![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
স্মৃতিকথা
কিছু রাত কেটে যায় ঘুমে
কিছু রাত জাগরণে
এই হলো প্রাচীন পৃথিবী
রুলটানা খাতার
দৈর্ঘ্য প্রস্থের আয়তনে!
সম্পর্ক
গোলাপে দাগ
সেই ফুলে মাল্য কি সাজে?
অভিনব কাঁচিতে বনসাই গৃহস্থলী
প্লাস্টিক মেলামেশা
আমাদের সম্পর্ক
রেল লাইনে পূর্ব পশ্চিম
মালীর কি দোষ
দুটো গোলাপ কিনি দাগ সমেত!
সমাপ্তি
এইতো দু'চার লাইন
তারপর
সকাল সন্ধ্যা সেমিকোলন
সম্পর্ক জুড়ে জুড়ে
এক কিংবা ততোধিক
তারপর
মিশেল বহুকাল
নদী পাড়, পারাপার
স্মৃতি বিস্মৃতি
তারপর
কোথাও বেমালুম
ধুলো ঝুল অন্ধকার।
উৎসর্গ
কখনোই হবে না দেখা
কখনোই নয়।
রাতের জীবনীতে লিখা আছে
উৎসর্গের নাম!
অব্যয় ব্যয় হয়ে
সর্বনামের যোগফল
নাম হয়
বিশেষ্যবিহীন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন: শুভ সকাল
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগল।