নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আজাড় মানুষ। নিজেকে আবিষ্কারের নেশায় নেশাগ্রস্থ।

জিসান অাহমেদ

একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।

জিসান অাহমেদ › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি আমি হও

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭



হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
প্রভাতের উদরে নেমে অাসা শীতে,
আমি মালশার উঁনুনে তপ্ত অাঙ্গার,
কিংবা সূর্যের কবোষ্ণ অালো হয়ে তোমায় উষ্ণতা দিবো।

হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
দুপুরের খররৌদ্র উত্তাপের দাহনক্ষণে,
তোমার ঘর্মাক্ত শরীরের নিঃশ্বাসের ঘ্রাণ,
অামি দুই অাঙুলের ফাঁক দিয়ে শুঁকে নিবো।


হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
কোনো এক বর্ষার দিনে,
তোমার মেঘাচ্ছন্ন মনকে নির্মল করতে,
অামি মহাকাব্য 'শিরি-ফরহাদ' তোমায় মুখস্থ শুনাবো।


হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
তোমার ধূসর মনকে রাঙিয়ে দিতে,
এক মুঠো রঙধনুর রঙ তুলে অানতে,
অামি গাঙচিলের ডানায় ভর করে অাকাশে যাবো।

হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
শ্রাবণ সন্ধ্যায় যদি না হয় বর্ষণ,
অামি ঘন কালো মেঘের গম্বুজ ভেঙ্গে,
তোমার জন্য ডলক নামাবো।

হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
তোমার অপেক্ষায় নিশাচর হয়ে,
অামি তোমায় অমাবস্যার অন্ধকারের ঘনত্ব,
কিংবা কৃষ্ণচূড়া ঝরে পড়ার শব্দ পরিমাপ করে দিবো।


হে হিরন্ময়ী! হে পবিত্রতার দেবী!!

তুমি যদি অামি হও,
কোনো এক স্বর্গসুখ অনুভবের মাহেন্দ্রক্ষণে,
অামি তোমার কপালে রাঙানো সূর্যটিপ, নাকের নোলক,
কিংবা আলতা রাঙা পায়ের চুর জলনূপুর হবো।


[প্রথম প্রকাশঃ ২৯ শে নভেম্বর, ২০১৬ খ্রিঃ]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

কানিজ রিনা বলেছেন: হে দেব দেবী করিবে যতন পদতলে বসিয়া
করিবে সাধন তবে তাই হোক তবুও তাইই
হোক।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

জিসান অাহমেদ বলেছেন: আহা ! মুগ্ধ ! দেবীর অপেক্ষায়ই রহিয়াছি, তবে আদৌ তাহার দর্শন পাবো কি ? মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০

জিসান অাহমেদ বলেছেন: প্রীতি নিয়ে যান..............

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: লেখা সুন্দর হয়েছে ।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

জিসান অাহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.