![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
তখনও জানতাম না কিছু
শুক্রাণু ডিম্বাণুর ক্রিয়া কর্ম
কেবল ব্লুফিল্ম দেখে দেখে
হস্তমৈথুন শিখেছি সেই কৈশোরে।
মাসিক হয়তো বুঝেছো তুমি
প্রসববেদনা কিংবা মাতৃত্ব বুঝেছিলে?
তবুও মা হবার বাসনা তোমার
সঙ্গম, রতিক্রিয়া এসব জানতে?
তুমি মা হতে চেয়েছিলে
আর সব পুরুষেরা বাবা হতে চাইতো?
আমি কিছুই জানিনা
কেবল নীল ছবি, এক টিকেটে
দুই ছবি বুঝতাম, এক সময় উত্তেজনা
সহ্য করতে না পেরে নিজস্ব শীৎকার।
অবাধে তুমি কিছু করোনি
কেবল মা হতে চেয়েছিলে
তোমার পূর্ণতার আশায়।
আমাদের হরিৎসময়ে পিছু হটে যাই
নিজস্ব কিছু ব্যবচ্ছেদে।
তুমি মা হতে চেয়েছিলে
তোমার কাছে ছেলে বা মেয়ে সন্তানে
কোনো তফাত ছিলো না
কেবল পূর্ণতা চেয়েছিলে।
তারপর কোনো এক প্রভাতে
কিংবা মধ্যদুপুরে বুঝেছিলে
তোমার ঋতুস্রাব স্বাভাবিক নিয়মে নেই
থেমে আছে রেললাইনের প্লাটফর্মে।
তোমার পূর্ণতা এলো বুঝি
তুমি এক দুই তিন করে
সময়ের আগে আগে বুনে চলেছ
তোমার সন্তানের কাঁথা বালিশ
চুপিচুপি শুনাচ্ছো এক এক গল্পের ফুলঝুড়ি
গেয়ে ফেলেছো সমগ্র গীতবিতান।
তুমি মা হতে চেয়েছিলে
মা হবার আগেই
তোমার সময় নেই, তোমার যা কিছু
সবই অনাগত সন্তানকে ঘিরে।
তুমি মা হতে চেয়েছিলে
কোনো এক অবুঝ সময়ে
সময় খেলে ফেলেছে তার ইচ্ছের ইতিকথা
তুমি বোঝোনি, সময় ঠিক বুঝেছিল
তুমি তখন জেনে গিয়েছিলে
তোমার সন্তান সে আসবেনা
কেবল একটুকরো মাংসপিণ্ড হয়েছিলো
তুমি খুব কেঁদেছিলে, এখনো কাঁদছো
তুমি বুঝো মাতৃত্ব কি? তোমার পুরুষ?
তুমি মা হয়েছ, যদিও পূর্ণতা পাওনি
তোমার পুরুষ কিছু হয়নি
কেবল জেনেছে বীর্যপাত
এবং তুমি নারী এবং মেশিন!
১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা
২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১২
সুলতানা সাদিয়া বলেছেন: আস্ত একটা গল্প। অপর্ণার অনুপ্রেরণায় ফিরে এলাম। ও সমানে মেসেজ পাঠাচ্ছে, এসো ব্লগাই। হাহাহাহা।
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন: আপনাদের মতো লিখতে পারি না তাই প্যারা করে লিখি!! হে হে হে।
ব্লগে স্বাগতম চক্রাপা।
একে একে আমরা ফিরলে আবার ব্লগ জমজমাট হয়ে যাবে!
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার লেখা ব্লগে পড়লাম। কেমন আছেন?
ভিন্ন রকম এবং ভালো লাগল।
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুমোন ভাই, আমি আজকাল লিখতে পারি না। একলাইন লিখলেই হাত থেমে যায়!
কেমন আছেন??
শুভেচ্ছা
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লেখা বহুত সাধনার ব্যাপার। আরো প্র্যাকটিস করো । ( এমন ভাবে কইলাম যেন আমি কত বড় কবিরে! ) আজ আমি কবি না বলে যে কিছু বলতে পারুম না , তা না!
কবিতা খুব বেশি ভাল লাগছে তা বলব না।
অবাধে তুমি কিছু করোনি
কেবল মা হতে চেয়েছিলে
তোমার পূর্ণতার আশায়।
আমাদের হরিৎসময়ে পিছু হটে যাই
নিজস্ব কিছু ব্যবচ্ছেদে।
এই পাঁচ লাইন ভাল্লাগছে।
আমরা যে আবার বল্গিং শুরু করলাম ব্লগ থেইকা কি আমাদের ট্যাকাটুকা দিবো ?
