| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন আনসেফ ছিলাম।
তাই লেখা প্রথম পাতায় প্রকাশের অনুমতি ছিলোনা।
নোটিশ দিয়ে জানানো হলো, এখন থেকে আমি সেফ ব্লগার, লেখাও নাকি প্রথম পাতায় আসবে।
কিন্তু দু:খের বিষয় সেফ থেকে আনসেফ কিভাবে হলাম সেটাই বুঝলামনা.!! কারন দুদিন আগে আমি যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। বিন্দুমাত্র পরিবর্তন আমার হয়নি।
ব্যান করে কি আর মানুষ চেইঞ্জ করা যায়রে পাগলা..??
যায়না............!!!
আমার প্রোফাইল পিকচারটার দিকে তাকাও, কন্ঠ যতই সিলগালা করো, ফ্রিডম বলতেই থাকবো.....!!
আমি কতদিনের জন্য সেফ, বা কতটুকু সীমানার মধ্যে আমি সেফ সেটাও একটু জানিয়ে দিবেন।
তবে আনন্দের কথা হচ্ছে, যেহেতু নাস্তিক নই সেহেতু আনসারুল্লাহর চাপাতি থেকে অন্তত সেফ আছি এটা বলা যায়..!! সকল নাস্তিকও সেফ থাকুক সেই কামনাই করি।।
হ য ব র ল
২৯ শে মে, ২০১৫ রাত ১:০৩
আহমেদ ফিরোজ. বলেছেন: শুকরিয়া। ধন্যবাদ ভাই।
২|
২৯ শে মে, ২০১৫ রাত ২:৪৫
জুলহাস খান বলেছেন: আমার মনে হয় না যে আপনি সেইফ। আবার নাস্তিকদের বিরুদ্ধে লিখুন। দেখবেন সাথে সাথে ব্যান করা হইবে।
২৯ শে মে, ২০১৫ সকাল ৮:১৬
আহমেদ ফিরোজ. বলেছেন: তাহাদের শেষ অস্ত্রতো এটাই..।
৩|
২৯ শে মে, ২০১৫ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
লিখুন
২৯ শে মে, ২০১৫ সকাল ৮:১৮
আহমেদ ফিরোজ. বলেছেন: ভালো লিখতে পারিনা ভাই, তাতেই কন্ঠরোধ, ভালো লিখলে কি যে হতো আল্লাহ মা'লুম...। ধন্যবাদ।
৪|
২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৫০
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: আমি আর কি বলবো ! আমি তো এখানে নতুন
০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:২২
আহমেদ ফিরোজ. বলেছেন: আমিও নতুন ভাই, দুমাস হলো মনে হয়।
৫|
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৬
রাঘব বোয়াল বলেছেন: আমি কয়েকবার সামুর চোখ রাঙ্গানি হজম করছি। তারপরও নিজে যা ভালো মনে করবো তাই ব্লগে প্রকাশ করবো ইনশাল্লাহ।আর তারা যদি আমারে ব্লগ থিকা বাহির কইরা দেয় ফেসবুকতো
আছেই।
০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:২৩
আহমেদ ফিরোজ. বলেছেন: হজম ক্যান্ডি খেয়ে সব হজম করতে হবে..!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ রাত ১:০২
আবদুর রব শরীফ বলেছেন: অভিনন্দন