নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলিম

আহমেদ ফিরোজ.

“সত্য সমাগত মিথ্যা অপসৃত”

আহমেদ ফিরোজ. › বিস্তারিত পোস্টঃ

অবশেষে আমি ‘আহমেদ ফিরোজ’ কে লগইন করার অনুমতি দিলো সামু

১২ ই মে, ২০১৫ রাত ১১:২৪

প্রথেমেই ধন্যবাদ জানাই ‘আস্তিক এলিয়েন’ ভাইকে আমার প্রতি অবিচারের কথা জনসমক্ষে তুলে ধরার জন্য।

তার প্রতিবাদের কারনেই মনে হয় আমাকে নোটিশ করে জানানো হলো... আমার ব্লগটি লগইন করার উপর থেকে ব্যান উঠিয়ে নেয়া হয়েছে।
অর্থাৎ আমাকে একটি লেখার জন্য পুরোদমে ব্যান করা হয়েছিলো। এখন একটু শিথিল করে লগইন করার সুযোগ দিয়েছে। পাশাপাশি জানিয়ে দিয়েছে-

‘উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। ’

আমার সেই পোষ্টে আমি কেবল একটি গ্রুপকে সমালোচনা করেছিলাম।

সমালোচনা করা কি উপর্যুপরি নিয়ম ভঙ্গ??

ব্লগে কি সবার গুনগান করতে এসেছি? অন্যায়কে মাথা পেতে নিতে এসেছি? ব্যাক্তির, সংগঠনের, সমাজের এবং দেশের অসঙ্গতিগুলো তুলে ধরা এবং তাদের সমালোচনার জন্যই ব্লগে এসেছি।

অথচ আমার প্রতিবাদি মুখ সিলগালা করে দেয়া হয়েছে।

আমার যেই লেখাটিকে উপর্যুপরি নিয়ম ভঙ্গের কথা বলা হচ্ছে, সেই লেখাটি মাত্র ১ ঘন্টায় ৩০ শেয়ার এবং প্রায় ৪০০ বার পড়া হয়েছে। ১৫টি কমেন্ট পড়েছে, যার মধ্যে ১৪টিই সহমত প্রকাশ করে। বাকি একটি কেবল বিরোধীতা করে। যার উপযুক্ত জবাবও আমি দিয়েছি।

তাইলে কিভাবে পোষ্টটি উপর্যুপরি নিয়ম ভঙ্গ করেছে আমি জানিনা!! এতগুলো মানুষ কি অন্ধভাবে আমাকে সমর্থন দিলো? নাকি তারাও সব নিয়ম ভঙ্গকারীর দল??

যাক, তবুও আমি হাল ছাড়িনি। আমি অপেক্ষায় রইলাম প্রথম পাতায় লেখার অনুমতির জন্য।

আশা করি প্রধান এডমিন আমাকে আমার মত প্রকাশের স্বাধীনতা দিবে।

অপেক্ষায় রইলাম..........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.