![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
রেসিপির বইয়ে খাবারের অনেক ফর্দ
লেখা আছে তাতে রান্নার যতো নিয়ম
উনুনে বসিয়েছ জল
সেই জল ফুটছে তো ফুটছে...
যথা নিয়মে জ্বলছে আগুন
কঙ্কাল হলো সাঁর
রোজনামচার হিসাবে আধুলির দেখা মিলে না
তবু পথে পথে রেসিপির বই বিকোচ্ছে অনেক
ঘরে ঘরে শুধু জল,
ফুটছে তো ফুটছে...
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, আপনার কমেন্টে ভালো লাগা।
পরাজিত মানুষ বোঝে না তার হেরে যাওয়াতে অন্যের জয়।
শুভ বিকেল
২| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
মামুন রশিদ বলেছেন: কঠিন লিখেছেন । ভালো লেগেছে ।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।
শুভরাত্রি!
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
শুঁটকি মাছ বলেছেন: ধুরু! তার চেয়ে একটা ভাত রান্নার রেসিপি দিতে ভালা হইতো!
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হায়রে! কবিতার মধ্যে আইসাও নিজের রেসিপি নিজেই জিগায়!
এই লন আপনার ভর্তা থুক্কু চ্যাপা শুঁটকির ভর্তা।
শুভরাত।
৪| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৮
খাটাস বলেছেন: কবিতা আবছা আবছা বুঝলাম। তাতেই ভাল লাগা।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।
৫| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মামুন রশিদ বলেছেন: কঠিন লিখেছেন। ভালো লেগেছে।
শুঁটকি মাছ বলেছেন: ধুরু! তার চেয়ে একটা ভাত রান্নার রেসিপি দিতে ভালা হইতো!
মাথার অনেক উপর দিয়ে গেলো
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি এই কবিতা লিখে খুবই আমোদিত হইছিলাম। এখন আপনাদের কমেন্ট দেখে বেলুন যেমন ফেটে চুপসে যায় তেমন অনুভূতি হচ্ছে।
অনেক ধন্যবাদ প্রিয়কবি।
শুভরাত্রি।
৬| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মামুন রশিদ বলেছেন: কঠিন লিখেছেন। ভালো লেগেছে।
শুঁটকি মাছ বলেছেন: ধুরু! তার চেয়ে একটা ভাত রান্নার রেসিপি দিতে ভালা হইতো!
মাথার অনেক উপর দিয়ে গেলো
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কাছেও সোনাভাইয়ের মতো মনে হলো??
শুভরাত্রি।
৭| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন:
ঘরে ঘরে শুধু জল,
ফুটছে তো ফুটছে...
কবিতাটা ভিন্ন স্বাদের হইসে, বিষয়বস্তুর কারণে!
ভাল লাগা রইলো!
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভরাত্রি।
৮| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭
বাংলার পাই বলেছেন: বিষয়বস্তু টা চরম লাগছে। আর কবিতা------এক কথাই চমৎকার।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভরাত্রি।
৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আলাদা স্বাদ পেলাম ! +++++++++++++++
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি আপা
শুভ দুপুর।
১০| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রতীক্ষার শেষ হচ্ছে না বোধ হয় ।কবিতা তাই বলছে।
আমি প্রতীক্ষার অবসান কামনা করলাম ।
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ব্যাখ্যার মজাই এখানে, যে যার মতো দিবে কিন্তু কোনটাই ভুল না
অনেক ধন্যবাদ সেলিম ভাই।
১১| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এধরনের একটা লেখা আপনার কাছ থেকে আসার দরকার ছিল।
স্বাগত জানালাম!!
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, রেসিপির বই সেদ্ধ করলে কি কোন খাবার তৈরি হবে? যদি না হয় তবে কবিতার খাতা সেদ্ধ করা যাক! দেখা যাবে, কবির রক্ত ও মুণ্ডুর আশ্চর্য সমাবেশ!
শুভকামনা কবি।
১২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪
রাতুল_শাহ বলেছেন: কঠিন শব্দের কবি.......
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতায় একটাও কঠিন শব্দ নাই!
শুভেচ্ছা রাতুল।
১৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮
টেকনিসিয়ান বলেছেন: রেসিপি ভালবাসি বলে ভোঁ করে ব্লগে ঢুকেছিলাম... ওমা এটা কোন রেসিপি ?
এতো দেখছি স্বাস্থ্যসম্মত জল ফুটার রেসিপি
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুঃখিত আপনার ভোঁ দৌড়কে ব্যর্থ করবার জন্য।
তবে হতাশ হবেন না, জল বিশুদ্ধ করার উপায় তো শিখলেন
শুভ বিকেল।
১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২
ইমিনা বলেছেন: কি যে বুঝতে পারিনি তা ই বুঝতে পারছি না
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বেটার লাক নেক্সট টাইম
শুভকামনা রইল।
১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০
রাতুল_শাহ বলেছেন: হুম
২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ সন্ধ্যা রাতুল
১৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: রোজনামচার হিসাবে আধুলির দেখা মিলে না
তবু পথে পথে রেসিপি বিকোচ্ছে অনেক............
ভাল লাগল।
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
১৭| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
রাতুল_শাহ বলেছেন: শুভ সকাল
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ দুপুর রাতুল।
১৮| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪
বৃতি বলেছেন: রোজনামচার হিসাবে আধুলির দেখা মিলে না
তবু পথে পথে রেসিপি বিকোচ্ছে অনেক
ঘরে ঘরে শুধু জল,
ফুটছে তো ফুটছে...
সুন্দর।
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি আপা।
শুভ দুপুর।
১৯| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুপার লাইক !!!
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি ছিলেন কই এতোদিন?? কেমন আছেন??
অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।
২০| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫
ডট কম ০০৯ বলেছেন: লেখা আছে তাতে রান্নার যতো নিয়
শেষ শব্দটা বোধ হয় নিয়ম হবে "ম" টা বাদ গেছে বলিয়া ধারনা করি।
আর রান্নার রেসিপিটা সৃষ্টি কর্তা দিয়েছেন আজ্ঞাবহ রা রেধে যাচ্ছে অবিরাম কবি কি এই কথাই কইতে চাইছেন!!
ঠিক হইলে জানায়েন।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একদল খাচ্ছে নতুন নতুন খাবার, আরেকদল কিছুই পাচ্ছে না।
থ্যাঙ্কস আরমান ভাই।
২১| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সুলতানা সাদিয়া বলেছেন: সিম্পল ভাষা অথচ ভাব গভীর
প্রশংসাযোগ্য মেধা কবির!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ সন্ধ্যা।
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
নূসরাত তানজীন লুবনা বলেছেন: খুবসম্ভব আমাদের আসার অপেক্ষায় জল এখনো ফুটছে তো ফুটছেই
২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি জানি! কে জানে!
হ্যাপি ব্লগিং
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: কার জন্যে জল ফুটছে? কেন শুধু জলই ফুটছে কিছু রান্না হচ্ছে না? কে কার রেসিপি নিয়ে রাঁধার চেষ্টা করছে কে জানে! তাই হয়তো এই দীর্ঘসূত্রিতা।
ভালো লেগেছে কবিতা।