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন: একটা শব্দ ভালো লাগলেই তো অনেক! আর পাঁচ লাইন তো মেলা ব্যাপার! ট্যাকা ও দিমু টুকাও দিমু আগে আমার পাওনা ফেরত দেন
এভাবে বলগে ডাইকা আনছেন তাই একটা কবিতা পাওনা আপনে! দিয়ে দিলাম
শিক্ষা বিষয়ক তর্ক করি—
সকালের অবগাহন শেষে আবার বৈকালিক অবকাশে।
এভাবে বুঝে নেই তোমাকে, তোমার মতো করে
আর নিজেকে?
ঝরে পড়া পাতাদের যেমন অসুখ থাকে না
মৃতের যেমন থাকে না—
হিমজল না গরমজল নিয়ে মত বিরোধ
তেমনি বুঝে গেছি—আমি সেই জড়
আমি সেই অসীম স্থবিরতার করুণ মিমাংসা
যা কেবল অন্ধকারের জন্য তোলা থাকে
বিষাদ ঢেউ জানে কেবল
তীরে আছড়ে পড়ার যাবতীয় ইতিহাস।
এভাবে ধীরে
অগণন পদক্ষেপে
আমাকে জেনে যাই
শিখে যাই শিক্ষাবিষয়ক সাতকাহন
তোমার করতলে কিভাবে ভুলতে হয়
মিমাংসিত বিষয়!
৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
অপ্সরা বলেছেন: আলাউদ্দিনভাইয়া!!!!!!!
কতদিন পরে এলে!
এখনও কবিতা লেখো তাইলে!
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন: আপু আমি তো এছাড়া কিছু পারি না! আবার কবিতাও হয় না
হ্যাঁ অনেকদিন পরে।
আশাকরি ভালো আছেন/ছিলেন
শুভরাত্রি
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮
শাহেদ খান বলেছেন: সুন্দর বুনন! বক্তব্য আরেকটু খোলসা করে জানতে চাইবো যদিও।
মা হওয়ার কষ্ট, আনন্দ এবং গৌরব থেকে পুরুষেরা বঞ্চিত। কিন্তু তাই বলে সকল পুরুষ তো বীর্যপাতেই দায়িত্ব শেষ করে না! কৈশোরের উত্তেজনা বাদ দিলেও, পরিণত বয়সে পুরুষেরাও 'ছোকরা' থেকে 'পিতা' হয়ে উঠে একটা সময়!
অতএব অভিমানটা কি খুব একপাক্ষিক হয়ে গেল না? জানি না আমার বোঝার ভুল আছে কিনা কোথাও।
ফিরে আসায় অনেক শুভকামনা আর অভিনন্দন, কবি! ভাল থাকবেন!
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শাহেদ ভাই, আপনি যা ভেবেছেন সে আমিও ভেবছি। অভিমানটা এক পাক্ষিক আবার এক পাক্ষিকও নয়। এই লেখা আমার মাথায় এসছে অনেকগুলো ঘটনা প্রত্যক্ষ করার পর। হয়তো আমার এক্সপেরিয়েন্সটা ভালো হয়নি। আর দিন শেষে কবিতা কিন্তু কারও পক্ষ নিয়ে লেখা হয় না। এখানে হয়তো কিছুটা হলেও মেসেজ আছে। যা দেখে কিছু পুরুষ(!) মানুষ হবেন।
অনেক ধন্যবাদ কবি।
আপনার রোহিঙ্গাটা পড়েছিলাম কয়েকদিন আগে। যেই কমেন্ট করতে যাচ্ছিলাম মোবাইল থেকেই সেই লগ আউট হয়ে যাচ্ছিলাম।
অনেক অনেক শুভেচ্ছা কবি।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শাহেদ ভাইয়ের সাথে একমত পোষণ করলে, কি কমেন্ট করবো এটা নিয়ে দ্বন্ধে থাকা লাগবেনা। তাই কঠিনভাবে একমত পোষণ করলাম।
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন: শাহেদ ভাইয়ের কমেন্টের জবাব দিয়েছি অভি। কার সাথে একমত পোষণ করলে বুঝলাম না!
কেমন আছো?? লেখালেখি করো??
৮| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
রাতুল_শাহ বলেছেন: মনে হলো, কারো অভিমান অাক্ষেপের কথা পড়লাম।
সুন্দর!!
কেমন আছেন কবি? ব্লগে দেখে খুব ভালো লাগছে।
৯| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৪
বিজন রয় বলেছেন: এটিই আপনার শেষ পোস্ট ছিল। সেই ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪। ৬ বছর কোনো পোস্ট দেন নাই!!
আজ আপনাকে অনেক দিন পর ব্লগে দেখছি।
নতুন পোস্ট নিয়ে ফিরে আসুন।
অসাধারণ সব কবিতা লিখতে পারেন আপনি।
আসুন।
১০| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ব্লগে সুস্বাগতম কবি। ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎতার কথামালায় গাথা
সুন্দর বুননীতে
কাব্যগাথা।