নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ নাছির

আমি বোধহয় মানুষ না, মানুষ গুলো অন্য রকম।

আহমেদ নাছির › বিস্তারিত পোস্টঃ

আন্দোলন করে রাজনৈতিক দল। ছুটি বাতিল হয় আমাদের।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

গ্রাহকের সুবিধার্থে আগামী শুক্রবার ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এদিন শুধু সীমিত আকারে ক্যাশ ও ক্লিয়ারিং (চেকের মাধ্যমে বড় অংকের লেনদেন ) সংক্রান্ত কার্যক্রম চলবে।



তবে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী যেন সপ্তাহে অন্তত এক দিন ছুটি ভোগ করতে পারেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে। তাই ছুটির দিন ব্যাংক খোলা থাকলেও সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি আবশ্যক নয়।



বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে আগামী শুক্রবার তফসিলি ব্যাংকের সব শাখা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখতে হবে। তবে এদিন সীমিত পরিসরে শুধু ক্যাশ ও ক্লিয়ারিং সংক্রান্ত কার্যক্রম চলবে। সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও আবশ্যক নয়।



প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এখন থেকে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হলেও সব কর্মকর্তা-কর্মচারী যেন সপ্তাহে অন্তত এক দিন ছুটি ভোগ করতে পারেন তা অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করার নির্দেশ দেয়া যাচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

মশিকুর বলেছেন:
সেটাই। একজনের অপ্রাধে অন্যজনের শাস্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.