এফবিতে পড়ছিলাম
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল ব্লগে টাইম দিতে পারি না। তাই সবি ফেবুতে শেয়ার হয়
থ্যাঙ্কস কবি।
১১| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার দুটি কবিতা পড়লাম।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।
শুভ দুপুর।
১২| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুটো কবিতাই অসম্ভব সুন্দর
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ভালো থাকবেন।
১৩| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২
সকাল রয় বলেছেন:
হে নারী, আমাকে অন্ধকার দাও, দাও অমৃত সন্ধান
আমি সাজাবো বিষণ্ন কবিতার শেষ চরণ!
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর
১৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চক্রযান থেমে গেছে, হারিয়ে ফেলেছে পথ
ঘড়ির কাটা অবিরাম ঘোরে থামে না তার রথ!
দারুণ! যদিও আমি সময়ে বিশ্বাসী নই। আসলে সময় বলতে কিছু নেই।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সময় বলতে কিছু নেই, যা আছে তা কেবল নদীর স্রোতের মতোই বর্তমান
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর
১৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: দারুণ!
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস অভি।
ভালো থাকিস।
১৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
চক্রযান থেমে গেছে, হারিয়ে ফেলেছে পথ
ঘড়ির কাটা অবিরাম ঘোরে থামে না তার রথ!
দারুণ!
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।
ভালো থেকো।
১৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৩
সানড্যান্স বলেছেন: হ্যাটস অফ আলাউদ্দিন ভাই!
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ডাক্তার সাহেব।
শুভ দুপুর
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমটা বেশি ভাল লাগছে।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কান্ডারি ভাই।
শুভ দুপুর
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রে।
ভালো থাকিস বছর জুড়ে
২০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪
অদৃশ্য বলেছেন:
দারুন... খুবই সুন্দর হয়েছে লিখাগুলো আহমেদ...
পাঠে তৃপ্তি পেয়েছি...
শুভকামনা...
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর
২১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: অসুখী হয় আরো। গহীন কালো অসুখ তোমাকে সুখী গেরস্থ হওয়া থেকে বাঁচাক। অসঙ্গায়িত এবং অন্তর্গত অসুখই কবিদের ঔষধ।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! ভালৈ বদদোয়া করে গেলেন
থ্যাঙ্কস হা-মা ভাই।
সুস্থ হওয়ার লক্ষণ দেখছিনা। অসুস্থই থেকে যাবো বোধ হয়!
২২| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০
অন্ধবিন্দু বলেছেন:
আলাউদ্দিন,
অসুখেরও সুখ আছে। সেটাই কি অসঙ্গায়িত !
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখ ব্যাপারটাই অসঙ্গায়িত। কোন ছাঁচে কি ফেলা যায়??
এই মুহূর্তে ---
প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ!
নিকোটিনই সুখ এবং অসুখ দুইটাই
২৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫
আমিনুর রহমান বলেছেন:
আরে আমি তো আগেই লাইক দিছি দেহি :/
আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এই
হলো আমার অসুখ। মনের খতিয়ানে
একমাত্র দাগ অথবা গভীরতম বোধের
বিশুদ্ধ উচ্চারণ। কিন্তু তোমাকে বলা
যায় না! কেননা তুমিই শল্যচিকিৎসক
তোমার ছুরিতে আমার কাটাকুটি...!
দুর্দান্ত +++
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আমিন ভাই।
তয় এই টাইপ ফাঁকিবাজি কম করেন, একবার লাইক মারবেন আরকবার কমেন্ট করবেন!
ঘাড়টা মনে হয় পার্মানেন্টলি বেকা হয়ে গেছে! সোজা করতে পারছি না!
২৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫
টুম্পা মনি বলেছেন: অনেক ভাল্লাগ্লো।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো তো লাগবেই!! অসুখের কথা আছে কিনা!!
২৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২২
মশিকুর বলেছেন:
চমৎকার কবিতা!
শুভকামনা।
০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আছেন কেমন?
শুভ সকাল
২৬| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৩১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: অসুখের নামকরণ ব্যাপারটা ভালো লাগলো।
অসঙ্গায়িত পার্টটা বেশি অসাধারণ। "কবিতার বিচিত্র বিলাপ" !!
পরেরটায় কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এই
হলো আমার অসুখ। ম্লান করে দিলো।
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় কিছু শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া বাধ্যতামূলক। যেমন-- প্রিয়তমা, প্রিয়া, প্রিয়, ভালোবাসি। এসব যদি ঠিক মতো ব্যবহার করা না হয় তবে কবিতা হালকা হয়ে যায়। হয়তো এখানে আমি তোমাকে ভালোবাসি সেভাবে প্রয়োগ হয়নি! তাই আপনার কাছে ভালো লাগে নাই, হালকা লাগছে
চলেন একদিন আড্ডা দিই। কবে ফ্রী আছেন জানান। অনেকদিন আড্ডা দিই না মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমে অসঙ্গায়িত, পরে অন্তর্গত- অসুখ।
হে নারী, আমাকে অন্ধকার দাও, দাও অমৃত সন্ধান
আমি সাজাবো বিষণ্ন কবিতার শেষ চরণ!
ভালো লেগেছে দুটোই।
শুভেচ্ছা আলাউদ্দিন ভাই।