![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
উঁচু অট্টালিকা, পাশে ঠায় দাঁড়িয়ে
ল্যাম্পপোস্ট; তারে জড়িয়ে মুণ্ডিত টেডিবিয়ার।
উৎসুক জোড়া জোড়া চোখ
বিচলিত, উৎকন্ঠিত।
জনসম্মুখে নারীর বস্ত্রহরণ, চিৎকার
হাজার হাজার চোখ, লালসার শিশ্ন উত্থিত।
হায় পুরুষ ও হায়েনা, আমি বাড়ি ফিরি,
মুখে একদলা থুতু, উপরে ছুড়ে দিয়ে
শরীর ও মনকে ভেজাই।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
২| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯
হাসান মাহবুব বলেছেন: শেষের লাইনগুলো বেশ স্ট্রাইকিং হয়েছে। গুড ওয়ান।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই!!! কেমন আছেন? ব্লগের পাসোয়ার্ড ভুলে যাওয়ার যোগার হইসে আমার! কতদিন রাত বিরাতে ব্লগাই না
অনেক ধন্যবাদ ভাই।
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২০
নীরব দর্শক বলেছেন: কি হবে, আর কয়েক দিন তারপর সব ভুলে যাবে সবাই। শুধু ভুলবে না সেই নির্যাতিতরা। বছর ঘুরবে, চলছে-চলবে!
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আশাকরি এইবার কিছু হবে। এদের শিশ্ন কেটে দেওয়া হবে
শুভেচ্ছা রোমান ভাই।
৪| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্লাসাইলাম। ভাল হইছে।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শঙ্কু সাহেব
আশাকরি এইবার প্রতিবাদ এবং প্রতিরোধ হবে।
৫| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হায় পুরুষ ও হায়েনা, আমি বাড়ি ফিরি,
মুখে একদলা থুতু, উপরে ছুড়ে দিয়ে
শরীর ও মনকে ভেজাই।+++
চমৎকার।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।
৬| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮
আরজু পনি বলেছেন:
এ্যাহ, শরীরটা কেমন ঘেন্নায় রি রি করে উঠলো ...
এখানেই কবির কবিতা লেখার সার্থকতা ।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কী জানি, আপু!
অনেক ধন্যবাদ, অনেক বছর পর আমার ব্লগে আসায়!
৭| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০
ময়না বঙ্গাল বলেছেন: চলো
জ্যোর্তিলোক
জাগ্রত চোখে-
বলো
নির্মল জ্যোতির জয়
বলো ভাই ।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলো
জ্যোর্তিলোক
জাগ্রত চোখে-
বলো
নির্মল জ্যোতির জয়
বলো ভাই।
৮| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪
আমিনুর রহমান বলেছেন:
হায় পুরুষ আর হায়েনা ...
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ আমিন ভাই।
শুভ রাত্রি।
৯| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুখে একদলা থুতু, উপরে ছুড়ে দিয়ে
শরীর ও মনকে ভেজাই
মুগ্ধতা।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার ঘেন্না লাগছে
শুভ রাত্রি।
১০| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবির সাথে লেখা দারুন হয়েছে
বিশেষ করে শেষের তিনটি লাইন খুবই শক্তিশালি ---------
০৩ রা মে, ২০১৫ দুপুর ১:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ দুপুর।
১১| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
তৌফিক চাকমা বলেছেন: "তারে জড়িয়ে মুণ্ডিত টেডিবিয়ার । "
ভেতরের দ্রোহ যে কতটা অসহায় প্রতিবাদী এখনো বোঝার চেষ্টা করছি ।
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভেচ্ছা আপনাকে।
শুচ সন্ধ্যা।
১২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন।
০৩ রা মে, ২০১৫ রাত ৯:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রতিবাদ হোক সব জায়গায়। দারুন কবিতা। :-)
১০ ই মে, ২০১৫ রাত ৯:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামোনা রইল
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫১
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ লিখেছেন । ঘৃন্যতার সর্বোচ্চ প্রকাশ ।
১০ ই মে, ২০১৫ রাত ৯:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন: শুভেচ্ছা।
শুভ কামনা রইল
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫
নক্ষত্রচারী বলেছেন: বেশ ভালভাবে উপলব্দি করলাম ।
রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে দিয়েছেন ।
শুভকামনা রইল ভাই ।
১০ ই মে, ২০১৫ রাত ৯:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন: ভালো থাকিস
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সবাই এভাবে আড়াল হলে চলবে কেন !!
ভালো থাকুন, ব্লগে নিয়মিত আসুন। +++
১০ ই মে, ২০১৫ রাত ৯:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে নিয়মিত হওয়ার সময় নেই ভাই।
শুভেচ্ছা
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা।
বিষয়টা হলো থু থু তো আমি ছুড়ি নাই।
তাই আমার গায়েও পড়ে নাই।
সেইজন্য আমার ভালো লেগেছে। পিকিউলিয়ার ঘটনা দেখতে বা শুনতে আমি ভালা পাই।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন: নেক ধন্যবাদ
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১১
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আপনার প্রোপিক দেইখা ডরাইছি
কবিতা ভালা হইছে
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন: আমি মানুষটাও তাই
ধন্যবাদ
১৯| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১:১৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: এদের শিশ্ন কেটে দেওয়া হোক।।
ভাই আপনার প্রকাশভঙ্গি অতুলনীয়।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ
২০| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:২৪
আহসান জামান বলেছেন:
চমৎকার।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন: কবি!!!!!
কেমন ছিলেন/আছেন?
২১| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:৩৪
একজন আরমান বলেছেন: শেষটা দারুন হইছে ভাই।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪
রুদ্র জাহেদ বলেছেন:
হায় পুরুষ ও হায়েনা, আমি বাড়ি ফিরি,
মুখে একদলা থুতু, উপরে ছুড়ে দিয়ে
শরীর ও মনকে ভেজাই।
চমৎকার উচ্চারণ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২
জেন রসি বলেছেন: হায় পুরুষ ও হায়েনা, আমি বাড়ি ফিরি,
মুখে একদলা থুতু, উপরে ছুড়ে দিয়ে
শরীর ও মনকে ভেজাই
ঠিক তাই।
++